ইন্ডিয়ার একটা অনুষ্টানে তাসলিমা নাসরিনকে সরাসরি জুতাপেটা করেছে উপস্থিত জনগন কারন সে ওখানে ধর্মীয় বিষয়ে উল্টাপালা কথা বলেছে

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৫ অক্টোবর, ২০১৪, ১১:০৩:১৫ রাত



ভারতে একটি হিন্দু ধর্মীয় অনুষ্টানে ধর্ম সম্পর্কে বাজে মন্তব্য করায় তাসলিমা নাসরিকে সরসরি জুতাপেটা করেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন।

আয়োজক কমিটির লোকজন অনেক কষ্টের পরে লোকদের হাত থেকে কোন রকম অপমানের সাথেই উদ্ধার করতে সক্ষম হয়েছে। কোন রকমেই লোকজনকে জুতা নিক্ষেপ থেকে ফিরাতে পারছিলেন না ,অনেক জুতা সরসরি তাসলিমার গায়ে পড়েছে।

আর আমরা মুসলমান দুনিয়ার শ্রেষ্টজাতী আমাদের ধর্ম নিয়ে কটুক্তি করা ধর্মের বিপক্ষে লেখার পরে আমরা তার গায়ে হাত দিতে পারি নাই শুধু বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়েছে মাত্র।

কিন্তু এই নাস্তিক এখনও নিজেকে বাংলাদেশী পরিচয় দিয়ে বিশ্বের মাঝে বুক ফুলিয়ে চলে।

একটা জিনিস প্রমানিত হয়েছে যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে তাদের একদিন না একদিন জনরোষে পড়ে অপমানিত হতে হবে।

এই জালিম সরকার যেই ভাবে ইসলামকে জংগিবাদ বলে প্রমান করার জন্য দেশের সমস্ত বড় বড় আলেমদেরকে অপমান করেছে ইনশআল্লাহ এদের পরিনতিও এমন হবে।

বিষয়: সাহিত্য

১২৬৩ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

271741
০৫ অক্টোবর ২০১৪ রাত ১১:০৪
271755
০৫ অক্টোবর ২০১৪ রাত ১১:৪২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : সেইদিনে অপেক্ষায় থাকলাম...।
০৫ অক্টোবর ২০১৪ রাত ১১:৫৬
215893
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ইনশাআল্লাহ সেই দিন খুব বেশী দুরে নয়
271761
০৫ অক্টোবর ২০১৪ রাত ১১:৫১
ফেরারী মন লিখেছেন : নিঃসন্দেহে ভালো খবর।
০৬ অক্টোবর ২০১৪ সকাল ১০:২১
215966
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হুম
271938
০৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৫৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


এজন্য কিছু দুঃসাহসী মানুষ দরকার,
এবং রাষ্ট্রের পক্ষপাতহীনতা




ঈদের শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক Rose Big Hug
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক Praying
০৭ অক্টোবর ২০১৪ দুপুর ১২:০৫
216234
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওয়ালাইকুস সালামা ভাই আপনাকেও মুবারক
আমিন সুম্মাআমিন আপনার কথা কবুল আর মন্জুর হোক

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File