গ্রেফতার আতঙ্কে সিসির দক্ষিণ আফ্রিকা সফর বাতিল-এমন আইনে হাসিনাকে মানবাতাবিরোধী অপরাধের মামলায় আটক করা যেত (রোম সংবিধি)
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৩ জুন, ২০১৫, ১২:১২:৪৭ রাত
আফ্রিকান ইউনিয়নের মতো কোন ইউনিয়ন যদি আমাদের এশিয়াতে থাকতো তবে হাসিনাকে গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করতো।
গ্রেফতার আতঙ্কে আকস্মিকভাবে দক্ষিণ আফ্রিকা সফর বাতিল মিসরীয় স্বৈরশাসক আবদেল ফাত্তাহ আল-সিসি।
আফ্রিকান ইউনিয়নের ২৫তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে গতকাল শুক্রবার তার জোহানেসবার্গ সফরে যাওয়ার কথা ছিল।
তবে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে সিসিকে গ্রেফতারের জন্য দক্ষিণ আফ্রিকার মুসলিম আইনজীবীদের মামলার পর সফরের একদিন আগে তিনি তা বাতিল করে দেন
এখন সিসির পরিবর্তে সম্মেলনে মিসরের প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রধানমন্ত্রী ইব্রাহিম মেহলেব।
দক্ষিণ আফ্রিকার মুসলিম আইনজীবী সমিতি (এমএলএ) গত বুধবার এক আবেদনে আল-সিসি জোহানেসবার্গে পৌঁছালে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে।
মিসরীয় স্বৈরশাসকের অপরাধের অভিযোগে তাকে গ্রেফতার করে তার তদন্ত এবং বিচারের একটি ভালো সুযোগ দক্ষিণ আফ্রিকার সরকারের সামনে এসেছে ।
সিসির শাসনে মিসরের মুসলিম ব্রাদারহুড বহু নেতাকর্মীকে হত্যা ও নির্যাতন করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকা রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে, যার ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) প্রতিষ্ঠিত হয়েছে, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধে অভিযুক্ত যে কাউকে গ্রেফতার করতে পারে।
হাসিনাও যদি আফ্রিকাতে কোন সফরে যায় তবে নিশ্চিত সে গ্রেফতার হবে এবং মানবাতাবিরোধী অপরাধে অভিযুক্ত হবেন।
কারন হাসিনা এবং সিসি ক্ষমতা গ্রহন খুব একটা পার্থক্য নাই।
রোম সংবিধির মতো কোন আইন এই মহাদেশে থাকার দরকার নইলে হাসিনার মতো সৈরচারীরা হাজার অপরাধ করার পরও অবাধে দুনিয়া ঘুরতে পা্রবে
বিষয়: Contest_priyo
১৩২৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহ
জাজাকাল্লাহ
আমাদের তাহাজ্জুদী তো, চুরি চুরি সিনাজুরি। চোরের মায়ের বড় গলা। লজ্জা না থাকলে আরো কত কিছু হয়।
বাস্তবতাও তাই ছিল যদি সিসি আফ্রিকাতে যেত তবে তার কপালে দুখ ছিল
জাজাকাল্লাহ
এরকম আরো দুএকটি ঘটনা ঘটলে নির্মমতার মানুষ গুলো মমতায় ফিরবে। এটা এক সামান্য বিশ্বাস। ধন্যবাদ।
জালেমদের জন্য এটা একটা বড় ধাক্কা বটে কিন্তু এমন একটা প্যানেল আমাদের এশিয়াতে হওয়ার দরকার যাতে করে কোন ছাড় ছাড়া সরাসরি জালিমদেরকে খাচায় ভরা যায়
যাই হোক সামান্য হোক না বিশ্বাস তাতে কি!
জাজাকাল্লাহ
আমরা অপেক্ষায় থাকব
জাজাকাল্লাহ
মধ্য প্রাচ্যের রাজতন্ত্র, ইহূদী রাষ্ট্র।
আর কতা হলো আমিরিকা তো স্বার্থের ভিতর তার দোষরও তাই সুতারাং এদের রংয়ে যদি কেউ নিজেকে রংঙিন করতে চায় তবে সে মাঝ দরিয়াতে ডুববে
মন্তব্য করতে লগইন করুন