বিদেশী গোয়েন্দাদের পরিবর্তিত ছকেই লতিফ নাটক!! নাকি ২৫ মিলিয়ন ডলারের এক রহস্য এবং আশংকার ঘোড়া আজ মিডিয়ার সবচেয়ে আলোচিত বিষয়!!!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৬ অক্টোবর, ২০১৪, ০১:০০:৩৬ দুপুর





অর্থের জন্য মানুষ এতনিচে নামতে পারে তাহা লতিফ সিদ্দিকীর বর্তমান কালের আলোচিত কাহিনী না জানলে বিশ্বাস করা মসকিল হতো।

যেই ইহুদিরা ১৯৪৭ সাল থেকে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেই চলেছে । অবাধে নারী শিশু বৃদ্ধ-বৃদ্ধা আবাল বনিতা হত্যার দৃশ্য দেখে আজ মুসলমানরা তো প্রতিবাদ করছেই সাথে সাথে খোদ তাদের জাতীভাইরাও প্রতিবাদ করছে।

প্রতিদিন খবরের কাগজ খুললে দেখি অমুসলিমরা তাদের ধর্ম থেকে মুখ ফিরিয়ে ইসলাম কবুল করছে সেখানে আমাদের জাতী ইসলাম নিয়ে নবী নিয়ে কটাক্ষ্ করছে এর থেকে নিচ-হীনমন্নতার কাজ আর হতে পারেনা।

একসময় নিজে হজ্ব পালনকারী মিসেস হাসিনা মিয়ার অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী লতিফ সিদ্দিকী এখন হজ্বকেই শুধু নয় রাসুল(সঃ) সহ ইসলামের অবমাননা করা মত ঝুকি পর্যন্ত নিয়েছেন। এর পরেও অদৃশ্য কারনে মিসেস হাসিনা মিয়ার সামান্যও আশ্চর্যজনক বক্তব্যর পরে প্রশ্ন এসেছ লতিফ সিদ্দিকীর এই কুস্তিতে এবং সোশ্যাল মিডিয়াসহ দেশি বিদেশী মিডিয়ায় বিশ্লেষনসহ নানা ভাবে প্রকাশিত হচ্ছে।

সোশ্যাল মিডিয়ার মাকরুল ইসলাম নামের একটি জনপ্রিয় আইডি দিয়ে প্রকাশ করা হয়েছে মুলত ২৫ মিলিয়ন ডলারের কমিশন ভাগ নিয়ে জয় এবং লতিফের মধ্যে দন্ধের কারনে লতিফের মন্ত্রীত্ব হারাচ্ছে , ইসলামকে অবজ্ঞা বা জয়কে হেয় করার জন্য নয়।

অন্যান্ন সোর্স থেকে আরো জানা যাচ্ছে ইতিমধ্যে ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে অফসোর কোম্পানীতে বাংলাদেশের কালো টাকা বিনিয়োগ শুরু হছেছে আগে থেকেই তা দেশি বিদেশী গোয়েন্দাদের নজরে রয়েছে ।

বিষয়টি নিয়ে মার্কিনীরা নড়েচড়ে বসলে হাসিনা পরিবার কালো টাকার বিনিয়োগ ও নিরাপদ রাখার জন্য বেলারুশকে বেছে নেন।

বেলারুশকে বাছাই করার পুর্বে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারকে কালো টাকা ল্যাটিন আমেরিকার দেশগুলোতে বহনের জন্য ব্যাবহার করা হয় বলে গোয়েন্ডাদের সুত্রে জানা যায়।

তবে পুরো ঘটনাটির প্লট ইসরাইলী গোয়েন্ডা সংস্থার বলে জানা গেছে। এখন প্রশ্ন দাড়িয়েছে মোশাদ কি তবে "র" এর সাথে বাংলাদেশ সংক্রান্ত ঘটনাবলি নিয়ন্ত্রনের এতদিনকার রোডম্যাপ পরিত্যাগ করে মার্কিনী গোয়েন্ডাদের পক্ষে খেলা শুরু করেছে ? সেক্ষেত্রে মিসেস হাসিনা মিয়ার সরকার ও পরিবারকে রক্ষার জন্য "র" একাই কি যথেষ্ট নাকি আসলেই নতুন একটি ইতিহাসের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে ? আর তারই সুত্র ধরে এতদিনের খেলোয়াড় লতিফ সিদ্দিকী খেলার মাঠ ছেড়ে রনে ভঙ্গ দিলেন ?

বিষয়: আন্তর্জাতিক

১৩০১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

271892
০৬ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২১
ফেরারী মন লিখেছেন : ও তাহলে এই অবস্থা। ঘটনা তো অন্যদিকে প্যাঁচ খেয়ে যাচ্ছে। Worried Worried
০৬ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২৯
216014
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হুম
271917
০৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:২৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..



এখন অপেক্ষার পালা- নাটকের পরবর্তী দৃশ্য কিভাবে পরিবেশিত হয়-


ঈদের শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক Rose Big Hug
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক Praying

০৬ অক্টোবর ২০১৪ রাত ১০:৫৫
216144
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমরা অপেক্ষা করব ইনশাআল্লাহ সেই সময়ের জন্য
271996
০৬ অক্টোবর ২০১৪ রাত ০৯:৩৪
শেখের পোলা লিখেছেন : খালি দেখেই যাই৷ কোথাকার পানি কোথায় গড়ায়৷ আদার ব্যাপারী কিনা!
272014
০৬ অক্টোবর ২০১৪ রাত ১০:৫৬
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : যাহা রটে তাহা কোন না কোন লিংক থেকে রটে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File