কৃষকের খাটনি -ফড়িয়াদের ব্যাবসার

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৬ সেপ্টেম্বর, ২০১৪, ০২:৪২:৫৪ দুপুর



বন্যার পানি কমার সাথে সাথে কৃষকের ঘরে নবান্নের আমেজ শুরু হয়েছে । অনেক কষ্ট করে তারা ফসল ঘরে তুলছে।

জমিনে কৃষকরা ধান কাটছে । এই বন্যাকবলিত পানিতে নামলে চামড়ায় কিটকিট করে কামড়ায় কিন্তু তারপরও তো ফসল ঘরে তুলতে হবে আর গরিবরা তাদের পেটের জালা মিটাতে হবে তাই সব কিছুকে উপেক্ষা করে কাজ করে যাচ্ছে।



ধানের বোঝা মাথায় করে পানির ভিতর দিয়ে হাটতে অনেক কষ্ট হয় তারপরও কৃষক সেই কাজটি করে যাচ্ছে।



ফসল মাড়ানোর দৃশ্য দেখলে সত্যি অনেক পুরাতন দিনের কথা মনে পড়ে যায় যখন মানুষ বাশের মাচা বানাইয়া তার উপর বাড়ি মেরে মেরে ধান মাড়াই করতো।



সুন্দর মেশিন ধান মাড়াইতে আর কষ্ট করতে হবে না।



কৃষক ধান ওজন করতেছে বিক্রি করার জন্য । সত্যি আমাদের কৃষকভাইরা আমাদের প্রান ।

বিষয়: বিবিধ

১২৮৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

265798
১৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৫৪
কাহাফ লিখেছেন :
বন্যার কারণে ব্যাপক লোকসানের মুখে পড়া কৃষকদের অবস্হা ধানের কালারের সাথেই ফুটে উঠছে।
তবুও শুভ কামনা এই সব ভাইদের জন্য......।
১৬ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:২৯
209626
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধন্যবাদ কষ্টকরে লেখাটা পড়ার জন্য
265803
১৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৫৮
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৬ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৩০
209627
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ কষ্টকরে লেখাটা পড়ার জন্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File