ইন্ডিয়ার পরাজয়ে প্রধানমন্ত্রী কি নাখোশ ! নইলে বিজয় নিশ্চিত জেনেও গ্যালারিতে কেন আসলেন না , যেমন পাকিস্তানের সময় এসেছিলেন
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২২ জুন, ২০১৫, ১২:৪৮:৪০ রাত
বাংলাদেশ বিশাল বড় ইতিহাস গড়ার দিনেও প্রধানমন্ত্রী গ্যালারিতে আসলেন না যেমন এসেছিলেন পাকিস্তানের খেলার সময়।
অর্থাত আমরা ধরে নিব যে আজকে ইন্ডিয়ার পরাজয়ে প্রধানমন্ত্রী নাখোশ !
ক্রিকেট জগতে আজ ইতিহাস গড়লেন মুস্তাফিজুর রহমান তারপর ইতিহাস গড়লেন আমাদের ক্রিকেট টিমের দামাল ছেলেরা।
ইন্ডিয়াকে এমন ভাবে শাষন করলেন বলার এবং ব্যাটসম্যানরা মনে হচ্ছিল বাংলাদেশ কোন এক অনভিজ্ঞ দলকে শাষন করছেন।
বাংলাদেশ ক্রিকেট টিমকে আমরা ধন্যবাদ দিব প্রধান মন্ত্রীর মনে যতই রক্তক্ষরন হোক না কেন!
আর রক্তক্ষরন হবেই না কেন যেখানে ওনার নানার দেশ দাদার দেশ এবং ভবিষ্যত আশ্রয়দাতা দেশ।
এই সময় ক্রিকেটের স্টেডিয়ামে এসে খালি খালি দাদাদেরকে বিরক্ত করে নিজের ভবিষ্যতকে কেন নষ্ট করব !
আর নইলে উনি আজকের এই কথার কোন জবাব দিতে পারবে না
মুরগি কবির বলছিল পাকিস্থান আমাদের সাথে হারলে শুনতে ভাল লাগে আমিও বলব আমারও ভাল লাগে কিন্তু ইন্ডিয়া কোন নানাদের দেশ ! ওদের সাথে আমাদের ছেলেরা অনেক কষ্টকরে জিতেছে আর আপনারা এই কাজে খুশি হতে পারলেন না ? আবার আন্তরে রক্ত ঝরছে ! ছি
থুক্কু
বিষয়: বিবিধ
১১২৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জননেত্রী আসবেন , উনি আসবেন ২৪.০৬.২০১৫ । শেষ ওয়ানডের দিনে ।
এরকমই আরেকটা কালেকশনের জন্য প্রস্তুত থাকুন।
যদি শেষ দিন হাসিনা যায় তবে বুঝবো সমালোচনার কারনে সে গেছে
প্রশ্ন থেকে যায় পাকিস্তানের দিন কেন উনি গেলেন এবং ইন্ডিয়ার দিন কেন গেলেন না ? হ্নদয়ের রক্তক্ষন না লজ্জাতে
বাশটা শুধু ইন্ডিয়ার ছিল না হাসিনার ও ছিল
সত্য কইলে সমস্যা আছে!!
আমরা সমানে বাশ দিব
বাশটা শুধু ইন্ডিয়ার ছিল না হাসিনার ও ছিল
মন্তব্য করতে লগইন করুন