সদলবলে ক্যামেরুনের ফুটবল টিমের ইসলামের সুশিতল ছাড়া তলে আশ্রয় গ্রহন !! আল্-হামদুল্লিাহ।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৭ অক্টোবর, ২০১৪, ০২:১১:৫৪ দুপুর
আফ্রিকার দেশ ক্যামেরুনের এইটি তরন ফুটবল দলের ২ জন সদস্য ছাড়া বাকি সবাই ইসলাম ধর্ম গ্রহন করেছেন এবং তারা বলেছেন ইসলামে শান্তি ও প্রশান্তি খুজে পেয়ে তারা ইসলাম গ্রহন করেছেন।
ক্যামেরুনের ২৩ সদস্য বিশিষ্ট ওই টিমটি গত দুই মাস ধরে সংযুক্ত আরব আমিরাতে ফুটবল প্রশিক্ষন নিচ্ছিল।
দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চেরিট্যাবল অ্যাকিভিটিজ বিভাগ আয়োজিত এক অনুষ্টানে প্রকাশ্যেই তারা ইসলাম গ্রহনের ঘোষনা দেন।
সংস্থার সিনিয়র ধর্মীয় উপদেষ্টা জাভেদ খতিব বলেন এটা বিস্ময়কর ব্যাপার যে যখন এই বয়সের বেশিরভাগ লোকই খেলাধুলা আর আমোদফুর্তিতে মেতে থাকে তখন এসব তরুনরা ঈমান ও আলোর সন্ধান করছে।
জানা গেছে ইসলাম ধর্মে শান্তি এবং দুবাইয়ে অবস্থানকালে সেখানকার মুসলমানদের মহানুভবতাসহ নানা কারনে টিমের কোচ ও খেলোয়াড়রা ইসলাম গ্রহনের সিদ্ধান্ত নেন।
সেখানে মুসলমানদের আচার আচরনে তারা দারুনভাবে মুগ্ধ হয়েছেন বিশেষ করে তাদের প্রতি যে মহানুভবতা এবং সম্মান দেখানো হয়েছে । এসব তরুনরা অত্যন্ত দরিদ্র কিন্তু তাদেরকে ভাইয়ের মত গ্রহন করা হয়েছে যার কারনে তারা ইসলাম গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে।
দুদিনব্যাপি পৃথক দুটি অভিবেশনে ইসলাম সম্পর্কে তাদের সব প্রশ্ন এবং সন্দেহের জবাব দেয়া হয়েছে।
ইসলাম সম্পর্কে তারা যেন সম্মক অবহিত হতে পারেন সেটা নিশ্চিত করা হয়েছে। তাদের অনেকে হালাল ও হারাম মদ্যপান এবং ঈসা আঃ সম্পর্কে মুসলমানদের ধারনা সম্পর্কে বিভিন্ন প্রশ্নের জবাবের মাধ্যমে জানানো হয়েছে।
সফররত দুই জন খেলোয়াড় ছাড়া সবাই বৃহস্পতিবার ইসলাম গ্রহন করেছেন। শনিবারে তারা তাদের দেশে ফিরে যাবেন।
বাকী দুইজন জানিয়েছেন তারা আরো ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন।
বিষয়: বিবিধ
১১২০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন