জাতির পিতা- জাতির মাতা- জাতির বোন-জাতির ভাই এবং জাতির নাতি
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২১ সেপ্টেম্বর, ২০১৪, ১২:৩১:৫৭ রাত
জাতির পিতা বললে সাথে সাথে মনে পড়বে সেই পিতার কথা যেই পিতা একটা আদর্শ কায়েমের জন্য মতাদর্শ তৈরী করেছিলেন , সেই আদর্শের মালিকে খুশি করতে আপন পুত্রকে কোরবানী করতে প্রস্থুত হয়েছিলেন সে লোকটি আর কেহ নন হযরত ইব্রাহিম আঃ । যাকে মুসলিম জাতি এক ব্যাক্যে মেনে নিতে কুন্ঠাবোধ করেনা।
আমাদের জাতির পিতার পরে আর কেহ জাতির পিতা হতে পারেনা। যার ইহধামের পরে তার পরিবারা কিন্তু তার সেই আদর্শের কান্ডারি হয়ে নেতৃত্বের ঢাল ধরেনি বরং সেই নেতৃত্বের হাল ধরেছে সারা দুনিয়ার মুসলিম সমাজ।
যদি কেহ সেই ইব্রাহিম নবীকে জাতির পিতা না বলে অন্য কাউকে জাতির পিতা বলে তবে আমরা ধরে নিব নিশ্চয় এই লোকটি ইসলামের আদর্শ থেকে বিচ্চুত হয়েছে। সেই লোকটি কোরআনকে অস্বীকার করেছে(মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া ছাম্মাকুমুল মুসলিন )
বাংলাদেশ স্বাধীন হবে বা স্বাধীন করবে সেই পরিকল্পনা তো ইন্ডিয়া এটেছিল ১৯৪৭ সালের আগে থেকে। পাকিস্থানিদের শোষন অবিচার ইন্ডিয়ার জন্য আরো প্লাচ পয়েন্ট হয়ে গেল। ১৯৭১ সালের লড়াই শুরু করলো পাকিস্থানিরা আর নিরস্ত্র বাংগালিরা খালি হাতে সেটার মুকাবেলা করবে তাতো কখনো সম্ভব নয় সেই সুযোগে ইন্ডিয়ার পুর্বপরিকল্পনাটাও বাস্তয়ায়ন হবে আর নিরস্র বাংগালিদেরকে অস্র দেওয়া যাবে ,যেন এক ঢিলে দুই পাখি শিকারের মতো হলো।
স্বঘোষিত জাতির পিতা নিজে নিরাপদে পাকিস্থানিদের কাছে আত্মসম্পন করে চলে গেলেন ।
তারপর দেশ স্বাধিন হলো জাতির পিতা জাতির মাতা জাতির বোন এমন কি জাতির নাতির মতো জিনিসও আমরা উপহার পেয়েছি।
বিষয়: রাজনীতি
১২২৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সবাই পকেটের চেতনায় ????????
-------------------------
বুজে নিয়েন দাদা
মন্তব্য করতে লগইন করুন