মওকা মওকা! কেয়া হুয়া মওকে কা?’ ভারতিয় ক্রিকেট বোর্ড বিরক্ত হয়ে শেষমেষ ফোন বন্ধ করতে বাদ্ধ হলেন

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৮ মার্চ, ২০১৫, ০১:৩৮:৫৬ দুপুর



ভারত পাকিস্তানকে হারানোর পর ভারতের একটি জনপ্রিয় বিজ্ঞাপন ছিল ‘মওকা মওকা’। অর্থাত ভারতের কাছে সুযোগ এসেছে । এরপর বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারের বিতর্কিত কয়েকটি সিদ্ধান্তের কারণে জয় পায় ভারত।

যার ফলোশ্রুতিতে বাংলাদেশের দর্শকরা একেবারে ক্ষেপে ছিলো আর আগেই পাকিস্তানি দর্শকরাতো ক্ষেপেই ছিল তাই ভারতের পরাজয় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন বাংলাদেশ ও পাকিস্তানের সমর্থকরা।

শেষ পর্যন্ত সেমিফাইনালে সেই সুযোগ আসে দুদেশের সমর্থকদের কাছে। সেমিতে অস্ট্রেলিয়ার কাছে ভারত ৯৫ রানে হেরে যায়।

ভারতের হারের পর তাদের ক্রিকেট বোর্ডকে অশান্ত করে ফেলে বাংলাদেশ ও পাকিস্তানের সমর্থকরা।

শুক্রবার তারা ক্রমাগত ভারতীয় বোর্ড অফিসে ফোন করতে থাকেন। এর পরিমাণ ছিল আগের যেকোনো সময়ের চেয়ে ২০০ গুণ বেশি।

ফোনের রিসিভার তুলতেই শুধু শোনা যায়, ‘মওকা মওকা! কেয়া হুয়া মওকে কা?’ (সুযোগ কি মিলেছে?)।

বিসিসিআই অফিসে ফোন আসা শুরু করে বৃহস্পতিবার বিকেল ৪টার পর থেকে- অস্ট্রেলিয়ার কাছে ভারতের হার নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে।

একটা সময় টেলিফোনের লাইন অফ করে দিতে বাধ্য হয় বোর্ড এবং মোবাইল কোম্পানিগুলোকে বলা হয় কলগুলো কোথা থেকে আসছে তা জানাতে। মোবাইল অপারেটররা বোর্ডকে জানায় যে অধিকাংশ কল ছিল বাংলাদেশ থেকে। আর বাকিগুলোর উৎস ছিল পাকিস্তান।

বিষয়: আন্তর্জাতিক

১০১১ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311438
২৮ মার্চ ২০১৫ দুপুর ০১:৫০
311441
২৮ মার্চ ২০১৫ দুপুর ০২:০৮
মেরাজ লিখেছেন :
২৮ মার্চ ২০১৫ দুপুর ০২:১২
252508
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : দারুন লাগছে আপনার কার্টুন
311445
২৮ মার্চ ২০১৫ দুপুর ০২:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মওকা এখন মগা হয়ে গিয়েছে!!
২৮ মার্চ ২০১৫ দুপুর ০২:৪৫
252510
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
311450
২৮ মার্চ ২০১৫ দুপুর ০৩:২১
হতভাগা লিখেছেন : বাংলাদেশ আর পাকিস্তানকে আইপিএলে খেলতে মওকা দেয় না বলে কি বিসিসিআই এর উপর এ দেশ দুটো ক্ষ্যাপ্পা ?
311452
২৮ মার্চ ২০১৫ দুপুর ০৩:৩৫
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারের বিতর্কিত কয়েকটি সিদ্ধান্তের কারণে বাংলাদেশ ক্ষ্যাপা
311458
২৮ মার্চ ২০১৫ দুপুর ০৩:৫৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মওকা এখন মগা হয়ে গিয়েছে!!
২৮ মার্চ ২০১৫ দুপুর ০৩:৫৯
252518
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Good Luck
311465
২৮ মার্চ ২০১৫ বিকাল ০৪:৪৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : নরম পেয়ে জুলুম করে একদিকে বিজয়ী হলেও আরেকদিকে গিয়ে তো হার মেনে গেলো! ফলাফল কি দাড়ালো? শূন্য-শুন্য!
২৮ মার্চ ২০১৫ বিকাল ০৪:৪৭
252526
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত প্রকাশ করলামGood Luck
311479
২৮ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:২৮
আবু জারীর লিখেছেন : মওকা নিতে গিয়ে এমন গো ধরা যে খাবে তা ভুলেও ভারতীয়রা ভাবেনি।
ধন্যবাদ।
২৮ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:০৮
252544
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত প্রকাশ করলা(~~)
311488
২৮ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:০৫
শেখের পোলা লিখেছেন : উৎপাত করলে চিৎপাত হতেই হয়৷
২৮ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:০৯
252545
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : বাস্তবতা তাই
Good Luck
১০
312410
০২ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৩১
egypt12 লিখেছেন : আমরাও মজা নেয়ার মওকা পেয়ে গেলাম Love Struck
০২ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৫৭
253463
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File