প্রশ্ন গুলার উত্তর জানলে আওয়াজ দিন।
লিখেছেন লিখেছেন ইহুদী চক্রান্ত ১৫ আগস্ট, ২০১৪, ০২:০৯:০৮ রাত
প্রশ্ন ১। রমযান মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। বাংলাদেশে যেহেতু একদিন পর রোযা হয়, এর মানে কি এই, যে, বাংলাদেশের শয়তানগুলো ছাড়া থাকে, আর সৌদি আরবের শয়তানগুলা বাঁধা থাকে??
(সৌদি আরবের শয়তানগুলা মনে হয় তখন আফসোস করে বলে, 'ইস! বাংলাদেশের গুলা কি মজাটাই না লুটতাছে!')
প্রশ্ন ২। রমযানের শেষদিনে শয়তানকে ছেড়ে দেয়া হয়, তারমানে সৌদির শয়তানগুলা ছাড়া পেয়ে পুরা দুনিয়ায় ঘুরতে থাকে, কিন্তু যেই বাংলাদেশে ঢুকতে যাবে অমনি সাইনবোর্ড দেখতে পায়,
"STOP! বিরতি চলছে"
ব্যাপারটা কি এরকম?
প্রশ্ন ৩। লাইলাতুল কদর সারা বিশ্বের জন্য এক রাতেই হয়ে থাকে, কিন্তু বাংলাদেশের জন্য বেচারা লাইলাতুল কদরকে কি আরো ২৪ ঘন্টা এক্সট্রা ডিউটি দিতে হয়??
প্রশ্ন ৪। আমরা জানি ১০ই মুহাররম কিয়ামত হবে, বাংলাদেশে যেহেতু তারিখটা একদিন পরে আসে, তারমানে কি আমরা সারা বিশ্বের কিয়ামত LIVE দেখব, এরপর সবার শেষে আমাদের দেশে কিয়ামত হবে। ব্যাপারটা কি এরকম??
প্রশ্ন৫। লাইলাতুল কদরে্র রাতে আল্লাহ যদি ৩ য় আসমানে অবস্থান করেন তাহলে যেসব দেশে দিন সেখানে আল্লাহ কোথায় থাকেন?
বিষয়: বিবিধ
১০০৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন