বাংলাদেশের রাজনিতিবিদরা কখনো সিধা হবে না যেমন কুকুরের লেজ কখনো সিধা হয়না।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৯ সেপ্টেম্বর, ২০১৪, ০১:০৪:৩৭ রাত



ছোট বাচ্চারা যখন একটু একটু হাটা শিখে তখন মা বাবা বলে বাচাটা একটু একটু হাটতে হাটতে একসময় হাটা শিখে যাবে । কয়েকবার মাটিতে পড়ে ব্যাথা পেলেও মা বাবা মনে করে না পড়লে সে হাটা শিখবে না।

আমাদের দেশের রাজনিতিবিদরা অনেকবার মাটিতে পড়ে ব্যাথা পেয়েছে , মচকা লেগেছে অনেক জেল-জুলুমের স্বিকার হয়েছে ,পার্টির অস্তিত্ব বিলিনের পথে গিয়েও কিন্তু তারা হাটা শিখেনি ,তা্ই দুখ লাগে।

একটা কুকুর যদি কারো ঘরে ঢোকে আর ঘরের মালিক টের পেয়ে কুকুরকে কয়েকটা লাঠির বাড়ি দিলে ঐ কুকুর আর পুনরায় ঐ ঘরে ঢোকার সুযোগ থাকলে ও পুনরায় ঢোকে না। এমনকি যদি ঐ ঘরের মালিকে দেখে দৌড়ে পালাতে চেষ্টা করে।

কিন্তু আমাদের বড় রাজনিতিক দলের সেই রকম ভয় বা লজ্জাও করেনা । ক্ষমতায় বসলে আবারও সেই একই হরকত করতে থাকে।

স্বাধীনতার সাইন বোর্ড যাদের গায়ে লাগানো আছে তাদের এক ভুলের কারনে ২৪ বছর পর পুনক্ষমতায় আসতে পেরেছে কিন্তু তারপরেও সেই একই ভুলের পথে হাটছে ।

১/১১র তত্থাবধায়ক সরকার যেই ভাবে রাজনিতিবিদদের মুখোশ উম্মোচন করে রিমান্ড ,জেল খাটিয়েছে বিগত দিনের সব অপকর্মের খতিয়ান দেশের লোকজনের সামনে প্রকাশ করেছে তারপরেও সরকার কেন যে আবারও সেই বাকা পথে হাটছে জানি না ।

ৎএরা কি কখনো তাদের ভুলের সংশোধন করবে ? না পুনপুন সেই জুলুমের স্বীকার হবে?

না কি এদেশের রাজনিতির মুখ্য বিষয় এমন যে ভবিষ্যতের কথা বাদ দিয়ে বর্তমান নিয়েই রাজনিতি করবে ?

আজকে দেশ বিদেশের সকলের সামনে বর্তমান সরকারের কর্মকান্ড প্রশ্নবিদ্ধ হওয়া সত্বেও নিজেদের সিদ্ধান্তের বাইরে একচুলও নড়ছে না , নাকি কারোর ইংগিতে এমন করছে ?

যদি কারোর ইংগিতে এমন করে থাকে তবে কি আবারও বাংলাদেশে দ্বিতীয় কোন ম্ইনুদ্দিন -ফখরুদ্দিন অপেক্ষায় আছে এদের বেতাল কর্মের প্রতিদান দিতে ?

আমরা সাধারন জনগন আবারও সরকারের কর্মকান্ডে তেমনই কিছু দেখছি বলে প্রতিয়মান হয়।

বিষয়: রাজনীতি

১০৫২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

269787
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : রাজনিতি বিদ দের দোষ দিয়া লাভ কি??
আমরা যদি মাস্তানির ভয়ে মাস্তানকে ভোট দিই তাহলে তাই আমাদের পাওনা।
১০ অক্টোবর ২০১৪ রাত ১২:৪৪
216806
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : না তাও ঠিক কথা বলেছেন কিন্তু লোকজন কি করবে ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File