সোলেমান মুন্সি ( ৩য় পর্ব)
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৪ অক্টোবর, ২০১৪, ১১:৫৮:৩৭ রাত
দ্বিতীয় পর্বর পর:-
পাড়ার আজিবর মোল্লাহর ছেলে আবদে মোল্লাহকে খুজে পাওয়া যাচ্ছে না। গরমের দিন বিধায় রাত্রে ঘরের বারান্দায় ঘুমাচ্ছিল। আজিবরের পরিবার সন্তান খুজে না পেয়ে পেরেশান হয়ে গেছে। আরো বেশি পেরেশান হয়েছে কারন উঠানে রক্ত পড়ে ছিল বিধায়।
লোকজন বলাকওয়া করতেছে মনে হয় রাত্রের কোন অংশে নেকড়ে বাঘ এসিছিল তাই ওকে নিয়ে গেছে।
বাড়িতে কান্নার রোল পড়ে গেল পুরা পরিবারের। প্রতিবেশিরা অনেকে আশপাশের ঝাড়ে জঙ্গলে খোজাখুজি করতেছে।
এতবড় ছেলে নেকড়ে যদি ওকে নিয়ে যাবে তবে সে চিতকার করেনি কেন বা কোন আওয়াজ দেয়নি কেন? যদি সত্যি সত্যি নেকড়ে বাঘ ওকে নিয়ে যায় তবে শরিরের কোন না অংশ তো পাওয়া যাবার কথা ।
কিছুক্ষন পরে মজিবর মোল্লাহর ঘর থেকেও একই রকম কান্নাকাটি শুরু হয়েছে ওরা বলছে ওদের ছেলে মজিবরকে খুজে পাওয়া যাচ্ছে না।
আরে আশ্চার্য ব্রাপার ! একই রাত্রে দুইটা দুর্ঘটনা হলো গ্রামে !! অথচ রা্ত্রে দুইটা মানুষ হাওয়া হয়ে গেল ? ব্যাপারটা সবাইকে ভাবিয়ে তুলছে।
এর আগে লোকজন মুখে মুখে শুনেছে নেকড়ে বাঘের কথা কিন্তু কখনো কেউ নেকড়ে বাঘ এই এলাকায় দেখেছে বলতে পারবে না। কিন্তু আজকে এইটা কি হলো।
যথারিতি সোলেমান মুন্সি ফজরের নামাজ পড়ে কোরান তেলাওয়াত করলেন তারপর বেলা উঠলে পর এশরাকের নামাজ পড়ে ঘর থেকে বের হলেন লোকজন চেচামেচি করতেছে কেন দেখে আসি গ্রামের ভিতর কি হলো ?
ঘটনাস্থলে গিয়ে লোকজনের মুখে যাহা শুনলেন তাহার সাথে গতরাতের নিজের সাথে ঘটে যাওয়া ঘটনার একটা মিল খুজে পেয়েছেন।
সোলেমান মুন্সি হটাত গতরাত্রের ঘটনার দিকে নিজের মনকে ফিরিয়ে নিল আর অনুমান করতে লাগলো এই ঘটনাটা নিছক কোন নেকড়ে বাঘ টাগ না এর ভিতর কোন রহস্য আছে । আর এই রহস্যর কুলকিনারা আমি বের করতে পারবো।
সোলেমান মুন্সিকে দেখে আজিবর মোল্লাহ এবং মজিবর জড়িয়ে ধরে হাউমাউ করে কাদতে লাগলেন আর বলছেন মুন্সি ভাই আপনি খুব ভাল লোক নামাজ কালাম পড়েন আপনি দোয়া করুন আমাদের ছেলেগুলিকে যেন আল্লাহ সঠিক ভাবে ফিরিয়ে দেন।
কোন কথা নাই বার্তা নাই চেচামেচি নাই অথচ দুইটা লোক উদাহ হয়ে গেল? মুন্সি ভাই আপনার মন কি বলে আমাদের ছেলেরা বেচে আছে বরে কি আপনার মনে হয় ?
আপনিতো অনেক রাতবিরাতে চলাফিরা করেন কখনো কি আপনি নেকড়ে বাঘটাগ দেখেছেন লোকজন বলতেছে এই এলাকায় নাকি নেকড়ে বাঘ আছে অথচ এই এলাকার ছেলে আমরা এত বয়স হলো কিন্তু কোন দিন নেকড়ে দেখিনাই ।
নেকড়ে বাঘ যদি ওদেরকে ঘরবে তবে কোন আলামত তো থাকবে তাই না?
পুরার্ব আজ হলো না কম্পিটারের সমস্যা কাল দেখা হবে ইনশাআল্লাহ
বিষয়: বিবিধ
১০১২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন