সকাল যদি শুনি ডাইনি আর নাই ! ! !
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১২ সেপ্টেম্বর, ২০১৪, ০১:৫৮:১০ দুপুর
ভুতপ্রেতদের একটা জাত নাকি ডাইনি ? নাকি বিজ্ঞানের আবিস্কৃত ৬০ মিলিয়ন বছর আগের সেই ডাইনোসরকে ডাইনি বলে ? যদি ধরে নেই সেই ডাইনোসরকে বুঝায় তবে সেই জানোয়ারটির শক্তিমত্তা সম্পর্কে বিজ্ঞানের বইপুস্তুক থেকে অনেক কিছু জানা যায় । সেই জানোয়ারটি নাকি এত শক্তিশালি ছিল যে তখনকার সময় এত শক্তিশালি জানোয়ার আর ছিল না ।
সব কিছুকে সে গ্রাস করে ফেলত সামনে যাহা পেত সব কিছুকে নিপাত করে তার সম্রাজ্য কায়েম করতো।
আগের যুগের অনেক চটি বই আকারে ভুত প্রেতএর কিচ্ছাকািহিনি বাজারে পাওয়া যেত সেই সকল ভুতপ্রেত ও নাকি অনেক শক্তিশালি ছিল তারা যার উপর আছর দিত তার গুষ্টিশুদ্ধ নাকি নিপাত করে তারপর এলাকা ছাড়তো। লোকজন বলা কওয়া করতো মাবুদ তুমি আমাদেরকে এই ভুতপ্রেত এর হাত থেকে আমাদেরকে কবে মুক্তি দিবা ? অনেকে বলতো সকালে উঠে যদি শুনতাম যে এই সকল আপদবালা নিপাত হয়েছে তবে না কত ভাল লাগতো !
কালের বিবর্তনে সেই সব ভুতপ্রেত এখন আর লোকজনকে ভয় দেখাতে পারেনা। কেন পারেনা বা ওরা কোথায় গেছে তাহা কেউ জানে না ।
বাংলার জমিনে সেই রকম ডাইনোসরের উতপাত শুরু হয়েছে বা ভুতপ্রেতের উপতাত হয়েছে । জনগন আজ সেই সকল কিছু থেকে মুক্তি চায়।
যদি সকাল হলে শুনতে পারতাম যে বাংলার নব্য এই ডাইনোসরটির মৃত্য হয়েছে তবে সবার কাছে কেমন লাগতো ?
আজকে দেশে দেশে এই ডাইনোসর বা নব্য ডাইনিটির নিপাতের জন্য লাখো লাখো মজলুমের চোখের পানি পড়ছে । আল্রাহ রব্বুল আলামিন কি এই মজলুমদের চোখের পানির দিকে তাকাবেন না !
ইনশাআল্লাহ আমরা সেই সকালের অপেক্ষায় থাকলাম যেই সকালে শুনবো যে বাংলার এই ডাইনিটির অপঘাত অথবা নিপাত হয়েছে।
আমিন
রিয়াদ থেকে
আব্দুল মতিন মুন্সি
বিষয়: বিবিধ
১১৯০ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মাইনাস মাইনাস
সকালে যদি আপনি শোনেন আযম নাই তাতে কিছু নাস্তিক মোরতাদ ছাড়া আর কেউ খুশি হবে না । কিন্তু ডাইনিটি যদি মরে তবে দেখবেন বাংলার জমিনের ৮০ ভাগ লোকের মুকে স্বস্তির হাসি ফুটবে ।
তারপরে ও যে লেখাটা পড়েছেন এই জন্য ধন্যবাদ
তারপরও যে লেখাটা পড়েছেন এই জন্য ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন