জোরদার হচ্ছেনা বিরোধী দলের আন্দলন ; থাকনিা আরো কিছু দিন

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৩ সেপ্টেম্বর, ২০১৪, ১১:০৮:০৪ সকাল

করিম বক্স নাবালক ৫ ছেলেমেয়ে রেখে লন্চ দুর্ঘটায় দুনিয়া থেকে বিদাই হয়েছে সেই কয়েক বছর আগে । রহিম বক্স তার এক মাত্র বড় ভাই যে কিনা তার বাবা মারা যাওয়ার পরে বাবার সমস্ত সম্পত্তি একা কুক্ষিগত করে রেখেছিল। বেচারা করিম বক্স বড় ভাই সাথে বেশি বাড়াবাড়ী করতো সে ভাবতো বড় ভাই তার ভুল একসময় ভাংবে তখন সে আমার জমি ফেরত দিবে।

বেচারা করিম বক্সর সেই অপেক্ষার পালা শেষ হওয়ার আগেই দুনিয়া থেকে চলে গেলেন। তার প্রস্তানে পরিবারটি একেবারে অসহায় হয়ে পড়েছে। ছোট ছোট ছেলেমেয়ে নিয়ে মহিলাটি কার কাছে যাবে , কে দিবে তার সংসারের খরচ ?

ভাসুরের কাছে অনেক অনুনয় বিননয় করেও কোন ফল পাচ্ছে না , ছোট ভাইর বউ নিরুপাই হয়ে গেছে।

রহিম বক্স মনে মনে ভাবছে বিধবা মহিলা সে আদালতে গেলে হয়তো সহায়তা পাবে কিন্তু আদালতে যেতে তো টাকার দরকার করিম বক্সর বউর কাছে তো টাকা নাই সুতারাং আমি অপেক্ষায় থাকি আন্দলন যদি বেশি জোরদার হয় তখন চিন্তাভাবনা করবো ।

করিম বক্সর বউ মনে মনে ভাবলো এই বেআড়া ভাসুর থেকে সিধা আংগুলে ঘি উঠবে না আংগুল তেড়া করতে হবে।

বাজারে গিয়ে বড় দেখে দুইটা তালা কিনে আনলো তারপর রাত্রে রহিম বক্স তার পরিবার নিয়ে আটসাট বিল্ডিং এ গিয়ে শুয়ে পড়েছে পর দুই দরজায় দুইটা তালা লাগিয়ে চুপচাপ নিজের ঘরে এসে শুয়ে পড়লো।

সকালে রহিম বক্স আর ঘরের দরজা খুলতে পারেনা ঘর থেকেও বের হতে পারে না জানালা দিয়ে অনুভব করলো তাদের দরজায় বাইরে থেকে তালা মারা। অনেক চেচামেচি করেছে ছোট ভাইর বউকে অনেক বকাঝকা করেছে তার ঘরের দরজা খুলতে কিন্তু করিম বক্সর বউ কোন কিছুতেই রাজি না । তার একই কথা দরজা ভেংগে বের হন আপনার মনের দরজাও তাইলে ভাংবে আর যদি আমি দরজা খুলে দিতে হয় তবে আমার সাথে আপনাকে বুঝাপড়া করতে হবে।

এরই মধ্যে পাড়ার লোকজন এই ঘটনা জানাজানি হলে শত শত লোক সেখানে জড়ো হতে থাকলো । এক পর্যায় এলাকার মেম্বারের মারফতে চেয়ারম্যানের কাছে এই খবর গেলে পর চেয়ারম্যানের মধ্যস্থতায় উভয়ের মধ্যে আপোস মিমাংসার মাধ্যমে সম্পত্তির ভাগ বাটোয়ার হয়।

বর্তমান সরকার ও ভাবছে বিরোধী দলের আন্দলন জোরদার হোক যত দিন থাকতে পারি থাকলাম তারপর না হয় থাকবো না ।

এই সরকারকে করিম বক্সর বউর মতো আন্দলন না করলে কোন রকমেই হটানো যাবে না।

বিষয়: রাজনীতি

১৩১৮ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

267793
২৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৪৬
দুষ্টু পোলা লিখেছেন : ধন্যবাদ ভালো লাগলো
২৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৪৯
211567
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : কষ্ট করে লেখাটা পড়ার জন্য অাপনাকেও ধন্যবাদ
২৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৪৯
211568
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : কষ্ট করে লেখাটা পড়ার জন্য অাপনাকেও ধন্যবাদ
267809
২৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:০৮
প্রেসিডেন্ট লিখেছেন : বাস্তবতার আলোকে চমৎকার একটি গল্প। অনেক ধন্যবাদ জানবেন। Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose Rose
২৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:২১
211589
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : কষ্ট করে লেখাটা পড়ার জন্য অাপনাকেও ধন্যবাদ
267813
২৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:১৯
স্ব.ঘোষিত.নাস্তিক লিখেছেন : এক্কেরে বাস্তব গল্প
২৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:২২
211590
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File