নাস্তিক হলেই কি সব অপরাধ মাফ করার বিধান রেখে আইন পাশ হয়েছে সংসদে ?
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৪ জুন, ২০১৫, ১২:৩৭:৪০ রাত
লতিফ সিদ্দিকির মতো নাস্তিককে সব মামলায় জামিনের আদেশ দিয়েছে কি ভাবে ?তা হলে নাস্তিক হলেই কি সব অপরাধ মাফ করার বিধান রেখে আইন পাশ হয়েছে সংসদে ?
লতিফের মতো এত বড় হিম্মত তাছলিমা বা দাউদ হায়দাররা দেখায়নি। ৯২ শতাংশ মুসলমানের দেশে কোন নাস্তিকের জাগা নাই আওয়াজ দেওয়ার সাথে সাথে বোরখা পরে রাতের অন্ধকারে দেশ ছেড়ে পালিয়েছিল।
অথচ লতিফ আমার নবীকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলে তুচ্ছতাচ্ছিল্য করে বলল আরবের অশিক্ষিত লোকদের রুজির ব্যাবস্থা করার জন্য হজ্জ প্রথা চালু করেছিলো মুহাম্মদ।
হজ্জকে নিয়েও ব্যাংগ করে অনেক কথা বলেছিল যেটা সবাইর জানা ।
সেই নাস্তিকের মুক্তির জন্য আর কোন সরকারী বাধা থাকলো না ।
তার মানে গোপনে কোন আইন পাশ হলো কিনা নাস্তিক হলে তাকে যেই কোন প্রকারে মৃুক্তির রাস্তা বের করা ?
আর আলেম হলে তাকে ছুতোনাতা অজুহাতে বন্দি করে বছরের পর বছর আটকে নির্যাতন করা অথবা প্রহসনে বিচারের নামে ফাসির মতো কঠিন শাস্তির ব্যাবস্থা করা !!
বিষয়: বিবিধ
১২০৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হুজুগে বাংগালি বলার শুরু করেছিল শেখ হল নায়ক তাইতো শেখের দল ছাড়া বাকিরা দেশদ্রহী
৯২ শতাংশ কখনো সেটা করেনি তবে বর্তমানে করা লাগতেছে
আল্লাকে নিয়ে মসকারী ৯২ শতাংশের দেশে ??
আর নাস্তিকদের বেলাতে ভিন্ন ? জাতী জাগবে তবে কথা আছে যেই দিন জাতী জেগে গনবিষ্ফরন ঘটাবে সেদিন ১৫ই আগস্টের থেকেও ভয়াাবহ হবে
আপনাকে অনেক ধন্যবাদ
জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন