গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের সরে আসার ফল বাংলাদেশের জন্য উপকারী নয়
লিখেছেন লিখেছেন আরাফাত হোসাইন ২৫ জুন, ২০১৬, ১২:৪৪:২৮ দুপুর
গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের সরে আসার ফল বাংলাদেশের জন্য উপকারী নয় বলে মনে করছেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
তিনি বলেছেন, সামগ্রিকভাবে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য উপকারী না।
বাণিজ্যিক দিক থেকে ইতোপূর্বে বাংলাদেশসহ স্বল্পউন্নত দেশগুলোকে ইউরোপীয় ইউনিয়ন যেসব সুযোগ সুবিধা দিত তা ব্রিটেন আলাদাভাবে দেবে কি না সেটি ব্রিটেনকে স্পষ্ট করতে হবে।
তবে তিনি বলেন, আমার ধারণা, ব্রিটেন সেটা দেবে।
দ্বিতীয়ত, ব্রিটেনের ভেতর দিয়ে বাংলাদেশের যেসব পণ্য ইউরোপের অন্যান্য দেশের বাজারে যেত সেগুলোর ব্যয় বৃদ্ধি পাবে। কারণ, পরিবহন ও বীমা সংক্রান্ত নানাবিধ ব্যয় বৃদ্ধি পাবে।
তৃতীয়ত, পাউন্ডের দর পতন হয়েছে। ইউরোর দামও কিছুটা নেমে যাবে। এটা আমাদের বাণিজ্য সক্ষমতার উপর প্রভাব ফেলবে
http://www.real-timenews.com/bangla//newsdetail/detail/1/2/145818#.V27ZT1QrLhk
বিষয়: বিবিধ
১১৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন