ডালেও জামায়াত শিবির পাতায়ও জামায়াত শিবির

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২১ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:১১:৩৯ রাত

ক্ষমতাসীন সরকার ও তার অংশীদার বাম ধারার রাজনৈতিক নেতারা চায় জামায়াত ইসলামী ও শিবির নিশ্চহ্ন হউক কিন্তু সরকারের বিভিন্ন সময়ের ভুলের কারনে তারা জামায়াত শিবিরের সাথে আতাত করতে চায় যার ফলে সরকার কিছুটা আগের তুলনায় কট্টরতা পরিহার করেছে। আর ৫ই জানুয়ারী নির্বাচনের আগে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের দুর্বল অবস্থানটা খালেদা জিয়ার কাছে পরিস্কার হওয়াতে বিএনপির ভিতর ঘাপটি মেরে থাকা বামদের ঘ্যেন্নর ঘ্যেন্নর সত্বেও জামায়াতকে গুরুত্বের সাথে নিচ্ছে।

মুরগি শাহরিয়ার করিব তো বলেই দিয়েছে সারা বাংলাদেশের এমন কোন স্থান নেই যেই জায়গায় জামায়াতের লোকজন নাই এমন কি যেই ক্যাংগুরু যুদ্ধাপরাধীর বিচারের নাট্যমন্চ তৈরী করেছে সেখানেও জামায়াত শিবিরের লোক আছে।

বিএনপির সাথে জোট থাকলেও জামায়াতের শির্ষ নেতৃবৃন্দের ফাসির রায়ের পরে সারা বাংলােদেশে হরতাল অবরোধ কর্মসুচী পালন করেছে জাময়াত ও শিবির কিন্তু বিএনপি তাতে কোন দিনও সমর্থন দেয়নি অথচ বিএনপির কোন সমাবেশ হলে সেখানে বড় একটা অংশই থাকে জামায়াত শিবির এর লোক জন।

এমনকি সাইদি সাহেব অন্যায় আপিলের রায় পেল জামায়াত শিবির শান্তিপুর্ন হরলাত দিল সেখানেও তারা কোন সমর্থন দেয়নি ।

তাইতো শিবিরের কেন্দ্রিয় সভাপতি তারেক রহমানের ধর্মীয় রাজনিতির গা চুলকানী বক্তব্যের জবাবে পরিস্কার করে বলেছেন জামায়াত শিবির রাজনিতি করে কারোর দয়াতে নয় নিজেদের যোগ্যতা এবং প্রচেষ্টাতে।

ইনশাআল্লাহ সকল ষঢ়যন্তের মুকাবেলা করে একদিন একদিন জামায়াত শিবির ছাড়া লোকজন শান্তির কথা ভাবতে পারবেনা সেই রকম পরিবেশ তৈরী করবে

বিষয়: রাজনীতি

৯৯১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

267290
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মানুষ যখন কোন কিছুর ফোবিয়াতে আক্রান্ত হয় তখন সবখানে তাই দেথে। ইনাদের অবস্থাও সেই রকম!!!
267296
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:১২
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ঠিক বলেছেন ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File