নাস্তিক হলেই কি সব অপরাধ মাফ করার বিধান রেখে আইন পাশ হয়েছে সংসদে ?

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৪ জুন, ২০১৫, ১২:৩৭:৪০ রাত

লতিফ সিদ্দিকির মতো নাস্তিককে সব মামলায় জামিনের আদেশ দিয়েছে কি ভাবে ?তা হলে নাস্তিক হলেই কি সব অপরাধ মাফ করার বিধান রেখে আইন পাশ হয়েছে সংসদে ?



লতিফের মতো এত বড় হিম্মত তাছলিমা বা দাউদ হায়দাররা দেখায়নি। ৯২ শতাংশ মুসলমানের দেশে কোন নাস্তিকের জাগা নাই আওয়াজ দেওয়ার সাথে সাথে বোরখা পরে রাতের অন্ধকারে দেশ ছেড়ে পালিয়েছিল।

অথচ লতিফ আমার নবীকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলে তুচ্ছতাচ্ছিল্য করে বলল আরবের অশিক্ষিত লোকদের রুজির ব্যাবস্থা করার জন্য হজ্জ প্রথা চালু করেছিলো মুহাম্মদ।

হজ্জকে নিয়েও ব্যাংগ করে অনেক কথা বলেছিল যেটা সবাইর জানা ।

সেই নাস্তিকের মুক্তির জন্য আর কোন সরকারী বাধা থাকলো না ।

তার মানে গোপনে কোন আইন পাশ হলো কিনা নাস্তিক হলে তাকে যেই কোন প্রকারে মৃুক্তির রাস্তা বের করা ?

আর আলেম হলে তাকে ছুতোনাতা অজুহাতে বন্দি করে বছরের পর বছর আটকে নির্যাতন করা অথবা প্রহসনে বিচারের নামে ফাসির মতো কঠিন শাস্তির ব্যাবস্থা করা !!

বিষয়: বিবিধ

১২১৯ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327260
২৪ জুন ২০১৫ রাত ০১:১১
শেখের পোলা লিখেছেন : "ঐ ঘোড়া রোগেইতো গরুটা মরেছে৷" এ সবই ৭১এর চেতনা, যে চেতনায় ৯২ শতাংশ মুসলীম বাতাস দিয়েছিল৷
২৪ জুন ২০১৫ সকাল ১১:২৭
269514
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : এরাতো উড়ে এসে জুড়ে বসেছিল।
হুজুগে বাংগালি বলার শুরু করেছিল শেখ হল নায়ক তাইতো শেখের দল ছাড়া বাকিরা দেশদ্রহী
৯২ শতাংশ কখনো সেটা করেনি তবে বর্তমানে করা লাগতেছে
327262
২৪ জুন ২০১৫ রাত ০১:১৩
সাজেদুল ইসলাম লিখেছেন : ওরাতো রসুনের মতো,বাহিরে আলাদা ভিতরে কিন্ত এক।
২৪ জুন ২০১৫ সকাল ১১:২৫
269512
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জনবিষ্ফিরন হলে বুঝতে পারবে সব কিছু
আল্লাকে নিয়ে মসকারী ৯২ শতাংশের দেশে ??
327273
২৪ জুন ২০১৫ রাত ০৩:৩৯
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : দুনিয়ার আদালতে মুক্তি পেলেও আল্লাহর আদালতে খবর আছে৷ চেতনার হিসাব সুদে আসলে দেওয়া হবে!
২৪ জুন ২০১৫ সকাল ১১:২৪
269511
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আলেম ওলামাদেরকে গ্রেফতার করলেই যেন মাডারের আসামির মতো আর কোন জািমিন নাই
আর নাস্তিকদের বেলাতে ভিন্ন ? জাতী জাগবে তবে কথা আছে যেই দিন জাতী জেগে গনবিষ্ফরন ঘটাবে সেদিন ১৫ই আগস্টের থেকেও ভয়াাবহ হবে
327287
২৪ জুন ২০১৫ সকাল ১০:৪২
হতভাগা লিখেছেন : হয়ত মহান আল্লাহ রাব্বুল'আলামিন জেলেখানার বাইরেই উনার জন্য ব্যবস্থা করে রেখেছেন ।
২৪ জুন ২০১৫ সকাল ১১:২১
269510
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : এসিড দিয়ে শরির ঝলসানোর পরে বুঝি আল্লাহর ভয় আসছে ? আল্লাহর এমন প্রিয় বান্দা যে তার ব্যাবস্তা বাইরে ? ছি জাতী
327300
২৪ জুন ২০১৫ দুপুর ০২:২৬
আবু জারীর লিখেছেন : বাংলাদেশে কাফের বেঈমান আর নাস্তিকদের সব অপরাধ মাফের মনে হয় হিডেন আইন আছে।
২৪ জুন ২০১৫ দুপুর ০২:৩৭
269527
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : নইলে নাস্তিকরা মুক্তি পায় আর আলেমরা মুক্তির প্রশ্নই নাই
আপনাকে অনেক ধন্যবাদ
327545
২৬ জুন ২০১৫ বিকাল ০৪:৪২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধর্মাপরাধী লতিফ এর বিচার আ লীগ করবে না..ওয়াশ করে ছেড়ে দেবে। সোনার ছেলের জন্য সব মাফ ...
২৬ জুন ২০১৫ রাত ১১:০২
269826
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আল্লাহর আদালতে তো মাফ পাবে না ওরা সহ ওদের সকল দোষররা
জাযাকাল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File