জেরুসালেম নগরী তিন ধর্মের লোকের কাছে কেন পবিত্র ? কেন এত দ্বন্ধ এই এলাকা নিয়ে ? প্রশ্নটির উত্তর জানা দরকার

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৯ অক্টোবর, ২০১৪, ১২:৪২:৪৩ রাত



জেরুসালেম নগরী ইহুদিদের কাছে পবিত্র কারন এখানে রয়েছে সোলেমানের উপাসনালয় হায়কল-ই সুলাইমান , এখানে রাজত্ব করেছেন কিং ডেভিড ।

খিৃষ্টানদের কাছে এটি পবিত্র কারন এর পাশেই বেথেলহেম অবস্থিত যেখানে যিশুর জন্ম , মা-মেরির করব রয়েছে।

মুসলমানরা একে পবিত্র জানে কারন মসজিদুল আকসা এবং ডোম অব দ্যা রক বা পবিত্র পর্বতশৃঙ্গ অবস্থিত এখানে । এই মসজিদ তাদের প্রথম কিবলা । নবী মুহাম্মদ সঃ এখান থেকেই তার মিরাজ সফর শুরু করেন।

মসজিদুল আকসা তৈরী করেন নবী সোলেমান খিৃষ্টপুর্ব ১ হাজার সাল পুর্বে।

একবার পারস্য সম্রাট নেবুকান্দজ্জোরের হাতে এটি ধ্বংস হয় ৫৮৬ খিৃষ্টপুর্বাব্দে । তারপর সম্রাট এজরা এবং নেহেমিয়া একে পুননির্মান করেন কিন্তু কিওপেট্রার পিতামহ এপিফেন্সের হাতে আবার এটি ধ্বংস হয় ১৬৭ খিৃষ্টপুর্বাব্দে।

হিজকিল -জাকারিয়াদের চেষ্টায় আবার এটি গড়ে উঠে ।

শেষবার একে ধ্বংস করেন হেরোড ।

দ্বিতীয় খলিফা হযরত ওমরের বিখ্যাত জেরুসালেম সফরের পর মসজিদটি খুলে দেয়া হয়। বর্তমান কাঠামোটি নির্মিত হয়েছে খলিফা আল-ওয়ালিদের দ্বারা ৬৪ হিজরিতে ।

এরপর এসেছে ক্রুসেড ১০৯৬ থেকে ১২০২ সাল পর্যন্ত । ক্রুসেডে মসজিদটি কয়েকবার অবরুদ্ধ হয়েছে কিন্তু ধ্বংস করেনি। ১১৯২ সালে সুলতান সালাহদিন আইউবি একে সবার জন্য উম্মুক্ত করেন।

শুক্রবার মুসলমানরা এবারদত করেন, শনিবার ইহুদিরা এবাদত করেন এবং রবিবার খিৃষ্টানেরা এখানে এবারদ করেন।

এমন আশ্চর্য ইবাদত গৃহ পুরা পৃথিবীতে আর দ্বিতীয় নেই যেখানে মিলিত হয় তিনটি প্রধান সেমেটিক ধর্মের মানুষ

বিষয়: সাহিত্য

৪৪০৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

272400
০৯ অক্টোবর ২০১৪ রাত ০১:৪৫
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
272402
০৯ অক্টোবর ২০১৪ রাত ০১:৫৫

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> ফুয়াদ পাশা লিখেছেন : জেরুজালেম নগরীর সবচেয়ে বড় পরিচয় এটি ইহুদী ধর্মালম্বীদের জন্য God Gifted Land. খোদা এই জমি শুধুমাত্র ইহুদীদের জন্য বরাদ্দ করেছেন। সেই অর্থে জেরুজালেমের বৈধ উত্তরাধিকার কেবল ইহুদীদের, অন্য কারো নয়।
০৯ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৩৩
216588
শেখের পোলা লিখেছেন : দলীল পর্চাগুলো যত্নকরে রেখেদিয়েন৷
272405
০৯ অক্টোবর ২০১৪ রাত ০২:৫৬
তিমির মুস্তাফা লিখেছেন : ফুয়াদ পাশা লিখেছেন : জেরুজালেম নগরীর সবচেয়ে বড় পরিচয় এটি ইহুদী ধর্মালম্বীদের জন্য God Gifted Land. খোদা এই জমি শুধুমাত্র ইহুদীদের জন্য বরাদ্দ করেছেন। সেই অর্থে জেরুজালেমের বৈধ উত্তরাধিকার কেবল ইহুদীদের, অন্য কারো নয়।

-------
বর্তমান কালের ‘ইহুদী বাণী’ থেকে কপি করা বাণী নিশ্চয়ই!
এ ভাবে কিছু হিন্দু দাবী করছেঃ
হিন্দুস্তান কেবল মাত্র হিন্দুদের! তাই না!
Racist মন্তব্য!
মন্তব্য করার পূর্বে কিঞ্চিৎ পড়াশুনা করা দরকার! নয় কি!আরো দরকার সহনশীল হওয়া!

Racist মানুষ পৃথিবীর জন্য অভিশাপ! ইহুদী আর হিন্দু বলে যারা নিজে দাবী করছে- তাদের মধ্যে আজকাল Racist মানুষের সংখ্যা খুব বেশী। ( এদের জন্যই নেতানিয়াহু আর নরেন্দ্র মোদীর মত Racist পশুরা প্রধান মন্ত্রী হচ্ছে!) এরা অন্ধ- এদের থেকে সাবধান হওয়া জরুরী -এদের নাম দেখে বিভ্রান্ত হওয়ার কারণ নেই! ছদ্মনামে লেখা দোষের কিছু নয়, অনেক বড় মাপের লেখকও ছদ্মনামে লিখেছেন! তবে মুসলিম নামের আশ্রয়ে বসে সাম্প্রদায়িক বিষ ছড়ানো কেবল ‘অসৎ আর হীন স্বভাবের পরিচয় নয়, উস্কানি আর নোংরা ষড়যন্ত্রকারিদের চিহ্ন ও বটে!
০৯ অক্টোবর ২০১৪ সকাল ০৮:০৩
216590

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> ফুয়াদ পাশা লিখেছেন : জেরুজালেম নগরীর উপর আল কোরাণের মিথ্যা ঠুনকো দাবি উথ্যাপন না করার জন্য আপনাকে ধন্যবাদ।

কোরাণ-হাদীসের পাতায় পাতায় অমুসলিম, কাফের, ইহুদী, নাসারা, পৌত্তলিকদের যেভাবে তুচ্ছতাচ্ছিল্য, অভিশপ্ত, বিভ্রান্ত, বিপদগামী, দোজকের খড়ি বলা হয়েছে সেই বিবেচনায় কোরাণওলাদের প্রতি কিছুটা Racist হওয়া জরুরী।

ইসলামের মূল মোদ্দা কথা- অমুসলিমদের উপর মুসমিলদের অধিপত্য। তাহলে ইহুদীরা কেন তাদের ওল্ডটেস্টামেন্টের দাবির উপর মুসলিমদের ছাড় দিবে? ইহুদীরা কেন ধ্বংসাত্মক কোরাণ বিশ্বাসী মুসলিমদের ফ্রী-পাস দিবে? অন্য দিকে উড়েআসা/জুড়েবসা মোহাম্মদের দালাল মুসলিমরা কোন অধিকার বলে মহামতী রামের পূণ্যভুমি ভারতের মাটি অপবিত্র করবে? মুসলিমরা কি দিবে মক্কা-মদীনায় হিন্দুদের বসতি গড়তে?


272482
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০১:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মাওলানা দেলওয়ার হুসাইন সাঈদির "নিল দরিয়ার দেশে" বইতে পড়েছি। বর্তমান মিশরের অন্তর্গত সিনাই এর তুওয়া তে। যেখানে হযরত মুসা(আঃ) নবুওত লাভ করেছিলেন সেখানে একই সাথে মুসলিম,খৃষ্টান ও ইহুদিদের মসজিদ,গির্জা ও সিনাগগ আছে। এরকম সহবস্থান জেরুসালেম এ হযরত উমর(রাঃ) এর সময় থেকেই ছিল। প্রথম ক্রুসেড এর সময় এই টা নষ্ট হয়। সুলতান সালাহউদ্দিন এর সময় আবার প্রবর্তিত হলেও ১৯৬৭ সালে জেরুসালেম পুর্নাঙ্গ ইসরাইলি নিয়ন্ত্রনে গিয়ে পরিতক্ত হয় সম অধিকার এর নিয়ম।
ইহুদিদের একটি বড় অংশই কিন্তু জেরুসালেম কে একমাত্র তাদের ভুমি বলে মনে করেননা। এই চিন্তা ধারা যায়নবাদি দের।
272624
০৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


পড়লাম, জাযাকাল্লাহ.. দোয়া করি
272689
০৯ অক্টোবর ২০১৪ রাত ১১:০৬

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File