বাবা ব্যাগটা ধরতো ; আজকে নামাজের পাল্লা শুরু হয়েছে -আমিও ওদের সাথে পারি কিনা দেখি ।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৬ সেপ্টেম্বর, ২০১৪, ১২:১৫:৫৭ রাত

তফিরউদ্দিন তার বাবার একমাত্র সন্তান ।কিন্তু একমাত্র হলে কি হবে তার বাবার কোন সম্পদ নাই ,সে কত আগে মা মারা যাওয়ার পর বাবা নতুন বিয়ে করে কোথাও নিরুদ্দেশ হয়েছে তফিরউদ্দিন জানেনা।

পরের বাড়ীতে কাজকাম করে খেয়ে না খেয়ে বড় হয়েছে লেখাপড়া থাক দুরের কথা নামাজ কালামটাও জানে না।

এখন তফিরউদ্দিন বিয়ে করেছে এক ছেলের মালিক সে ।

গ্রামের আলী আক্কবর কোরান খতম করাইয়া গরিবদেরকে খানা খাওয়াইবে বলে মনোস্থির করেছে।

তফিরউদ্দিন আর তার ছেলে খানা বাড়ীতে গিয়ে হাজির । ওরা দুই বাপপুত দেখলো লোকজন নামাজে দাড়িয়েছে তাই ওরাও লোকজনের সাথে নামাজে দাড়াইলো।

জোহরের ফরজ নামাজ শেষ হলে পর অন্যান্ন লোকজন সুন্নত নফল নামাজ পড়তেছে একাএকা। কেউ দাড়াচ্ছে ,কেউ সিজদা দিতেছে আবার কেউ রুকু দিতেছে এই দৃশ্য তফিরউদ্দিন দেখে ভাবলো এতক্ষন সবাই মিলে একসাথে নামাজ পড়লো তাতো বুঝলাম এখন এমন করতেছে কেন ? ছেলেকে বলছে বাবরে আজকেতো এখানে আসলাম খানা খেতে কিন্তু এখন দেখছি এখানে নামাজের পাল্লা শুরু হয়েছে।

হাতের ব্যাগটা ছেলের হাতে দিয়ে বলতেছে আজকে আমিও ওদের সাথে পাল্লা দেব দেখি আজকে কত নামাজ পড়তে পারি।

বাংলাদেশের মাননীয় দুইজন নাস্তিক মন্ত্রী যারা সারা জীবন নাস্তিতার রাজনিতির নৌকা বেয়েছেন তারা এবার মাননীয় হজ্জ যাত্রিদের সাথে পাল্লা দিচ্ছেন ।

ওনারা এবার হজ্জে যাবেন। ওনাদের দলিয় কেউ কেউ বলাকওয়া করতেছেন জনাব মন্ত্রী সাহেব জীবনে একটা সুযোগ এসেছে অনন্তত মক্কাতে গিয়ে আমাদের কথাটা বলে আসেন যেন বাংলাদেশে সমাজতান্তিক সমাজ ব্যাবস্থা কায়েম হয়।

আমরা ওদের কথার জবাবে বলব আল্লাহ তুমি এই দুই জন মন্ত্রীকে হেদায়েত দাও যেন তারা তোমার ঘর তওয়াফ করার পরে হেদায়েতের পথে চলে আসে ।

আমিন

বিষয়: বিবিধ

১০৬০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

268852
২৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:৩৪
ওরিয়ন ১ লিখেছেন :
268878
২৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:১৯
ইসলামী দুনিয়া লিখেছেন : আপনার দুয়া কবুল হোক। আমীন। নতুবা.........।
২৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:২৯
212629
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : নতুবা দেশের অবস্থা ১২টা বাজাইয়া দিবে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File