মেডিক্যাল কলেজের সাথে সংশ্লিষ্ট কোন ভাই আমাকে একটু সহযুগিতা করবেন ? আমার ছেলেকে ভর্তি করাইতে চাই সেই জন্য...........

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২০ জুন, ২০১৫, ১২:০৫:৫৩ রাত

মেডিক্যাল কলেজের সাথে সংশ্লিষ্ট কোন ভাই আমাকে একটু সহযুগিতা করবেন ? আমার ছেলেকে ভর্তি করাইতে চাই সেই জন্য...........

আগামি কাল তার প্রাক্টিক্যাল পরিক্ষা শেষ হবে ২০-০৬-২০১৫

কোন ভাইয়ের কোচিং সেন্টার আছে অথবা জানা মতো আছে ফার্মগেট বা আশপাশে দযাকরে জানাবেন উপকৃত হব

ভর্তিপরিক্ষাতেও যদি কোন সহযুগিতা করতে পারেন এর পর ভর্তিতেও সহযুগিতা করতে পারলে বড়ই উপকৃত হবো

আমার ছেলে এখন রামগন্জ আছে দুচার দিনের মধ্যেই ঢাকায় আসবে

দেশে না থাকাতে একটু সমস্যা হচ্ছে

ইমেইল করলে আমি যোগাযোগ করব:

বিষয়: বিবিধ

১৩০৭ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326789
২০ জুন ২০১৫ রাত ১২:৫৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন :
রেটিনা
মেডিক্যাল কোচিংএ ভর্তি হতে বলুন আপনার ছেলেকে..ঢাকার ফার্মগেটে শাখা আছে.. ধন্যবাদ।
২০ জুন ২০১৫ সকাল ১০:৪১
269109
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সুন্দার পরামর্শর জন্য অসংখ্য ধন্যবাদ
ইনশাআল্লাহ আমার ছেলেকে রেটিনাতে যেতে বলব
জাযাকাল্লাহ
326822
২০ জুন ২০১৫ রাত ০৪:৫৯
ব্লগার শঙ্খচিল লিখেছেন : মেডিকেলের জন্য রেটিনা সব চেয়ে ভাল , এখন বিষয় টা হল আপনার ছেলের এসএসসির পয়েন্ট কত এবং ইন্টারে কত পেতে পারে তার উপর নির্ভর করে ভর্তি করান ।

ঢাকাতে মেডিকেল প্লাস ভার্সিটি কোচিং আছে সেটাতেও করাতে পারেন ।

সহযোগিতা করা যাবে ,
২০ জুন ২০১৫ সকাল ১০:৪২
269110
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমার ছেলে এসএসসিতে ৪.৩৯ পেয়েছিল আশা করি এইচএসসিতেও তেমন বা আরো ভাল আশা কি ইনশাআল্লাহ
২৭ জুন ২০১৫ বিকাল ০৪:৩৯
269935
ব্লগার শঙ্খচিল লিখেছেন : ভাইর জন্য পরামর্শ হল ভার্সিটি কোচিং করালে মনে হয় ভাতিজা ভাল করতে পারবে, ওর জিপিয়ে একটু কম খুব টাফ হয়ে যাবে মেডিকেল ওর জন্য । যদি প্রায়ভেট পড়াতে পারেন তা হলে ভর্তি করিয়ে দেন । প্রাইভেট মেডিকেলেও ভর্তি সিরিয়াল দিয়ে ভর্তি করা হয়
326824
২০ জুন ২০১৫ সকাল ০৬:৪৯
আবু জারীর লিখেছেন : ছেলের জন্য শুভ কামনা।
২০ জুন ২০১৫ সকাল ১০:৪৩
269111
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জাযাকাল্লাহ
326827
২০ জুন ২০১৫ সকাল ০৯:৪০
হতভাগা লিখেছেন : রেটিনা শিবিরের । আপনি শুভেচ্ছা বা প্রাইমেটে যোগাযোগ কর
326828
২০ জুন ২০১৫ সকাল ০৯:৪২
হতভাগা লিখেছেন : রেটিনা শিবিরের । আপনি শুভেচ্ছা বা প্রাইমেটে যোগাযোগ করতে পারেন ।

ফার্মগেট এলাকাতেই এদের আখড়া বেশী । মাথা পাগল করে দেবার মত সব বিজ্ঞাপন , ব্যানার , ফেস্টুন।
২৭ জুন ২০১৫ বিকাল ০৪:৩৬
269934
ব্লগার শঙ্খচিল লিখেছেন : হতভাগা আসলেই হতভাগা , মেডিলেক কোচিং এ রেটিনার বিকল্প আর কেউ নাই , আমি মেডিকেলের স্টুডেন্ট......।
327668
২৭ জুন ২০১৫ বিকাল ০৫:০০
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনার নাম্বারটার জন্য ইমেইলে অনুরোধ করেছিলাম
ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File