বালাগাল উলা বি-কামালিহি
লিখেছেন লিখেছেন আরাফাত হোসাইন ২৫ ডিসেম্বর, ২০১৫, ১০:২০:৩১ রাত
বালাগাল উলা বি-কামালিহি,
কাশাফাদ্দুজা বি-জামালিহি,
হাসুনাৎ জামিয়ু খিসালিহি,
সাল্লু আলায়হে ওয়া আলিহি।।
[ফারসি কবি শেখ সাদি (রহ.)]
সুউচ্চ শিখরে সমাসীন তিনি নিজ মহিমায়
তিমির-তমসা কাটিল তার রূপের প্রভায়,
সুন্দর আর সুন্দর তার স্বভাব চরিত্র তামাম
জানাও তাঁর ও তাঁর বংশের ‘পরে দরূদ-সালাম।
[অনুবাদ: ড. মুহাম্মদ ঈসা শাহেদী]
কুল মখলুক গাহে হযরত
বালাগাল উলা বেকামালিহী।
অাঁধার ধরায় এলে আফতাব
কাশাফাদ দুজা বেজমালিহী
রৌশনীতে আজো ধরা মশগুল
তাইতো ওফাতে করি না কবুল,
হাসনাতে আজো উজালা জাহান
হাসুনাত জমিউ খেসালিহী
নাস্তিরে করি’ নিতি নাজেহাল
জাগে তাওহীদ দ্বীন-ই কামাল
খুশবুতে খুশী দুনিয়া বেহেশত
সাল্লু আলাইহি ওয়া আলিহী
[অনুবাদ ও নব সৃষ্টি কাজী নজরুল ইসলাম]
বিষয়: সাহিত্য
২০৮২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন