অস্রধারীরা কখনো জংগি হতে পারে না। যাদের কাছে ইসলামী বই বা কোরান হাদিস আছে ওরাই জংগি । প্রমান দিলাম কারা জংগি
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১২ জুন, ২০১৫, ০৫:৪২:৫৭ বিকাল
জং শব্দটি সম্ভবত উর্দু যার অর্থ লড়াই আর জঙ্গি অর্থ লড়াই কারী। সুতারাং জঙ্গি হতে হলে তার কাছে অস্র থাকা চাই নইলে সে কোন প্রকারে জঙ্গি হতে পারে না।
মাত্র চারটা ছবির মাধ্যমে দেখাবো জংগি কারা এবং তাদের পরিচয় কি সম্ভবত সবাইর জানা আছে তারপরও বলি ছাত্রলীগ । এরা সবাই অস্রধারী
প্রতিদিন এমন শত শত ঘটনার সাক্ষি দেশের জনগন এবং ভুক্তভুগিরা তবে শুধুমাত্র সাক্ষি নয় সমস্ত মিডিয়াগুলি কারন ওরা সবাই সরকারের আজ্ঞাবহ পা-চাটা গোলাম।
সরকারী যত লীগ আছে তাদের কোন অপকর্ম এদের ক্যামেরা বন্দী হতে পারেনা। টেন্ডারবাজী চাদাবাজী, ধর্ষন, খুনখারাবী সহ কোন কিছুই মিডিয়াতে প্রকাশ করেনা। পুলিশের ,র্যাবের , ডিবির পোশাক পরে লোকদেরকে ধরে নিয়ে গুম করা বাহীনি গুলি কখনো জংগি নয় বরং তারা সোনার ছেলে হিসেবে খ্যাত আমাদের প্রধানমন্ত্রীর কাছে।
ছবি সম্বলিত লোকগুলিকে জংগিবাদী বল হয়
যাদের কাছে জং করার জিনিস নাই এমন কি আজ অবধি সরকারের নিকৃষ্ট মিডিয়াগুলিও এদেরকে অস্রসহ গ্রেফতারের কোন ফটো প্রকাশ করতে পারেনি।
কয়েকজাগায় সাজানো নাটকের মাধ্যমে অস্র পাওয়া গেছে বলে প্রচার করতে গিয়ে নিজেরাই ফেসে গেছে কিন্তু তারপরেও সব কিছু বস্তাবন্ধি হয়ে ফেসেে যাওয়া তথ্থগুলি লুকানো হয়েছে।
সুতারাং সরকার জংগিবাদের অর্থ পরিবর্তন করেছে, কারন তারাতো সরকার আবার শুধু সরকার নয় বিনাভোটে জনগনের ম্যান্ডেড ছাড়া সরকার। তারা যাহা ইচ্ছা তাহাই করতে পারে জনগন কতক্ষন চিল্লাচিল্লি করলে তাতে কর্নপাত না করলেই তো সারে । কতক্ষন জনগন চিল্লাচিল্লি করবে!
অপেক্ষার পালা শুরু......................
বিষয়: রাজনীতি
১৯৩৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জঙ্গী শব্দের অর্থ সরকারের সোনার ছেলেদের বিপক্ষবাদীরা । সে যেই হোক না কেন
ধন্যবাদ
তবে এই সব কিছুর পরেও কিন্তু সরকারকে দেশের অধিকাংশ লোক খারাপ জানে তা্ই আমাদের অপুরনিয় ক্ষতি হবে ঠিক কিন্তু এ্ই জালিম সরকারের পতনের পর তাদের পুর্বসুরী আর কেউ থাকবে না বাংলার মাটিতে ইনশাআললাহ
জাজাকাল্লাহ
ওরা পড়াশুনার শত্রু তাই বই পড়লে জঙ্গি আর ওদের পছন্দ লাঠালাঠি!
নিতি বিবর্জিত দল
মোনাফেক দল
নাস্তিক দল
ধর্মহীন দল
মনের চোখ না খোলা পর্যন্ত অপেক্ষা করিতে হইবে।
জি আপনাদের সাথে সহমত
মনের চোখ খুলবে শুধুমাত্র জনবিষ্ফরনে । ইনশাআল্লাহ এটা হতে দিন ক্ষন লাগে না তবে পরিস্থিতি এখনো অনুকুলে আসে নি
জাজাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন