আলোচিত কুলাংগার পুলিশের -কমিশনার মনিরুল ইসলাম-যার ছত্রছায়ায় ঢাকা শহরের বিএনপি- জামায়াতের লোকজন গুম হয়

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৪ জুন, ২০১৫, ০৮:০৯:৩৪ রাত

এমপির ছেলেকে ছাড় দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের -কমিশনার মনিরুল ইসলামের বিরুদ্ধে।



যেই রনি মদ্যাপ্ত অবস্থায় পিস্তুল দিয়ে গুলি ছুড়ে রিকশাচালক হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলীকে হত্যা করেছে।

এই রনির পরিচয় হলো মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের এমপি পিনু খানের ছেলে ।

মনিরুল ইসলাম নামক কুলাংগারগুলির কারনে ঢাকা শহরের বিএনপি জামায়াতের হাজার নেতা কর্মী জেলে গেছে পংগু হয়েছে গুম হয়েছে।

বড় কোন অভিযোগ যখনই উঠেছে আইওয়াসের মতো তদন্ত করে আজ কাল পরশু তরশু করতে করতে ধামাচাপা দিয়েছে।

সাগররুনির হত্যাকান্ডের মতো আলোচিত ঘটনা যখনই আওয়ামিলীগের লোকজনের নাম এসেছে তখনই সেটাতে ঘড়ি মসি শুরু করেছে। এবং ঘটনাকে বস্তাবন্দি করে লুকায়ে রেখেছে।

এদের মনে রাখা উচিত ওদের জাতীর পিতার হত্যার বিচার এবং কথিত মানবতাবিরোধী অপরাধের বিচার যদি দির্ঘ দিন পরে করতে পারে সেই জনগন এই সকল ঘটনার জন্য একবিন্দু পরিমান ছাড় দিবে না । শুধু ক্ষমতার পটপরিবর্তনের অপেক্ষা।

এই রকম পাচাটা কুলাংগারগুলি নির্বাচন কমিশনের মতো গুরুত্বপুর্ন পদেও আছে ।

আমরা অপেক্ষায় থাকলাম। আমাদের নেতাদেরকে ধরার সাথে সাথে মাসের পর মাস রিমান্ড দেয় অথচ খুনিকে গ্রেফতারের পর ৫ দিনের রিমান্ড চাইলো তাতে ৩ দিনের রিমান্ড কবুল করলো !

মগের মুল্লুক !!

বিষয়: বিবিধ

১০২৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

325821
১৪ জুন ২০১৫ রাত ০৮:২৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ইনশাল্লাহ..তোদের ক্ষমা নেই। আপনাকে ধন্যবাদ মুন্সী ভাই, কারণ আপনার পোস্টগুলো সমসাময়িক রাজনৈতিক ঘটনার বিশ্লেষণ। বেশ ভালো লাগে আমার কাছে, .
১৪ জুন ২০১৫ রাত ০৮:৪৬
268021
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আসসালামুআলাইকুম
ইনশাআল্লাহ এই জাতীয় যতগুলি ইতর আছে তাদের কোন ক্ষমা হবে না ।
ভাল লাগার জন্য আপনাকে ধন্যবাদ
325849
১৪ জুন ২০১৫ রাত ০৯:৪০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শুধু এই একটা কেন? আইজি নিজেই তো আজকে দাবি করছে যে সে পুলিশ নাকি নেতা বানায়। আসলে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যার্থতা এই বৃটিশ পুলিশি ব্যবস্থাকে উচ্ছেদ করতে না পারা।
১৪ জুন ২০১৫ রাত ০৯:৪৮
268048
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আসল হলো গোপালী পুলিশ। বৃটিশ পুলিশি আইন তা মানা যায় কিন্তু গোপালী পুলিশতো মানা কঠিন
কারন এরা পুলিশের ছত্রছায়ায় নিজেরা সকল অপকর্ম করে অহরহ। পুরাতন নিয়োগপ্রাপ্তরা দেখেও চুপ থাকা লাগে কারন সকল বিভাগে দায়িত্বের বাইরে কিছু অতিরিক্ত নিয়োগ থাকে যেইগুলি গোপালীর গোয়েন্দা
জাজাকাল্লাহ
325858
১৪ জুন ২০১৫ রাত ১০:২২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! শুধুমাত্র সময়ের অপেক্ষা.....।
১৪ জুন ২০১৫ রাত ১০:৫১
268085
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহমাতুল্লাহ
ইনশাআল্লাাহ আমরা অপেক্ষায় থাকবো এবং বিজয় আমাদের হবেই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File