একজন কিংবদন্তীর বিদায় এবং কিছু কথা
লিখেছেন লিখেছেন আরাফাত হোসাইন ২৫ অক্টোবর, ২০১৪, ০৩:৫১:২৩ দুপুর
আকাশে বাতাসে চাপাকান্না,সত্য পথের পথিকের অঝোরে কান্না,বিশ্বাসীর হৃদয়ের বোবাকান্না কোন কিছু তাকে আটকাতে পারে নি।কেননা তিনি তো কাঙ্খিত মন্জিলে রওনা দিয়েছেন,মহান প্রভু তাকে বরণ করে নিবেন। ইসলামী আন্দোলনের নিবেদিত কর্মী অধ্যাপক গোলাম আযমকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে দাখিল করে নিক।লক্ষ লক্ষ ইসলাম প্রিয় মানুষ তার জানাযায় হাজির হয়ে প্রমাণ করেছে তাদের অন্তর এই মহান মানুষটির প্রতি ভালবাসায় অবনত,জালিমের মিথ্যা বিচারকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।ইচ্ছে করলে তারা জানাযার নামাযের সুযোগে জালিমরাজের বিরুদ্ধে বায়তুল মোকাররমে আন্দোলন শুরু করতে পারত কিন্তু কথা রেখেছে,তাদের বিশ্বাসের প্রমাণ দিয়েছে।ইসলামের সুমহান শিক্ষা তারা তুলে ধরেছে।অধ্যাপক সাহেবও শেষ অসিয়তে নিজেকে জামায়াতের রুকন পরিচয় দিয়েছেন।আমিরের পরিচয় তুলে ধরন নি। এটা তার বিনয়।মৃত্যর আগেও কর্মীদের জন্য বিনয়ের শিক্ষা রেখে গেছেন।শেষ করব আল ইমরানের ১৭ নং আয়াত দিয়ে, "তারা সবরকারী,সত্যবাদী,বিনয়ী,আল্লাহর পথে ব্যয়কারী,শেষ রাতে ক্ষমা প্রর্থনাকারী।"
বিষয়: বিবিধ
১০৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন