প্রিয় খাবার : ঝালমুড়ি , টকঝাল আমের আচার , লবন মরিচ দিয়ে কাচা আম এবং টক বরই লবন মরিচসহ

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১১ জুন, ২০১৫, ০৭:১০:৪৮ সন্ধ্যা

কেমন জানি ছোট বেলা থেকেই টক ঝাল ইত্যাদি দেখলেই হামলে পড়তে ইচ্ছা হতো । তাই এই খাবারকে এখনো বন্ধুত্বের মতোই যেন দুরে রাখতে ইচ্ছা করেনা।



গাড়ীতে করে যখন যাতায়াত করতাম তখন হকাররা হাক ছাড়লে সেটা কিনতেই হবে তবে যদি সেটা টক ঝাল খাবার হয়। ইদানিং অবশ্য হকারদের থেকে ঝালমুড়ি খাওয়াটা যেমন নিজে পছন্দ করিনা তেমনি বাচ্ছাদেরকেও খেতে দেই না। কি যে হলো বাচ্ছারা সবাই আমার মতো টক ঝালে খুশি হয় বেশি।



হকারদের এই জাতিয় প্যাকেটজাত ঝালমুড়ি অপরিচ্ছন্ন এবং স্বাস্থের জন্য খারাপতো বটেই। তার উপর মশামাছির উপদ্রপ এবং ধুলাবালিতো আছেই।

তবুও লোকজন খাচ্ছে।

কাচা আমের আচার ! এখন মনে করলেও জিহ্বায় পানি এসে যায় সেটা হলেতো খুবই খুশি হতাম ।

কাচা আমকে কুচি কুচি করে কাটার পরে সেটা লবন মরিচ দিয়ে মাখিয়ে অনেক বেশী খেতাম । এখনও আমের মৌসুমে দেশে গেলে সেই লোভ সামলাতে পারি না।

টক বরই ও লবন মরিচ দিয়ে প্রচুর খেতাম। এখনও খেতে ইচ্ছা করে কিন্তু প্রবাসে এটা কোথায় পাব বলেন !

আমার কথা শুনে যদি কারো জিহ্বায় পানি এসে যায় তবে আমাকে দুষতে পারবেন না কিন্তু আগেই বলে দিলাম



বিষয়: বিবিধ

২১৩৮ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

325204
১১ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:১৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। সুন্দর উপস্থাপনায় প্রিয় খাবারটি আরো প্রিয় করে তুললেন....ধন্যবাদ। লেখাটির জন্য।
১১ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:২১
267280
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহে ওয়াবারাকাতুহু
আপু আপনাকেও ধন্যবাদ
প্রিয় জিনিসটাকে একটু স্মরন করলাম মাত্র
দেশে আমের সিজেন চলছে । ভিডিও কলে সবসময় ছোট মেয়েটা আম দেখায় বাড়ী আলীও কম না ।
১১ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৩১
267282
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : দেখা যাচ্ছে নিকটি পরিবর্তন করতে হবে.... জবাব দেবার সময় প্রথম নামটি দেখলেন অন্য নামটা এড়িয়ে গেলেন!!!! যৌথ ব্লগিং এটা.....
১১ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৪৯
267292
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আচ্ছা বুঝলুম এবার
মনে কষ্ট নিয়েছেন ! আসলে অনিচ্ছাকৃত এমন উপস্থাপন হয়েছে
১১ জুন ২০১৫ রাত ০৮:৫৯
267299
আবু জান্নাত লিখেছেন : ধন্যবাদ @নূর আয়শা আপি।
325212
১১ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মতিন ভাই সুন্দর পোস্ট, কিন্তু এগুলো মুখরোচক খাবার যা খেলে পেট ভরে না..তবে সকলেরই প্রিয় খাবার এটিই অস্কীকার করার উপায় নেই।ধন্যবাদ..
১১ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৫২
267294
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আসসালামুআলাইকুম
মুহতারাম মুখরোচক খাবারে পেট ভরবে না কিন্তু মজা পাওয়া যায়
জাজাকাল্লাহ
325216
১১ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
আবু জান্নাত লিখেছেন : চমৎকার, আমার জিবে পানি এসে গেল। ধন্যবাদ।
১১ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
267295
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : welcome
আপনাকে অসংখ্য ধন্যবাদ
325218
১১ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই মাত্র ঝালমুড়ি উইথ চনাবুট খাইলাম!!
আর আমের আচার???
পাইলেই খাব। আমারও খুব প্রিয় এই দুই খাদ্য। যত ধুলাই পড়ুক খাই!!
১১ জুন ২০১৫ রাত ০৮:০১
267296
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সত্যি আপনার কথা সুনে মুখটা লকলক করছে কিন্তু পাব কোথায় বলেন ! আমি তো দেশের বাইরে এবং এখনো অফিসেই !
মজা করলাম
জাজাকাল্লাহ
325230
১১ জুন ২০১৫ রাত ০৯:১৪
মনসুর আহামেদ লিখেছেন : চমৎকার লেখা, ছোট বেলায় আমরা সবাই খেতাম। আপনার লেখা থেকে,প্রবাসে এটা কোথায় পাব বলেন !আপনি কিছু মনে করবেন না। প্রবাসে কোথায় থাকেন?
১১ জুন ২০১৫ রাত ০৯:১৭
267300
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সৌদিআরবের তোয়েক জিলাতে থাকি ভাই
325232
১১ জুন ২০১৫ রাত ০৯:১৮
মনসুর আহামেদ লিখেছেন : ওখানে ইন্ডিয়ান স্টোর রয়েছে। ওগুলোতে
সবই পাওয়া যায়।
১১ জুন ২০১৫ রাত ০৯:২৭
267301
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধন্যবাদ খবরটা দেওয়ার জন্য
তবে আমার আশপাশে ইন্ডিয়ান সুপার মার্কেট নাই
জাজাকাল্লাহ
325234
১১ জুন ২০১৫ রাত ০৯:২০
এ,এস,ওসমান লিখেছেন : ভাই এটা আপনি কি করলেন Surprised Surprised Surprised Surprised

জিবেতে তো জল চলে এলো Worried Worried Worried



আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
১১ জুন ২০১৫ রাত ০৯:২৮
267302
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আসসালামু আলাইকুম
আপনার অনুভুতির সাথে সহমত
আপনাকে অনেক ধন্যবাদ
১১ জুন ২০১৫ রাত ০৯:৪৬
267304
এ,এস,ওসমান লিখেছেন : ওয়ালাইকুম আসসাআলাম ভাইয়া।
325264
১২ জুন ২০১৫ রাত ০১:০৫
দ্য স্লেভ লিখেছেন : াামারও প্রিয় এসব। টক বরই,কাচা আম,জলপাই,তেতুল....ওহ....দারুন
১২ জুন ২০১৫ দুপুর ০১:৫০
267410
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমতের জন্য ধন্যবাদ
দেশে এখন এই মৌাসুম চলছে , দেশে যারা আছেন ওনারা মজা করুন
ধন্যবাদ
325280
১২ জুন ২০১৫ রাত ০১:৪০
বার্তা কেন্দ্র লিখেছেন : ভালো লাগল। ধন্যবাদ।
১২ জুন ২০১৫ দুপুর ০১:৫২
267411
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভাল জিনিসকে ভাল লাগা স্বাভাবিক।
আপনাকে ধন্যবাদ
জাজাকাল্লাহ
১০
325293
১২ জুন ২০১৫ রাত ০২:০৭
সাদিয়া মুকিম লিখেছেন : আসসলামুআলাইকুম!

এটা মনে হয় সবার ভালোলাগার লিস্টে আছে! ঘরে বাননোর চাইতে কেনো জানি বাইরে ঐ লঞ্চওয়ালা, বাসে, ফেরীতে যারা বিক্রি করেন উনাদেরটাই টেষ্ট বেশি লাগতো!

এখন অবশ্য বাসায় খাওয়া হয়! বাইরেরটা খাওয়ার সুযোগ নেই!

শুকরিয়া!
১২ জুন ২০১৫ দুপুর ০১:৫৬
267412
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওয়ালাইকুমসালাম
মনে হচ্ছে সঠিক দরজায় নক হয়েছে সুতারাং যাদের হাতের কাছে এই টক ঝাল আছে অতিতাড়াতাড়ি স্বাধটা নিয়ে নিন
বলেছেন ঠিকই বাইরেরটা একটু মজা লাগে কারন সেটার তো একটা লিমিট থাকে।
ছুটিতে গেলে যখনই বাচ্ছাদেরকে নিয়ে বের হই মানা করলেও বাচ্ছারা শুনে না কুফল বয়ান করলে ওদের মা বলে অনেক দিন পরে আপনি বাড়ী আসছেন ওরা থেকে চাচ্ছে দিন , দু একবার খেলে আর কি ক্ষতি হবে
জাজাকাল্লাহ
১১
325407
১২ জুন ২০১৫ রাত ০৯:২৪
ফাতিমা মারিয়াম লিখেছেন : প্রিয় খাদ্য। প্রায়ই খাওয়া হয়।
১২
325817
১৪ জুন ২০১৫ রাত ০৮:১২
ইসলামী দুনিয়া লিখেছেন : আমার তো মনে হয় এখনি কারো গাছের কাচা আম লুকিয়ে পেড়ে বাড়ীতে গিয়ে কথামত বানিয়ে খাওয়া শুরু করি। কিন্তু চুরি করা.......যদিও ছোটকালে অনেক চুরি করে খেয়েছি। ধন্যবাদ।
১৪ জুন ২০১৫ রাত ০৮:৪৮
268022
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনার এই ফানি মুলক অনুভুতির জন্য ধন্যবাদ
জাজাকাল্লাহ
১৩
326010
১৫ জুন ২০১৫ রাত ১০:৪৩
আফরা লিখেছেন : অন্য গুলো না তবে মুড়ি আমার ও পছন্দ তবে ঝাল না শুধু তেল মুড়ি ।ধন্যবাদ ভাইয়া ।
১৫ জুন ২০১৫ রাত ১০:৫৫
268227
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File