জামায়াতকে বিএনপির লালবার্তা ! যদি এমনই হয়ে থাকে তবে দেশ বিদেশে বিএনপি মিরজাফরের খাতায় নাম লিখাবে

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৩ জুন, ২০১৫, ০২:৩০:৩০ দুপুর



১৪ দলীয় মহাজোট (মহাচোর) সরকার ক্ষমতায় আসার পর প্রথম ধাপে জামায়াতকে ক্ষ্তবিক্ষত করতে মরিয়া হয়ে উঠেছিল এবং তাতে সফলও হয়েছিল এক দিকে। আবার অন্যদিকে বিফলও হয়েছে।

জামায়াতের শির্ষ নেতৃবৃন্দকে গ্রেফতার তারপর ক্যাংগারু আদালতের মাধ্যমে ফাসির হুকুম ইত্যাদি কাজে সফল হয়েছে বলা চলে কিন্তু এতে করে জামায়াতের রাজনিতিতে যেমন ভাটা পড়ার কথা ছিল সেটা না হয়ে উল্টা জোয়ার এসেছে। সেটার কিছু প্রমান জনগন উপজিলা নির্বাচনে দিতেছিল কিন্তু মহাচোররা অনুমান করতে পেরে চুরির মাধ্যমে ফলাফল নিজেদের পক্ষে নিয়েছে ।

তারপরেই মহাজোট টার্গেট করেছিল তিনবারের সরকার পরিচালনার দল বিএনপিকে । এতে করে মহাচোররা শতভাগ সফল হয়েছে। বিএনপিকে ভাংগার চেস্টা যেমন আগেও হয়েছিল এখন সেই চেস্টার সফলতার একেবারে দারপ্রান্তে।

৫ই জানুয়ারীর বিতর্কিত নির্বাচনের একবছর আগে থেকেই জামায়াত ইসলামী তাদের মেধা, কৌশল ,এবং শক্তিদিয়ে রাজপথ দখলে রেখেছিল । তখন বিএনপির নেতারা মুখে কুলুপ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে যেত। তখন ওরা মনে করতো জামায়াত তাদের নেতাদেরকে বাচানোর জন্য আন্দলন করছে তাতে আমাদের কোন কর্মসুচী না থাকাই স্বাভাবিক ।

একা জামায়াতের ভয়ে মহাচোররা ভিতসন্ত্রস্ত থাকতো । তখন যদি বিএনপি জামায়াতের সাথে ময়দানে নামতো তবে মহাচোররা আরো অনেক আগে ক্ষমতা ছাড়া লাগতো এবং সবগুলি দেশান্তর থাকতো।

দির্ঘ মহাচোরদের সরকার পরিচালনার সময় জামায়াত কম্বল দিয়ে বিএনপিকে প্রটেক্ট করেছিল ।বিধায় বিএনপি নামক দলের অস্তি টিকে আছে।

তাই বিএনপি যদি জামায়াতকে লাল কাডের কথা বলে তাহা শুনলে হাসির উদ্রক হয় ।

যদি পরিস্থিতি প্রতিকুলে চলে যায় তবে বিএনপি নয় , জামায়াত বিএনপিকে লাল কার্ড দিয়ে দুরুত্বে অবস্থান করবে এবং বিএনপি দেশ এবং দুনিয়ার সামনে মহাবেইমান হিসেবে প্রকাশ পাবে।

কারন কি জামায়াত প্রতিকুল অবস্থার দল। জন্ম থেকেই তারা প্রতিকুলতার স্বীকার । দলটি আদর্শ ভিক্তিক বিধায় কোন সরকারই এটাকে বরদাসত করতে পারেনা ।

বিষয়: রাজনীতি

১১৮৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

325556
১৩ জুন ২০১৫ দুপুর ০২:৫১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : BNP- Basically No Party.মামুরা কী আরেক ভুল করতে যাচ্ছে? ধন্যবাদ।
১৩ জুন ২০১৫ দুপুর ০৩:০০
267691
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমরা তা বলব না । যদি তাই হয় তবে বাংলাদেশে কমিউস্টি এবং জামায়াত ছাড়া কোন দলের নেতাদের রাজনৈতিক প্রজ্ঞা নাই এবং দলের কোন ভারসাম্য নাই।
সুতারাং বিএনপিও দল তবে তাদের পিছে বিচৌধুরী এবং এমাজ উদ্দিন লেগেছে তাতে বিএনপিকে রাজনৈতিক দেওলিয়াপনা না করে এরা পিছের থেকে সরবে না
325584
১৩ জুন ২০১৫ বিকাল ০৫:১৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : পিলাচ পিলাচ পিলাচ পিলাচ
১৩ জুন ২০১৫ বিকাল ০৫:৫৪
267717
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Good Luck
325588
১৩ জুন ২০১৫ বিকাল ০৫:৪২
এ,এস,ওসমান লিখেছেন : বি,এন,পি হতে যত তাড়াতাড়ি জামায়াত বের হয়ে আসবে আমরা মনে হয় জামায়াতের তত ভাল হবে। এটা একান্ত আমার কথা।
১৩ জুন ২০১৫ বিকাল ০৫:৫৬
267718
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : তা হয়তো বা ঠিক কিন্তু দেশের এই ক্রান্তিকালের ভিতর আমাদের চাওয়া হবে জালিমকে ক্ষমতাচ্যুতির আগ অবধি ঐক্য থাক যদি ওরা না বুঝে তবে তাদেরকেই পস্তাতে হবে
325591
১৩ জুন ২০১৫ বিকাল ০৫:৪৮
মোহাম্মদ লোকমান লিখেছেন : দেখা যাক কি হয়!
১৩ জুন ২০১৫ বিকাল ০৫:৫৭
267719
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমরাও দেখার আশায় আছি
তবে পর্যালোচনায় বলে বিএনপির ঘাড়ে কুনো ভুত চেপেছে
325593
১৩ জুন ২০১৫ বিকাল ০৫:৫৫
মনসুর আহামেদ লিখেছেন : বিএনপি ও আওয়ামীলীগ দুটোই বাতেলী দল, তারপর যতটুকু ব্যবহার করা যায়। জামাতের
উচিৎ ছিল, আওয়ামীলীগকে সার্পোট দেওয়া।
তাহলো এতগুলো লোক শাহাদাৎ বরন করত না। এবং জামাতের গায়ের গন্ধ চলে যেত। ইসলামী আন্দোলনের নেতাদের জ্ঞান ও প্রজ্ঞা থাকা দরকার। এক সময় আওয়ামীলীগরা
জামাতের সার্পোট চেয়েছিল। চিন্তা করতে হবে,
হূদাবিয়ার সন্ধি।
১৩ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:০০
267721
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনার এই কথার সাথে একশত ভাগ একমত
কিন্তু সেই সুযোগটা দিল কোথায় ভাই
দেশের সবচেয়ে সস্তা রাজনিতিক হলো এরশাদ হালায় যার কোনই নিতি নাই তাইতো কোন রাজনিকিকের মু্যায়ন করার সুযোগ হচ্ছেনা বাংলাদেশে
গত দুইটা টার্মতে এই দাজ্জালের কারনেই নাসি্তকরা ক্ষমতার গন্ধ নিতে পারলো
জাজাকাল্লাহ
১৩ জুন ২০১৫ রাত ১১:৪৩
267798
এস এইচ খান লিখেছেন : প্রজ্ঞাতো সেই ১৯৯৬তেই দেখিয়েছে জামাত! হাসিনার সংগে একত্রে একই টেবিলে খেয়ে দেয়ে আন্দোলন করে সেই বন্ধুদের দু'জন কে ইতিমধ্যে ঝুলিয়ে দিয়েছে! তার পরেও আপনার দেখছি বন্ধুত্বের খায়েশ মিটেনি!!
১৪ জুন ২০১৫ রাত ১২:২২
267799
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জনাব এম,এইচ খান সাহেবকে বলছি
বিএনপিকে ক্ষমতার স্বাধ দিয়েছিল জামায়াত সেই ১৯৯১সালে বিনা শর্তে অথছ সারাদেশে যেই ভাবে জামায়াত শিবিরকে পাখির মতো মেরছিল যার কারনে জামায়াত বিএনপির সাথে একমত থাকতে পারেনি
আর বর্তমানের কথা বলছেন !! যদি জামায়াত আলিগের টোপের দিকে হাত বাড়াতো তবে জামায়াতের দুইজন তারকা হারাতে হতো না হয়তো আরো হারাতে হতে পারে।
আপনার বিদ্ধেষপুর্ন মন্ত্যকে স্বাভাভিক ভাবে নিলাম
ধন্যবাদ
১৪ জুন ২০১৫ সকাল ১০:২০
267860
এস এইচ খান লিখেছেন : @মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি, তার মানে খুবই সিম্পল, আওয়ামি ১৬ চুংগা বুদ্ধি আর আপনার মত তথাকথিত জামাত সমর্থকদের আল্লাহ'র আইন চাই আজ একাকার! এগিয়ে যান ম্যান! আপনাদের দিয়েই হপেLove Struck
১৪ জুন ২০১৫ সকাল ১১:০৭
267877
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : এখন আর হওয়ার সম্ভবানা কম
কারন কি বিএনপির রাজনিতিক সিদ্ধান্ত নিতে ভুল করা এবং দলের নেতাদের ঝিমিয়ে পড়া সব কিছু মিলিয়ে লেজে গোবরে একাকার হয়ে গেছে
কমপক্ষে কিছু না হোক দলের নেতাদের বিরুদ্ধে অন্যায় রায়ের বিরুদ্দে জামায়াত শিবিররা প্রতিবাদ করতে ভুলে নি কিন্তু দাদা সালাহউদ্দিন কাদেরের মতো লোকের ফাসির হুকুম জারীর পরেও বিএনপির পক্ষ থেকে একটা ছোট্ট কর্মসুচী ও দেয় নি
সুতারাং আওয়ামিলীগের এই কঠিন শাষন থেকে যদি দেশের লোক কখনো মুক্তি পায় সেটা আমরাই পারব ইনশাআল্লাহ
325636
১৩ জুন ২০১৫ রাত ০৯:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : জামায়াতকে ছাড়লেই দাদারা কোলে করে ক্ষমতায় বসাবে না এই সত্য তাদের বুঝা উচিত।
১৩ জুন ২০১৫ রাত ০৯:২৯
267759
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জামায়াতকে যদি ছাড়ে তবে বিএনপির নাম মুছে দিতে আম্বালীগকে আর কোন বেগ পেতে হবে ন
জাজাকাল্লাহ
325672
১৪ জুন ২০১৫ রাত ০১:৩৪
আবু জারীর লিখেছেন : ওনারা নাকি এখন মুসলিম লীগকে প্রায়ি স্বপ্নে দেখে।
১৪ জুন ২০১৫ সকাল ১০:২৫
267861
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হুম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File