ওদের স্বপ্ন দুমুঠো ভাতের জোগাড় করা আর ধনীর সন্তানদের স্বপ্ন আকাশ ছোয়া আকাংখ্যা নিয়ে জীবন যাপন করা।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৭ অক্টোবর, ২০১৪, ০৭:৪৯:১৭ সন্ধ্যা



ওরা স্বপ্ন দেখে ডাস্টবিনে বা ইট ভাটার ,আর বড় লোকের ছেলেমেয়েরা স্বপ্ন দেখে নামিদামী স্কুল বা কলেজে বা কেউ বা ইংল্যান্ডে বা আমিরিকার মতো দেশে যাওয়ার স্বপ্ন।

ওরা যখন রাস্তাঘাটে হাটে বা গাড়িতে পাশের সিটে বসে তখন বড়লোকেরা নাকে মুখে রুমাল দেয়। ভাবখানা দেখে মনে হয ধনীর দুলাল দুলালীরা পায়খানা করেন গন্ধ করবে বলে।

গরিবেরা অতিঅল্পবয়সেই পরিবারের ঘানি টানে আর বড়লোকের ছেলেমেয়েরা আড্ডা দেয় পার্কে বা রেস্তোরায়। বাবার হোটেলের টাকা খরচ করে বেশ্যার মত জীবন যৌবন বিবাহের আগেই একে অন্যের কাছে সপে দেয়।

একবারও কি ভেবে দেখেছেন ?

১ যদি ওর অবস্থা আপনার মতো হত।

২. ওরা একটা কিছু করছে আর আপনি বা আপনার সন্তানরা ?

৩. ওরা নামিদামী বাড়ি গাড়ী কাপড় ছাড়াও হাসিমুখে জীবন অতিবাহিত করতেছে আর আপনি বা আপনার সন্তানরা ? সব কিছু পাওয়ার পরও হতাশ।

আমাদের সময় আছে রাজনীতির নোংড়ামি নিয়ে আলোচনা করার সময় আছে নিজ ধর্ম নিয়ে বিবাদ করার । সময় আছে কুরআন ও হাদিছের সঠিক অনুশীলন বাদ দিয়ে নতুন ফেতনা সৃষ্টি কারার। কিন্তু সময় নেই ঐ দরিদ্রদের হাসি মুখে কৃশলাদি জিজ্ঞাসা করার।

আসুন কোন দুর্নীতিবাজ মন্ত্রী বা এমপি কে নয় ,কোন ফেতনা সৃষ্টকারী জালিমকে নয় বরং সততার এই পরিশ্রমী জাতিকে সালাম দেই বুকে টেনে নেই ভালবাসী।

বিষয়: বিবিধ

১১৯৩ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

275362
১৭ অক্টোবর ২০১৪ রাত ০৮:৩৫
আফরা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ ।
১৭ অক্টোবর ২০১৪ রাত ১০:০৬
219326
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধন্যবাদ
275414
১৭ অক্টোবর ২০১৪ রাত ১১:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
দরিদ্রের দরিদ্য করে রাখাই ধনি হওয়ার একমাত্র উপায়।
১৮ অক্টোবর ২০১৪ রাত ০৮:১২
219569
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধন্যবাদ
275428
১৮ অক্টোবর ২০১৪ রাত ১২:০২
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমাদের দেশের ধনীরা যদি তাদের যাকাতের টাকাও দরিদ্রদের মাঝে বিলাইতো তবে ধনীদরিদ্রের এই বৈষম্য থাকতো না
275455
১৮ অক্টোবর ২০১৪ রাত ০১:০৮
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


যথার্থ বলেছেন, সহমত

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
১৮ অক্টোবর ২০১৪ রাত ০১:১৮
219375
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও অসখ্য ধন্যবাদ
ওয়ালাইকুম সালাম Good Luck
275521
১৮ অক্টোবর ২০১৪ সকাল ০৯:০৩
দিশারি লিখেছেন : ভাইয়া ভেতরটা বড্ড নড়ে উঠলো।
১৮ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৩৫
219520
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনার অনুভুতির মত সবাইর অনুভুতি জাগ্রত হলেই কেবল দরিদ্ররা মুক্তি পাবে
275681
১৮ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
বুড়া মিয়া লিখেছেন : সবুজ ভাই যা বলেছে, ঐটাই ঠিক!

৫০% লাভ কইরা ২.৫% যাকাতে কোন ফায়দা হবে না! বিদ্যুৎ আর মোবাইল দিয়া তো একেবারে ক্ষেত থিকাও ৫০% তুইলা আনে, ২.৫% যাকাত এ কি হবে? এর সাথে ভ্যাট আছে ফিক্সড ১৫%, সারচার্জ, ডিউটি মিলাইলে ২৫% এর উপরে যাবে!

১ বছর যা যাকাত এর টাকা দিবে, ১৫ দিনেই লাভের মাধ্যমে সব চুইষা নিয়া আসবে আবার! যাকাত দেয় এখন বেকুবদের কাছে নাম করার জন্যে যে আমি ধার্মিক!
১৮ অক্টোবর ২০১৪ রাত ০৮:২১
219572
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : মুল্যবান মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File