জামায়াতের লেজে গোবর!!!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৭ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:৫০:১৫ বিকাল
আমার মিয়া ভাইর শ্বশুড় বাড়ি য়শোরের নপাড়া বাজারের কাছে ভাংগা গেট নামক স্থানে।
মিয়া ভাইর নানা শ্বশুড় নাকি একবার তরমুজ বিক্রি করতে নপাড়া বাজারে গেছে সেই ৯০র দশকের কথা । তখন বৃদ্ধের বয়স না হলেও তখন ৮০ বা আরো বেশি হতো।
সেই সময়কার বাজারেও ৩ গরুর গাড়ি তরমুজের বিক্রি টাকার পরিমান ২১হাজার টাকা হয়েছিল।
উনি তরমুজগুলি বিক্রি করে কাজের লোকদেরকে বললেন তোরা গাড়ি নিয়ে বাড়ি চলে যা আমি সামান্য একটু কেনা কাটা আছে সেটা সেরে আসতেছি।
নপাড়া বাজারে অনেক নামিদামি পকেটমার আছে তাদের বুদ্ধির কাছে অনেক বাটপারও হার মানতে বাদ্ধ হয়।
এরা ম্যাচের কাঠি রাখা বাক্সে মানুষের পায়খানা নিয়ে আছে। তারপর টার্গেট করে টাকা আলা লোকদের জামার পিছনে কৌশলে পায়খানা লাগাইয়া দেয় তারপর জোরে জোরে চিল্লাইয়া লোকজনকে বলতে থাকে চাচার জামায় পায়খানা লেগেছে উহ' উহ' কি গন্ধরে বাবা ।
তখন লোকজন তাকিয়ে দেখে সত্যিতো লোকটার জামাতে পায়খানা লেগেছে ! অনেকে বলে ভাই বা চাচা নদীর ঘাটে যান সেখানে ছাপ করে আসেন নইলে আপনার আশপাশে লোকজন থাকতে পারছে না ।
এমন পরিস্থিিতির স্বীকার হলেন আমার মিয়া ভাইর নানা শ্বশুড় । তারপর যেই উনি নদীর ঘাটে গিয়ে জামা খুলে পায়খানা ছাপ করে দেখে এমন ভাবে পায়খানা লাগাইয়াছে যে জামা ছেদ করে লুংগিতেও লেগেছে।
সরল মনে জামা কাপড় খুলে পাশে রেখে চিন্তু করলো গামছা পরে গোছলটা সেরে নেই।
যেই মাত্র গোছল করতে নেমেছে ওমনি পকেট মারদের এক সদস্য জামা সহ টাকা নিয়ে লাপাত্তা ।
গোছল সেরে উপরে উঠে দেখে যে ওনার জামাকাপড় কিছুই নাই সব সমেত গায়েব হয়ে গেছে।
এর কয়েক মাস পরে আবার একই ঘটনার পুনরাবৃত্তি হলে মিয়াভাইর নানা শ্বশুড় বললেন আমার গায়ে তোরা পায়খানা পেশাব যেইটা লাগাইস না কেন আমি তোদেরকে কিছুই করব না কিন্তু জেনে রাখিস তোরা দ্বিতীয় বার আমাকে আর ফাকি দিতে পারবি না । আমি বাড়ি গিয়ে জামার গু-মুত ছাপ করবো তোরা আমাকে নিয়ে চিন্তা করিস না।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যাপারে আওয়ামিলীগ ঠিক তেমন কাজ করে লোকজনকে বলতেছে এরা জংগিবাদ,ইসলামের অপব্যাখ্যাকারি, সন্ত্রাসবাদ যুদ্ধঅপরাধী ইত্যাদি বলে তারা সহ তাদের সকল মিডিয়া প্রচার করছে কিন্তু তারপরেও লোকজন এখন আর আওয়ামিলীগের কথা শুনতে চাচ্ছেনা যেটার প্রমান উপজেলা নির্বাচনের ফলাফল। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে হাজার অপপ্রচার করা সত্বেও অস্বাভাবিক সফলতা অর্জন করেছে ।
ইনশাআল্লাহ সফলতা আরো অর্জন করবে এবং বাতিলকে বাতিল হিসেবে প্রমান করবে আগামি দিনে।
আমিন
বিষয়: বিবিধ
১৩২৯ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন