আমি বাংলাদেশ বলছি
লিখেছেন লিখেছেন আরাফাত হোসাইন ০১ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:০৯:১৯ সকাল
কি করবে তুমি, কিবা তোমার সাধ্য ?
ভাল কিছু! হাসতে করোনা বাধ্য ।
হত্যা,দুর্ণিতী,স্বজন-প্রীতি? সে তো পুরনো রীতি ।
উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত চোরেরখনি?
ওসব তোমার মধ্যমণি ।
তোমার নিষ্পাপ(!)ছাত্রদের সন্ত্রাস কাহিনী ?
পুরনো আদলে নতুন রক্ষীবাহিনী ।
তোমার দলীয়করণ-স্বৈরতন্ত্র? ওসব তো বাকশালের মন্ত্র
তোমার ধর্মবার্ণিজ্য, আমার মধ্যবিত্তকে হাঁসফাঁস করা ?
নতুন নয়, পুরনো দুর্ভিক্ষকে স্মরণ করা ।
কিন্তু, তোমার তো দিন বদলানোর কথা ?
ওহ হো, ভুলেই তো গেছি,
তোমার দাদাদের সুরার আসর
আমার ফেলানীর রক্তে জমজমাট হয়,
আমার পদ্মা,তিতাস,তিস্তা শুকিয়ে খাল হয়
তোমার দিন বদলে,
আমার দেয়ালে পিঠ ঠেকে যাওয়া প্রতিবাদী সন্তানেরা
আকাশের তারা হয়ে যায় তোমার আঘাতে,
তোমার প্রহস্য বিচার,গুম,নগ্ন দলীয়করণ
এসবইতো তোমার দিনবদল, থাকবে আমার স্মরণ ।
তোকে বলছি ,হ্যাঁ,হ্যাঁ তোকে,
কান পেতে শুনে রাখ
আমার সন্তানেরা বদলা নিতে জানে,
মরতে জানে,হারতে জানে না ।
আবু লাহাব ধ্বংস হয়েছে,হিটলার মরেছে,
ক্লাইভের খঞ্জর ভেঙ্গেছে,ইয়াহিয়া ভূত হয়েছে
তোর মত লক্ষণ সেনের পতন তো
আমার ইখতিয়ার উদ্দীন বখতিয়ার খলজীদের
হাতে লিখে রেখেছেন ওপরওয়ালা ।
বিষয়: সাহিত্য
১০১৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব সুন্দর লিখেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন