নামাজ থেকে আটকের পর ঢাবির ৪ ছাত্রী বহিষ্কার- একের পর এক ছাত্রলীগ অন্যায় আচরন করেই চলেছে

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২২ নভেম্বর, ২০১৪, ০৭:২৩:২৬ সন্ধ্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন নাহার হলে নিজ কক্ষে ফজরের নামায আদায়কালে ছাত্রলীগের হাতে আটক চার ছাত্রীকে বহিষ্কার করেছে হল প্রশাসন।

সোমবার ভোরে হিযবুত তাহরিরের রাজনীতির সঙ্গে জড়িত অভিযোগ তাদের আটক করে ছাত্রলীগ।

বহিষ্কৃতরা হলেন- ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ফাহমিদা আকতার (কক্ষ-১০৯), বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের উম্মে কুলসুম পলি (কক্ষ-৪০০৬) এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী মায়মুনা আকতার এবং পালি ও বুদ্ধ বিভাগের চতুর্থ বর্ষের ইসরাত জাহান ইলা (কক্ষ নং ১০৯)।

ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের হল শাখার সাধারণ সম্পাদক রওশন আরা নিতুল বলেন, ‘ওই চারজনকে সন্দেহ হলে ভোর ৫টার দিকে তাদের কক্ষে আমরা অভিযান চালাই। তখন তারা নামাজ পড়ছিল।’

তিনি বলেন, ‘আটককৃতদের কাছ থেকে নিষিদ্ধ সংগঠনের কিছু বই-পত্র উদ্ধার করি এবং পরে হল প্রশাসনকে অবহিত করি।’

হল প্রভোস্ট ড. সাজেদা বানু বলেন, আটক ছাত্রীদের কক্ষ থেকে বই, লিফলেট এবং পত্রিকাসহ ওই সংগঠনের বিভিন্ন ‘ডকুমেন্ট’ উদ্ধার করেছি। তাদের হলের সিট বাতিল করে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এএম আমজাদ বলেন, হিযবুত তাহরির ও ছাত্রী সংস্থার সঙ্গে জড়িত সন্দেহে আটক ছাত্রীদের বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নেয়া হবে।

এর আগে সুফিয়া কামাল হল থেকে একই অভিযোগে ২০ ছাত্রীকে বের করে দেয় হল কর্তৃপক্ষ ও হল শাখা ছাত্রলীগ।

কি কি বই পাওয়া গেছে তাদের কাছে তাহা কিন্তু প্রকাশ করেনি।

বিষয়: বিবিধ

১০০১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

286919
২২ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
অনেক পথ বাকি লিখেছেন : এগুলা মৌলভীদের চোখে পড়ে না। এগুলোর কোনো আন্দোলন হয় না।
286950
২২ নভেম্বর ২০১৪ রাত ১০:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নামাজ পড়ার অপরাধে বহিস্কার তো হার্ভাড,অক্সফোর্ড ও করেনা!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File