দুনিয়ার শ্রেষ্ট ১০টি ভাষার মধ্য বাংলাভাষার স্থান ৭ম । আমরা ছোট রাষ্ট হলেও অবশ্ব্যই গর্বিত জাতি

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৪ অক্টোবর, ২০১৪, ১২:৩৩:৫৪ রাত



দুনিয়াতে বেশী লোকে কথা বলে এমন ৩০টি ভাষার মধ্যে আমাদের মাতৃভাষা ৭ম স্থান অধিকার করেছে । আমরা ছোট একটি জনগুষ্টি হলেও আমাদের অবস্থান ভাষার দিক থেকে অনেক ভাল অবস্থানে আছে। নিন্মে সংক্ষিপ্ত বিবরনি দিলাম পাঠকের জানার জন্য।

১,চাইনিচ ভাষায় কথা বলে ১০৫১ মিলিয়ন লোকে যার বেশীর ভাগ লোক চিনে এবং সিংগাপুরে কিছু লোকে ব্যাবহার করে।

২, হিন্দী ভায়ায় কথা বলে ৪৯০ মিলিয়ন লোকে যারা ইন্ডিয়াতে বাস করে তবে ফিজিতেও কিছু লোকে এই ভাষায় কথা বলে।

৩,স্প্যানিস ভায়ায় কথা বলে ৪২০ মিলিয়ন লোকে। এই ভাষায় কথা বলা লোকেরা হলো :- আর্জেটিনা ,বলিভিয়া , চিলি ,কলোম্বিয়া, কোষ্টারিকা, কোবা, ইকুয়েডর ,আলসালভেডর,গুয়েটিমালা ,হ্যান্ডেরুস ,ম্যাক্সিকো, নিকারাগুয়া ,পানামা, প্যারাগুয়ে এবং স্পেইন দেশে।

৪, ইংরেজীতে কথা বলে ৫১০ মিলিয়ন লোকে যেমন এন্টিগুয়া বারবুদা, অষ্টলিয়া ,বাহামাস ,বারবুদা ,বোস্টওয়ানা ,ব্রনাই, ক্যামেরুন ,ক্যানাডা, ইথিওপিয়ান কিছু লোকে,ইরিট্রিয়ার কিছু লোকে ফিজির কিছু লোকে , গামবিয়া,ঘানা, গ্রানাডা, গুয়ানা , হংকং এর কিছু লোকে ,ইন্ডিয়ার কিন্চিত লোকে , আইয়ারল্যান্পের লোকে , জাকেইকা ,কেনিয়ার কিছু লোকে, মালায়ির কিছু লোকে ,মালদিভএর কিছু লোকে , মাল্টা, মারসাল আইল্যান্ড, শ্রিলংকার কিছু লোকে নিউজিলান্ডের নাইজেরিয়ার কিছু লোকে সোমালিয়ার কিছু লোকে এবং সাউথ আফ্রিকার কিছু লোকে , সুইজার ল্যান্ডের লোকে ,টানজানিয়া ,ট্রিনিদাদ এবং টোবাকো ,উগান্ডা ,আমিরিকা এবং বৃটিশরা।

৫, আরবী ভাষায় কথা বলা লোকের সংখ্যা ২৩০ মিলিয়ন । যেমন আলজেরিয়া ,বাহরাইন, চাদ ,খ্যামেরুশ, দিজিবুতি,মিশর, ইরিট্রিয়া ,ইরাক ,ইসরাইলের বেশির ভাগ লোক, জরদান ,কুইযেত, লেবানন ,লিবিয়া, মরোক্কো ,নাইজার ,ওমান, প্যালেস্টাইন ,কাতার ,সৌদিআরব ,সোমালিয়া ,সুদান ,সিরিয়ার ,টিউনিশিয়া ,আরব আমিরাত ,পশ্চিম সাহারা ,ইয়েমেন সেনেগাল এবং মালি।

৬, পর্টগিজ ভাষায় কথা বলে ২১৩ মিলিয়ন লোকে । যেমন এংগোলা, ব্রাজিল ,পুর্ব তাইমুর ,মাকুয়া ,মোজাম্বিক এবং পরটুগাল।

৭, বাংলা ভাষায় কথা বলে ১৯৬ মিলিয়ন লোকে। যেমন বাংলাদেশ ,টিপুরা এবং পশ্চম বাংলা।

৮ , রাশিয়ান ভাষায় কথা বলে ১৪৫ মিলিয়ন লোকে । এরা হলো আবকাজিয়া /জর্জিয়া ,বেলারুশ, কাজাখাস্তান, কিঘিস্তান ,রাশিয়া ,মালডোভার লোকেরা।

৯. জাপানি ভাষায় কথা বলে ১২৬ মিলিয়ন লোকে । যারা হলো জাপান এবং পালু।

১০ জার্মান ভাষায় কথা বলে ১০১ মিলিয় লোকে। এরা হলো অষ্টিয়া , বেলজিয়াম ,জারমানি,ইটালি,লুক্সেমবার্গ, পোলান্ড ,সুইজারল্যান্ড এর লোকেরা।

বিষয়: আন্তর্জাতিক

২৮৯১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

274117
১৪ অক্টোবর ২০১৪ রাত ০৩:৩১
ভিশু লিখেছেন : অবশ্যই গর্বিত।
ভালো লাগ্লো...Happy Good Luck
১৪ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৫
218388
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধন্যবাদ
274252
১৪ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৩০
ইবনে আহমাদ লিখেছেন : আপনার মত গর্বিত। ভাষা আমার অহংকার। বিদেশের মাটিতে থেকে তা আরো ভাল বুঝি। আপনাকে ধন্যবাদ।
১৪ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৬
218391
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও অসখ্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File