গ-তে গনতন্ত্র ! তুই রাজাকার, তুই রাজাকার !! // মুখেই গনতন্ত্র ,দলেও নেই -সংসদেও নেই

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৬ সেপ্টেম্বর, ২০১৪, ০১:০২:২৩ দুপুর



আজকে বাংলাদেশে গনতন্ত্রের দশা হয়েছে মরিচের মতো। গৃহিনী মরিচ পিসতে থাকে শিল দিয়ে পাটাতে রেখে ঠিক তেমনি আজ গনতন্ত্র বড় বড় দলের শিল পাটার নিচে চেপ্টা হয়ে গেছে।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে গনতন্ত্রের সঙ্গা পরিবর্তন করেছে । সেই সংগা টা কি ? বিরোধী দলকে মাঠে ময়দানে যেখানে পাও ঠেংগাও , তাদের কর্মিদের অফিস বন্ধ করে দাও তাদেরকে নুন্যতম কোন সাংগঠনিক কাজ ও করতে দেওয়া যাবে না এটাই হলো বর্তমানের শাষক দলের কাছে গনতন্ত্রের ব্যাখ্যা।

দেশ স্বাধীন হওয়ার পর যেমন একে অপরের সাথে দুষ্মনিও উদ্ধার করেছে মুক্তিবাহিনী রাজাকারের ধুয়া তুলে। যার কারনে অনেক পরিসংখ্যানে দেখা যায় যুদ্ধের সময় যত লোক মারা গেছে স্বাধীনতাউত্তর তার থেকে আরো বেশী লোক মারা গেছে ।

আজকে একে অপরকে নেহায়েত রাজনৈতিক হাতিয়ার হিসেবে তুই রাজাকার তুই রাজাকার বলে গালি দিচ্ছে।

বিষয়: রাজনীতি

১০৫৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

268923
২৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:২০
মামুন লিখেছেন : সহমত আপনার সাথে।
অনেক ধন্যবাদ লেখার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
Thumbs Up Thumbs Up Rose Rose Good Luck Good Luck
২৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪০
212669
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File