বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল( স)

লিখেছেন লিখেছেন আরাফাত হোসাইন ১৪ ডিসেম্বর, ২০১৬, ০৮:৩৬:২৮ সকাল



বাংলাদেশের প্রান্ত হতে

সালাম জানাই হে রাসুল,

আমার কন্ঠে কন্ঠ মিলায়

তোমার অাশিক কুল।।

তোমায় ছাড়া অন্য কারো নেতা মানিনা,

তোমার জন্যে সয়ে যাব সকল বেদনা।

সেই সে শপথ নিতে আমরা

এই মাঠে মশগুল।।

আমরা তোমায় ভালোবাসি নজির যে তার কত

রক্ত দিলাম সাগর সাগর মানিক শত শত।

তোমার পথে এগিয়ে যাব, পিছপা হবো না।

শহীদী খুন আরতো বৃথা যেতে দেবোনা।

এই এ শপথ আঁকড়ে আছি

নড়বো না এক চুল।।

বিষয়: সাহিত্য

১৯৭৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380695
১৪ ডিসেম্বর ২০১৬ দুপুর ০৩:৫৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু পরম শ্রদ্ধেয় ভাইয়া।

সুন্দর লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
380772
১৯ ডিসেম্বর ২০১৬ সকাল ১০:৩১
আরাফাত হোসাইন লিখেছেন : জাজাকাল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File