"আমি জিপিএ ৫ পেয়েছি, আই এম জিপিএ ৫", এর আসল রহস্য

লিখেছেন লিখেছেন আরাফাত হোসাইন ৩১ মে, ২০১৬, ১২:৩৭:৪০ রাত



-নেপালের রাজধানীর নাম কি ?

-নেপচুন

-অপারেশন সার্চ লাইট কি ?

-অপারেশনের সময় যে লাইট ব্যবহার করা হয় সেটাই অপারেশন সার্চ লাইট

-পীথাগোরাস কে ?

-ওপন্যাসিক

অবাক হলেও কিছু করার নেই, উত্তরগুলো জিপিএ ৫ পাওয়া কয়েকজন মেধাবী শিক্ষার্থীর। এটা আসলেই বেদনার বিষয় যে মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়েও সহজ কিছু বিষয়ে তাদের জ্ঞান শূণ্যসম। বাবা,মা, সমাজের তো চাই জিপিএ ৫, সেটা তো পূরণ হয়েছে। এখন কি শিখল আর না শিখল তাতে কি আসে যায়।

কিন্তু একসময় তো এরকম ছিল না। তখন সবাই বাচ্চারা মানুষ হোক, অন্তত কিছু জানাশোনা থাকবে এটা চাইতো। তবে আজ কেন এ পরিস্থিতি ?

সৃজনশীলের নামে এক জগাখিচুড়ি শিক্ষাব্যবস্থা আমাদের উপর চাপানো হয়েছে, যা বেশিরভাগ শিক্ষকদের কাছে আজো অধরা। হাবিজাবি নানা পরীক্ষা তো আছেই। এ যেন নয় শিক্ষাব্যবস্থা, বরং পরীক্ষা ব্যবস্থা । নাহিদ সাহেব তো এখন নকলের নতুন পদ্ধতি চালু করেছেন। বুঝলেন না, প্রশ্নফাঁসের কথা বলছি আর কি।

বাচ্চাদের কোন দোষ নেই, সিস্টেমের জন্য তো ওরা দায়ী নয়।

বিষয়: বিবিধ

১৮৩৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370511
৩১ মে ২০১৬ রাত ০১:৪৭
রক্তলাল লিখেছেন : এসব কথা বলতে নেই। যুদ্ধাপরাধী হয়ে ফাসির সম্ভাবনা!
৩১ মে ২০১৬ সকাল ১০:১০
307441
আরাফাত হোসাইন লিখেছেন : মরিতে চাহিনা সুন্দর এ ভুবনে,মন্তব্যের জন্য ধন্যবাদ
370515
৩১ মে ২০১৬ রাত ০৪:৫৮
পললব লিখেছেন : ওরা এগুলো না পারলেও রাজনৈতিক প্রশ্ন ক্রুন দেখে ঠিক উত্তর দিবে!
৩১ মে ২০১৬ সকাল ১০:১০
307442
আরাফাত হোসাইন লিখেছেন : খাঁটি কথা
370518
৩১ মে ২০১৬ সকাল ০৭:২৫
শেখের পোলা লিখেছেন : এখনতো ঘটা করে অপ্রাপ্ত ছেলেমেয়ে দের অন্য কিছুর জ্ঞান দিয়ে জনসংখ্যা বাড়াবার আপ্রাণ চেষ্টা চলছে। ঐ সমস্ত বিষয়ে প্রশ্ন করলে জিপিয়ে ডাবল ফাইভ পাবে।
৩১ মে ২০১৬ সকাল ১০:১১
307443
আরাফাত হোসাইন লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
370522
৩১ মে ২০১৬ সকাল ১০:৩৭
মোস্তাফিজুর রহমান লিখেছেন : ছাত্ররা নিজেদের (যৌনতা) নিয়ে জানবে, অন্যকিছু জানার দরকার নেই।
৩১ মে ২০১৬ সকাল ১০:৪৫
307448
আরাফাত হোসাইন লিখেছেন : হায়,হায়
370526
৩১ মে ২০১৬ দুপুর ১২:১১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : শিক্ষা ব্যবস্থার অবনতির জ্বলন্ত প্রমাণ আর কী হতে পারে?
০১ জুন ২০১৬ সকাল ১০:২৯
307492
আরাফাত হোসাইন লিখেছেন : জ্বলন্ত প্রমাণ
370529
৩১ মে ২০১৬ দুপুর ১২:৫০
হতভাগা লিখেছেন : সব প্রশ্নের উত্তর দিয়েছে তো , তাহলে ১০০ তে ১০০ দাও ।
০১ জুন ২০১৬ দুপুর ০৩:৪৯
307507
আরাফাত হোসাইন লিখেছেন : এটাই আসল রহস্য
370568
০১ জুন ২০১৬ রাত ১২:২৮
মোহাম্মদ ওমর ফারুক লিখেছেন : সংবাদিকদের প্রশ্ন করলে ওরা পারবে তো??

তাহারা সারা বছরের পড়া পরিক্ষার আগের দিন পড়ে পরের দিন ভূলে যায়।

তাদের কে কোন প্রশ্ন নাই
০১ জুন ২০১৬ দুপুর ০৩:৪৯
307508
আরাফাত হোসাইন লিখেছেন : প্রশ্ন করে দেখা দরকার
371149
০৬ জুন ২০১৬ দুপুর ০১:৫০
গাজী সালাউদ্দিন লিখেছেন : মন্তব্যটি এই পোস্ট রিলেটেড নয়।
রমাদানের প্রস্তুতি নিয়ে চলছে ব্লগ আয়োজন। ২ জুন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ৬ পর্বের ব্লগ আয়োজনের ১ম পর্ব। অংশ নিতে পারেন আপনিও। নিজে জানুন, অন্যকে জানান। বিস্তারিত জানতে-
Click this link

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File