বিপজ্জনক রশিতে হাসিনা হাটছেন
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৩ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:৫৭:৩৬ সন্ধ্যা
শেখ হাসিনার বন্ধুরা কি তাকে পরিত্যাক করেছেন ? এই প্রশ্ন আওয়ামী লীগের এবং শেখ হাসিনার নিজেরও বটে । হাসিনার পারিবারিক ধারাবাহিকতা ভারতের প্রতি পুর্ন আনুগত্য যেমন কিনা পারিবারিক অন্য সব বিষয়াদিও তারই হস্তগত শক্তভাবেই ।
কিন্তু ভিজে সাবান যেমন হাত থেকে পছলে যায় তেমনি তার হাত থেকে সবই যেন ফসকে যাচ্ছে।
তার প্রতি বিরুপ হবার জন্য শুধুমাত্র ভারতকে দোষ দেয়া যায় না তার নিজেরও এ ব্যাপারে কম নয় বরং অনেক বেশী হাসিনা ।
তার মদদ দাতারা যেমন আশা করেছিল উতরাধিকার ধারাবাহিকতায় স্বার্থ রক্ষা করবে তা হয়নি।
সজীব ওয়াজেদ জয় এমন কোন করিতকর্মা গুন দেখাতে পারেনি যাতে সে প্রমান করতে পেরেছে যে সে অনেক কাজের মানুষ । রবং সে আমেরিকায় এমন জীবন ধারন ও চলনবলন করেছে যার ফলে তাকে এমন কি জেলে পর্যন্ত থাকতে হয়েছে ও দেশের আইন ভংকারী ব্যাক্তি হিসেবে।
জয়কে নিয়ে শেখ রেহানারও যথেষ্ট সন্দেহ আছে সে আদৌ যথার্থ উত্তারিধকারী হতে পারে কি না ।
১৯৭৫-১৯৮১ এই সময়কালে হাসিনা যখন দিল্লীতে র এর একটি বাড়ীতে বসন্ত বাহরে থাকতেন তখন একজন শিখ মেয়ের সাথে কিশোর জয়ের ভালবাসা লেনদেন হয় সেই মেয়েটি ইসলাম ধর্ম গ্রহন করতে অস্বীকার করলে সে বিয়ে আর হয়নি ।
হাসিনার দুঃখের কথায় ফিরে আসলে নিঃসন্দেহে বলা যায় যে হাসিনা যখন সরকারে অথবা বিরোধী আসনে বসে থেকে তার বিদেশী মদদ দাতাদের সহায্যাদি যেয়েছিলেন তারা এখন তার থেকে দুরে সরে দাড়িয়েছে।
এ ধরনের অসন্তষজনক অবস্থানে হাসিনাকে যদি দ্বিতীয় সারির নেতা হিসেবে সংসদে বসে থেকে অন্যদের বক্তব্য শুনতে হয় অথবা চিরতরে তার নিজের রাজনৈতিক ভবিষ্যত রুদ্ধ হয় তাতে বোধ করি অবাক হবার কিছু খাকবে না।
বিষয়: রাজনীতি
১১১২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফাগুন এসে ঝরে ঝরে সেও চলে যায়
পছলে: পিছলে
রবং : বরং
ভংকারী: ভঙ্গকারী
সহায্যাদি যেয়েছিলেন : সাহায্যাদি চেয়েছিলেন
শুদ্ধ করে নিন।
মন্তব্য করতে লগইন করুন