জামায়াতের লেজে গোবর!!!!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৭ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:৫০:১৫ বিকাল

আমার মিয়া ভাইর শ্বশুড় বাড়ি য়শোরের নপাড়া বাজারের কাছে ভাংগা গেট নামক স্থানে।

মিয়া ভাইর নানা শ্বশুড় নাকি একবার তরমুজ বিক্রি করতে নপাড়া বাজারে গেছে সেই ৯০র দশকের কথা । তখন বৃদ্ধের বয়স না হলেও তখন ৮০ বা আরো বেশি হতো।

সেই সময়কার বাজারেও ৩ গরুর গাড়ি তরমুজের বিক্রি টাকার পরিমান ২১হাজার টাকা হয়েছিল।

উনি তরমুজগুলি বিক্রি করে কাজের লোকদেরকে বললেন তোরা গাড়ি নিয়ে বাড়ি চলে যা আমি সামান্য একটু কেনা কাটা আছে সেটা সেরে আসতেছি।

নপাড়া বাজারে অনেক নামিদামি পকেটমার আছে তাদের বুদ্ধির কাছে অনেক বাটপারও হার মানতে বাদ্ধ হয়।

এরা ম্যাচের কাঠি রাখা বাক্সে মানুষের পায়খানা নিয়ে আছে। তারপর টার্গেট করে টাকা আলা লোকদের জামার পিছনে কৌশলে পায়খানা লাগাইয়া দেয় তারপর জোরে জোরে চিল্লাইয়া লোকজনকে বলতে থাকে চাচার জামায় পায়খানা লেগেছে উহ' উহ' কি গন্ধরে বাবা ।

তখন লোকজন তাকিয়ে দেখে সত্যিতো লোকটার জামাতে পায়খানা লেগেছে ! অনেকে বলে ভাই বা চাচা নদীর ঘাটে যান সেখানে ছাপ করে আসেন নইলে আপনার আশপাশে লোকজন থাকতে পারছে না ।

এমন পরিস্থিিতির স্বীকার হলেন আমার মিয়া ভাইর নানা শ্বশুড় । তারপর যেই উনি নদীর ঘাটে গিয়ে জামা খুলে পায়খানা ছাপ করে দেখে এমন ভাবে পায়খানা লাগাইয়াছে যে জামা ছেদ করে লুংগিতেও লেগেছে।

সরল মনে জামা কাপড় খুলে পাশে রেখে চিন্তু করলো গামছা পরে গোছলটা সেরে নেই।

যেই মাত্র গোছল করতে নেমেছে ওমনি পকেট মারদের এক সদস্য জামা সহ টাকা নিয়ে লাপাত্তা ।

গোছল সেরে উপরে উঠে দেখে যে ওনার জামাকাপড় কিছুই নাই সব সমেত গায়েব হয়ে গেছে।

এর কয়েক মাস পরে আবার একই ঘটনার পুনরাবৃত্তি হলে মিয়াভাইর নানা শ্বশুড় বললেন আমার গায়ে তোরা পায়খানা পেশাব যেইটা লাগাইস না কেন আমি তোদেরকে কিছুই করব না কিন্তু জেনে রাখিস তোরা দ্বিতীয় বার আমাকে আর ফাকি দিতে পারবি না । আমি বাড়ি গিয়ে জামার গু-মুত ছাপ করবো তোরা আমাকে নিয়ে চিন্তা করিস না।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যাপারে আওয়ামিলীগ ঠিক তেমন কাজ করে লোকজনকে বলতেছে এরা জংগিবাদ,ইসলামের অপব্যাখ্যাকারি, সন্ত্রাসবাদ যুদ্ধঅপরাধী ইত্যাদি বলে তারা সহ তাদের সকল মিডিয়া প্রচার করছে কিন্তু তারপরেও লোকজন এখন আর আওয়ামিলীগের কথা শুনতে চাচ্ছেনা যেটার প্রমান উপজেলা নির্বাচনের ফলাফল। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে হাজার অপপ্রচার করা সত্বেও অস্বাভাবিক সফলতা অর্জন করেছে ।

ইনশাআল্লাহ সফলতা আরো অর্জন করবে এবং বাতিলকে বাতিল হিসেবে প্রমান করবে আগামি দিনে।

আমিন

বিষয়: বিবিধ

১৩২৯ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

262646
০৭ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
চোথাবাজ লিখেছেন : Applause Applause
262657
০৭ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
তহুরা লিখেছেন : Click this link
262659
০৭ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
০৭ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
206476
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনার দাওয়াত কবুল করলাম
262670
০৭ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
ছাপোষা লিখেছেন : জাজাকাল্লাহ্ খাইর...........
০৭ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
206475
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমিন
262674
০৭ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
শিশির ভেজা ভোর লিখেছেন : বাংলাদেশ একটা যুদ্ধের ময়দান এখানে যে টিকতে পারবে সেখানে তারই স্থান হবে।
262682
০৭ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
আমি মুসাফির লিখেছেন : জনগণ জামাতকে দেখেছে হাজারো বাধার মধ্যে তারা নিজেদেরকে স্থির রাখতে পেরেছে। তাই এখন যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং যদি জামাত তাদের সব আসনে পার্থী দিতে পারে তাহলে দেখবেন জামাত এক নং না হলেও ২য় স্থানে থাকবে ইনশা আল্লাহ।
০৭ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
206473
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ইনশাআল্লাহ
০৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৫৪
206522
সত্যলিখন লিখেছেন : সহমত %
262698
০৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:০০
সায়িদ মাহমুদ লিখেছেন : এই ছোট্র কথা বলার জন্য এতবিশাল গল্পের অবতরণ, ভালতো ভাল না, তৈ আমি কিন্তু আপনার সাথে পুরুপুরি না হলেও আংশিক ভাবে দ্বিমত যথদিন জামায়াত ইসলাম তাদের প্রচলিত সিষ্টেম চেইঞ্জ না করবে ততদিন ওরা ওদের প্রাপ্যটা পাবে কি না আমি সন্দিহান ভাইজান?
262702
০৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:০৫
মোহাম্মদ লোকমান লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
262713
০৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:১৭
চেয়ারম্যান লিখেছেন : ভালো লাগলো। আপনি কি গামাটি ??
১০
262732
০৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:০৬
বাজলবী লিখেছেন : ইন শা অাল্লাহ
১১
262783
০৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:১০
হতভাগা লিখেছেন :
১২
262862
০৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:১৪
কাহাফ লিখেছেন : শিরোনাম টা- জনতার লেজে গোবর হলে আরো মানান সই হতো।জনতাকে বোকা বানিয়ে বেশী দিন স্বার্থ আদায় করে চলা যায় না,একদিন ঠিকই জনতার হুশ ফিরে আসে।
১৩
263094
০৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:১৯
মনসুর আহামেদ লিখেছেন : জামাত ও শিবিরকে সামাজিক কাজে অংশ গ্রহন করতে হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File