মওকা মওকা! কেয়া হুয়া মওকে কা?’ ভারতিয় ক্রিকেট বোর্ড বিরক্ত হয়ে শেষমেষ ফোন বন্ধ করতে বাদ্ধ হলেন
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৮ মার্চ, ২০১৫, ০১:৩৮:৫৬ দুপুর
ভারত পাকিস্তানকে হারানোর পর ভারতের একটি জনপ্রিয় বিজ্ঞাপন ছিল ‘মওকা মওকা’। অর্থাত ভারতের কাছে সুযোগ এসেছে । এরপর বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারের বিতর্কিত কয়েকটি সিদ্ধান্তের কারণে জয় পায় ভারত।
যার ফলোশ্রুতিতে বাংলাদেশের দর্শকরা একেবারে ক্ষেপে ছিলো আর আগেই পাকিস্তানি দর্শকরাতো ক্ষেপেই ছিল তাই ভারতের পরাজয় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন বাংলাদেশ ও পাকিস্তানের সমর্থকরা।
শেষ পর্যন্ত সেমিফাইনালে সেই সুযোগ আসে দুদেশের সমর্থকদের কাছে। সেমিতে অস্ট্রেলিয়ার কাছে ভারত ৯৫ রানে হেরে যায়।
ভারতের হারের পর তাদের ক্রিকেট বোর্ডকে অশান্ত করে ফেলে বাংলাদেশ ও পাকিস্তানের সমর্থকরা।
শুক্রবার তারা ক্রমাগত ভারতীয় বোর্ড অফিসে ফোন করতে থাকেন। এর পরিমাণ ছিল আগের যেকোনো সময়ের চেয়ে ২০০ গুণ বেশি।
ফোনের রিসিভার তুলতেই শুধু শোনা যায়, ‘মওকা মওকা! কেয়া হুয়া মওকে কা?’ (সুযোগ কি মিলেছে?)।
বিসিসিআই অফিসে ফোন আসা শুরু করে বৃহস্পতিবার বিকেল ৪টার পর থেকে- অস্ট্রেলিয়ার কাছে ভারতের হার নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে।
একটা সময় টেলিফোনের লাইন অফ করে দিতে বাধ্য হয় বোর্ড এবং মোবাইল কোম্পানিগুলোকে বলা হয় কলগুলো কোথা থেকে আসছে তা জানাতে। মোবাইল অপারেটররা বোর্ডকে জানায় যে অধিকাংশ কল ছিল বাংলাদেশ থেকে। আর বাকিগুলোর উৎস ছিল পাকিস্তান।
বিষয়: আন্তর্জাতিক
১০১১ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন