আমার পঙ্কলিত হৃদয় !!

লিখেছেন লিখেছেন ঈহা ০৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:৫১:০৪ বিকাল

যে সমাজে আমি বেড়ে উঠছি তাতে একজন মানুষ নিজের মনুষ্যত্বকে বিকিয়ে দেয়ার সব উপকরণ বিদ্যমান। নগ্নতা আর অশ্লীলতাকে আধুনিকতার উপজীব্য হিসেবেই মেনে নিয়েছে আমার এই সমাজ !

হ্যা, আমি পাশ্চাত্য সমাজ-ধারার কথায় বলছি।

এখানকার কোন পরিবেশই আপনার মুসলমানিত্বতুকু টিকিয়ে রাখার ক্ষেত্রে সহায়ক নয়। শুনতে অত্যন্ত খারাপ লাগলেও এটাই বাস্তব চিত্র।

শিক্ষা প্রতিষ্ঠান বলুন আর জব প্লেস কিম্বা রাস্তাঘাট সর্বত্রই আপনাকে কঠিন ঈমানী পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। জব প্লেসের কলিগরা আপনার মুসলমানিত্বের টিকিয়ে রাখার ক্ষেত্রে প্রধান অন্তরায় যদি প্রথমদিন থেকে নিজেকে সেভাবে উপস্থাপন করতে ব্যর্থ হন। এক্ষেত্রে আপনার দ্বিমত থাকতেই পারে।

ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে, আমাদের এখানে আপনি যদি নতুন জবে জয়েন করেন তবে সেখানে আপনার মেয়ে কলিগ থাকবেই (অধিকাংশ ক্ষেত্রে), প্রথমদিন আপনাকে তারা খুব চমত্কারভাবে গ্রহণ করে নেবে, আর এটাই জব রোল।

কিন্তু কি সেই চমত্কারভাবে গ্রহনের উপকরণ?

আপনাকে হাত বাড়িয়ে দিবে কুশল বিনিময়ের জন্য তাও একজন অপরিচিতা নারী,

আপনি যদি হাত না মেলান সেক্ষেত্রে আবার কোন জামেলায় পড়েন ? সিদ্ধান্তহীনতায় দুলতে দুলতে এক সময় আপনি হাত মিলেই ফেল্লেন আর এটাই আপনার আইডেন্টিটির জন্য অনেক বড় (?) হয়ে দাড়ালো !

ফ্রি সেক্স এর এই দুনিয়ায় সেও আপনাকে তার সমগোত্রীয় ভাবতে শুরু করলো, তার লাস্যময়ীতায় একসময় হয়তো নিজেকে হারিয়ে ফেলবেন !

আর যদি প্রথম দিনেই আপনি আপনার জাত বুঝিয়ে দেন তবে সেও আপনাকে সেভাবে ট্রিট করবে। আর নিজেকেও হেফাজত করতে পারবেন।

যাইহোক, মূল কথা বলতে গিয়ে অনেক কথায় চলে আসলো।

এমন বৈরী পরিবেশে আমার মত একজন যুবক আখেরাতের ভয় ছাড়া নিজেকে কিভাবে সামলাবেন?

মাঝে মাঝে নিজের অজান্তেই ভুল করে বসি, অনুতপ্ত হৃদয়ে ভাবি এর কি কোন ক্ষমা হবে ?

হঠাত একদিন এই হাদিসটি একজন শায়খের কাছে শুনতে পাই, যা আমার পঙ্কলিত হৃদয়কে সিক্ত করেছে,

حَدَّثَنِي ابْنُ بُرَيْدَةَ ، عَنْ أَبِيهِ ، قَالَ : أَصْبَحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَعَا بِلالا ، فَقَالَ : " يَا بِلالُ بِمَ سَبَقْتَنِي إِلَى الْجَنَّةِ ؟ مَا دَخَلْتُ الْجَنَّةَ قَطُّ إِلا سَمِعْتُ خَشْخَشَتَكَ أَمَامِي

হাদিসের সারসক্ষেপ হচ্ছে, রাসুল (সHappy বললেন "হে বেলাল (রাHappy কোন জিনিসটা তোমাকে আমার পূর্বে জান্নাতে নিয়ে গেল?

، فَقَالَ بِلالٌ : يَا رَسُولَ اللَّهِ ، مَا أَذَّنْتُ قَطُّ إِلا صَلَّيْتُ رَكْعَتَيْنِ ، وَمَا أَصَابَنِي حَدَثٌ قَطُّ إِلا تَوَضَّأْتُ عِنْدَهُ ، وَرَأَيْتُ أَنَّ لِلَّهِ عَلَيَّ رَكْعَتَيْنِ فَأَرْكَعُهُمَا ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " بِهِمَا " .

বেলাল রা: বললেন "হে আল্লাহর রাসুল (সHappy আমি যখনি গুনাহ করি সাথে সাতেহ দু'রাকাত নামাজ পড়ি, অযু গেলে অযু করে ফেলি, আর যখনই ওযু করি দু'রাকাত নামজ পড়ি।"

আমরা মানুষ, ভুল আমাদের দ্বারাই হবে কিন্তু আমাদের যে সমস্যা তা হলো আমরা ক্ষমা চাইতেও কার্পন্য করি, ইতস্ততা করি।

এই হাদিসের শিক্ষা এটাই ''ভূল করলে সাথে সাথেই ক্ষমা চেয়ে নেই''

বিষয়: বিবিধ

১০২০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

263006
০৮ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৭
নূর আল আমিন লিখেছেন : একদম সত্য ভাই
০৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০৫
206734
ঈহা লিখেছেন : ধন্যবাদ ভাই Happy
263032
০৮ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৯
বাজলবী লিখেছেন : অাল্লাহ অামাদের গুনাহ ক্ষমা করে মজবুতি ঈমানের সাথে জীবন যাপন করার তাওফিক দানন করুক। অামিন। ভালো লাগলো। জাযাকাল্লাহ খাইর।
০৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০৫
206735
ঈহা লিখেছেন : আমিন Happy
263135
০৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:৪৪
কাহাফ লিখেছেন : "অনুতপ্ত ব্যক্তি নিষ্পাপ" ঈমানী বলে সকল পংকিলতা এড়িয়ে চলার তাওফিক কামনা করছি মহান আল্লাহর কাছে......
০৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:১৫
206773
ঈহা লিখেছেন : আমিন Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File