আমিরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামির পরিবারের পরিচিতি পড়ুন
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ৩০ অক্টোবর, ২০১৪, ১২:২০:৩৬ রাত
আমিরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর সন্তানদের মধ্যে সবার বড় মেয়ে । ওনার নাম মোহছেনা ফাতেমা। তিনি অনার্স-মাস্টার্স পাম করে বর্তমানে চট্রগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। মোহছেনার স্বামী সাইফুল্লাহ মানসুর বিএনপি -জামায়াত জোট সরকারের সময় বিটিভির সংবাদ পাঠক ছিলেন । তবে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর তিনি সেই চাকুরি হারায়েছেন। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারী কলেজে শিক্ষকতা করছেন।
তারপর আমিরে জামাতের বড় ছেলে ডঃ নাকিবুর রহমান পড়ালেখা করেছেন মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নর্থ করোলিনা ইউনিভাসিটিতে অধ্যাপনা করছেন। পরিবার পরিজন নিয়ে তিনি সেখানেই আছেন।
আমিরে জামায়াতের দ্বিতীয় ছেলে ব্যাররিস্টার নাজির মোমেন। রাবেয়া ভুইয়া এককাডেমিতে আইন বিষয়ে পড়ালেখা শেষ করে লন্ডন গিয়ে বার-অ্যাট্র-ল-ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকে কামিল পাশ করেছেন। ছেলেদের মধ্যে কেবল নাজির মোমেনই দেশে অবস্থান করছেন। তিনি বর্তমানে হাইকোর্টের আইন পেশায় নিয়োজিত রয়েছেন।
আমিরে জামায়াতের তৃতীয় ছেলে নাইমুর রহমান খালেদ। পড়াশুনা করেছেন পাকিস্তানের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে অস্টেলিয়ায় চিকিতসক হিসেবে কর্মরত ।
আমিরে জামায়াতের ছোট ছেলে নাদিম তালহা মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়ালেখা করেছেন। ওনার ছাত্র জীবন এখনো শেষ হয়নি।
তবে তিনি লেখাপড়ার মাঝে ক্যাংগারু ট্রাইবুনাল নিয়ে ওনার ফেসবুকে মন্তব্য দেন।
আমিরে জামায়াতের ছোট মেয়ে খাদিজা অনার্স-মাস্টার্স শেষ করে বর্তমানে লন্ডনে একটি স্কুলে শিক্ষকতা করেন। ওনার স্বামী ব্যারিস্টার নজরুল ইসলাম। সাবেক ছা্ত্র শিবিরের সেক্রেটারী জেনারেল ছিলেন বর্তমানে তিনি লন্ডনে আইন পেশায় নিয়োজিত আছেন।
নিজামী সাহেবের স্ত্রী শামসুন্নাহার নিজামী গুলশানে অবস্থিত ইসলামিক ইন্টারনেশনাল স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ হিসেবে দায়িত্বপালন করছেন একই সঙ্গে তিনি জামায়াতের নারী শাখার নেত্রীও বটে।
বিষয়: বিবিধ
৩১৪১ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বর্তমান আমীরে জামাত মাওলানা নিজামী সাহেবের পরিবার সম্পর্কে কিছুটা ধারণা দেয়ায় অনেক ধন্যবাদ আপনাকে।
মন্তব্য করতে লগইন করুন