মানবাধিকারের বুলি এদেশে একদম চলবে না: শেখ সেলিম কুত্তা পাগল হয় কার্তিকমাসে আর আ-লিগ পাগল হয় বারমাস
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১১ নভেম্বর, ২০১৪, ০৬:৩৯:২৫ সন্ধ্যা
আন্তর্জাতিক মানবাধিকার ও দাতাসংস্থাগুলোকে এক রকম ধুয়ে দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
তিনি বলেছেন, ‘বাংলাদেশে ওই সব মানবাধিকার-টানবাধিকার চলবে না। ওটা আটলান্টিকের ওপারে রেখে তারপর এদেশে কাজ করতে হবে।’সোমবার দুপুরে ঢাকা মহানগর নাট্যমঞ্চে আওয়ামী যুবলীগের ৪২তম প্রতিষ্ঠিাবার্ষিকী সফল করতে ঢাকা জেলার প্রতিনিধি সভায় শেখ সেলিম এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন, হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘের মানবাধিকার সংস্থা কাদের মানবাধিকার রক্ষা করে? এরা অপরাধীদের মানবাধিকার রক্ষা করার কথা বলে। তাই তাদের ওই অপরাধমূলক মানবাধিকার এদেশে চলতে পারে না, চলবে না।’
শেখ সেলিম বলেন, ‘তোমাদের আইন দিয়ে এখানে বিচার হয় না। আমার দেশের আইনে আমরা বিচার করছি। কারো রক্ত চক্ষুকে বাংলাদেশ ভয় পায় না।’
তিনি বলেন, ‘বিচার নিয়ে বেশি বাড়াবাড়ি করবে না। তোমাদের মানবাধিকার আটলান্টিকের ওপারে রেখে আস। ইউরোপের ওপারে রেখে আস। আমার দেশের বিচার ব্যবস্থা নিয়ে একদম কথা বলবে না।’
এ সব সংগঠনের মানবাধিকার উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনের আগে তাদের মানবাধিকার কোথায় ছিল? এরা একটা শ্রেণীর মানবাধিকার রক্ষা করে।’
তিনি আরো বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া চলমান, এটা চলতে থাকবে। একে একে সবারই বিচার হবে। এটাকে কেউ বন্ধ করতে পারবে না।’
এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘বাংলার মাটিতে আপনারও বিচার হবে। আন্দোলনের নামে মানুষ হত্যা করতে চাইলে পরবর্তীতে রেহাই পাবেন না।’
বিষয়: বিবিধ
৯৪২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"কুত্তা পাগল হয় কার্তিকমাসে আর আ-লিগ পাগল হয় বারমাস।" -কথা সত্য।
মন্তব্য করতে লগইন করুন