সৌদিআরবে এবছর জাকাতের পরিমান ২৫ বিলিয়ন রিয়াল
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১০ নভেম্বর, ২০১৪, ০৪:১৩:৩২ বিকাল
সৌদিআরবে এ বছর জাকাত থেকে আয়ের পরিমান ২৫ বিলিয়ন রিয়ালে পৌছেছে । আর জাকাত দেয়ার হার বাড়ছে বছরে ১৫ থেকে ২০ ভাগ হারে।
দেশটির কর ও জাকাত বিভাগের মহাপরিচালক ইব্রাহিম আল-মুফলেহ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান গত বছর দেশটিতে আয়কর আদায়ের পরিমান ছিল সাড়ে ১১ বিলিয়ন এবং জাকাতের পরিমান ছিল সাড়ে ১৩ বিলিয়ন রিয়াল।
রোববার এক সাংসাদিক সম্মেলনে ইব্রাহিম আল-মুফলেহ জানান জাকাত নিয়ে মিনায় পজ্ঞমবারের মত বার্ষিক সম্মেলন হতে যাচ্ছে আগামিকাল মঙ্গলবার। এ সম্মেলনে কিভাবে আরো জাকাত আদায় ও জাকাত দাতারা তা দিতে আগ্রহী হয়ে উঠেন তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তাতে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্টানগুলো অংশ নেবে। উন্নয়নে জাকাতের অর্থ কিভাবে ব্যাবহ করা যায় তা নিয়ে ও আলোচনা করবেন বিশেষজ্ঞরা
বিষয়: বিবিধ
১০১০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সৈীদি ধনিরা অনেক অর্থ অপচয় করেও অনেক যাকাত আদায় করেন কিন্তু আমাদের দেশের বেশিরভাগ ধনিই কেবল অপচয়ই করেন।
মন্তব্য করতে লগইন করুন