বৃদ্ধাশ্রম থেকে এক মায়ের চিঠি- খোকা তুই কেমন আছিস রে ! অনেক দিন হলো তোকে দেখি না তোকে দেখতে ইচ্ছা করছে রে খোকা !!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৫ অক্টোবর, ২০১৪, ১২:২১:৫০ রাত



খোকা তুই কেমন আছিস রে !

জানিস, তোর বাপ যখন ওপারে পাড়ি দিয়েছিল তখন তোর বয়স ছিল মাত্র ৪১ বছর । আর আমার বয়স ছিল ২১ বছর মাত্র।

আমি তোকে বুকে আগলিয়ে ধরে তোর বাবার ভালবাসায় তপ্ত হয়ে দ্বিতীয় কোন বিয়ে করি নাই খোকা।

আমার মা বাবারা অনেক চেষ্টা করেছিল আমাকে বিয়ে দিতে কিন্তু আমি রাজি হইনি তোর মুখের দিকে চেয়ে। আমি যদি বিবাহ করি তবে তুই কষ্ট পাবি তোর বাপ কবরে থেকে কষ্ট পাবে সেই কারনে ।

হাজার বাধা বিপত্তি শামাল দিয়েছি তোকে মানুষ করার জন্য।

আজ তুই মানুষ হয়েছিস বড় অফিসার হয়েছিস আমার আশা আল্লাহ পুরন করেছে।

খোকা তুই যেখানে থাকিস আমি দোয়া করি তুই ভাল থাক।

জানিস খোকা আমার ধারনা ছিল তুই আমার বেচে থাকার একমাত্র ঢাল হবি !

খোকা তুই কি জানিস আজ আমি কত শাররিক দুর্বল হয়েছি ? তোর ৫১ দিনের মেয়েটার থেকেও আমি দুর্বল।

খোকা আমার খুব ইচ্ছা করে তোর মেয়েটার সাথে খেলতে রে;;;;

তারপরেও গোপনে গোপনে তোর মেয়েটাকে বলিস দিদা ভাল আছে রে:;;;

খোকা তুই কি এবার কাঠাল মাংশের রান্না খেয়েছিস ?

আমি জানি ওটা তোর অনেক প্রিয় ছিল রে !!

এখন বোধ করি আর প্রিয় নেই তাই নারে খোকা !

আমি গত সপ্তাহে তোর বাবাকে স্বপ্নে দেখলাম ! সেই আগের মতো হাসি খুশি মুখ আমাকে বলে কিনা সে সরিষা ইলিশ খাবে।

খোকা ! বাবা আমার কলিজার ধন ! তুই কি তোর বাবার জন্য দুটি ফকিরকে খানা খাওয়াতে পারবি ?

আশ্রমে তো সবাই ফকির আমার কাছে টাকা থাকলে আমি খাওয়াতাম । তোর বাবা খুব কষ্ট পাবে রে !

তোর গায়ের গন্ধ ভুলে গেছি খোকা , এখন আমার আগের মতো আর মনে থাকে না বাপ!

আজ আমার অনেক স্মৃতিও মনে নেই ! হয়তো সেই কারনে বেচে আছি।

তার পরেও খোকা বেচে থাক এই দোয়া করি।

ইতি

তোর মা

বিষয়: বিবিধ

১২৪৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

271544
০৫ অক্টোবর ২০১৪ রাত ০২:০১
ফেরারী মন লিখেছেন : Sad Sad Sad Sad Sad
271579
০৫ অক্টোবর ২০১৪ সকাল ১০:২৫
271812
০৬ অক্টোবর ২০১৪ রাত ০১:৪৭
মেঘে ঢাকা স্বপ্ন লিখেছেন : সত্যিই করুণ...
০৮ অক্টোবর ২০১৪ রাত ১২:২৫
216401
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হুম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File