হজ্জ নিয়ে লতিফ সিদ্দিকির বক্তব্যটাই কি ধর্মনিরেপক্ষতাবাদি হাসিনার মনের কথার বহিপ্রকাশ ?

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ৩০ সেপ্টেম্বর, ২০১৪, ১২:৪১:১০ রাত

http://www.amadershomoys.com/newsite/2014/09/29/115481.htm#.VCmkXmeSy-k

সারা দুনিয়ার কোটি কোটি মুসলমানের দিলে ধারালো ছুরি আঘাতের মতো মন্তব্য দিয়ে এখনও বহাল তবিয়তে মন্ত্রীত্বতে থাকাটাই কি প্রমান করে যে লতিফ সিদ্দিকি প্রধান মন্ত্রির মনের কথা্টাই বলেছেন?

ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা এটা জনগনকে আগে মিথ্যাকথার মাধ্যমে বুঝতে না দিলেও এখন আর কোন রাগঢাক করতেছেনা। সরাসরি ইসলামকে নিয়ে কটাক্ষ্ করা শুরু করেছে।

স্বাধীনতার বিরোধী বলে প্রথমে লোকজনের সস্তা বাহাবা নিয়ে দেশের আলেম সমাজের গায়ে হাত দিয়েছিল এই নাস্তিক সরকার , তারা মনে করেছিল তাদের এই অন্যায় বিচারের পক্ষে দেশের লোকজন দাড়াবে কিন্তু ৫ বছর পুর্ন হওয়ার পরে যখন দেখল দেশের সচেতন সমাজ পুরাটাই তাদের বিপক্ষে চলে গেছে তখন ৫ই জানুয়ারী একতরফা নির্বাচন করেছে শুধু নিজেদের পিঠ বাচানোর জন্য।

আসলে কি তাদের পিঠ বাচবে বলে তারা এখন আর ভাবতে পারছে?

তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে তাই শুন্যের উপর দিয়ে ঘুরতেছে আর আবোল তাবোল বকতেছে। কখন কি বলতেছে নিজেরাও তাহা জানে না।

লতিফ সিদ্দিকি আজ রবিবার নিউইওরর্ক সিটিতে এক জনসভায় হজ্বের ব্যাপারে তার ক্ষোভের কথা প্রকাশ করেছেন।

তিনি বলেছেন হজ্জের সময় যেই ২০ লাখ লোক হজ্বে গিয়েছেন তারা তো শুধু টাকা খরচ করতে গিয়েছেন ।তিনি বুঝাতে চেয়েছেন এদের কোন কাম কাজ নাই এই সময়টা তারা কাজ করলে প্রডাকশন হতো কিন্তু সেখানে যাওয়াতে ডিডাকশন হচ্ছে।

আমরা এই লতিফ সিদ্দিকিকে ধিক্কার জানাই। আপনার মতো হাজার হাজার নাস্তিক দুনিয়া থেকে বিদাই হয়েছে তারা ইসলামের অনেক অপবাদ দিয়েছে তারা কিন্তু সবাই ফেরারি আসামির মতো পালিয়ে বেড়াইতেছে।

আপনি শেখ হাসিনার মন্ত্রী মাত্র আপনিও ফেরারি আসামি হবেন সময় খুব দুরে না ।

মক্কাতে আপনাদের জোটের দুইজন নাস্তিক মন্ত্রী কেন গেছে ? তারা কি কোন কুমতলবে সেখানে গেছে বলে আপনি মনে করেন ? যদি কুমতলবে না যাবে তবে অযথা দেশের জনগনের ট্যাক্সের টাকায় কেন মক্কায় গেছে ? আপনার মন্তব্য অনুযায়ী তার কি সেখানে কোন প্রডাকসন করতে গেছে না কি ?

আল্লার জমিনে আপনার মতো লোকের ঠাই হতে পারে কিন্তু বাংলার জমিনে নয় ইনশাআল্লাহ।

আমরা আপনাদের সেই পরিনতি দেখার জন্য অপেক্ষায় থাকলাম।

বিষয়: আন্তর্জাতিক

১০২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File