গুমঘর
লিখেছেন লিখেছেন আরাফাত হোসাইন ০৯ সেপ্টেম্বর, ২০১৪, ০২:২৭:০৩ দুপুর
"আমরা তো ভাগ্যবান যে বাবার লাশটা অন্তত পেয়েছি,অন্যরা তো শেষ দেখাও দেখে নি"চোখ ছলছল কণ্ঠে মেয়েটি বলল।৪৩ বছর আগে একটা দেশ স্বাধীন হয়েছে অথচ সে দেশে আজোও লাশ পাওয়ার স্বাধীনতা প্রতিষ্ঠিত হয় নি,বেচেঁ থাকার স্বাধীনতা তো দূর অস্ত।বাবা,ভাই,স্বামী,সন্তান হারানো হতভাগ্য মানুষগুলো আজো রাতজাগে প্রিয় মানুষটির অপেক্ষায়,দরজায় কড়া নড়ার শব্দে ভাবে হারানো মানুষটি এলো বলে।কি নিষ্ঠুর অপেক্ষা!দিত্বীয় বিশ্বযুদ্ধের সময় হতে নাৎসি বাহিনী কতৃক গুম কাহিনী শুরু।এরপর কতশত স্বৈরাচার মসনদ ঠিক রাখতে এই কাহিনী চালিয়ে গেছে,সব মরে ভূত হয়েছে,তোমার ভূতচ্ছবি দেখার অপেক্ষায় হে ডাইনী। রাষ্ট্র তার নাগরিকদের বেঁচে থাকার নিশ্চয়তা কেড়ে নেয়,ভোটের অধিকার চুরি করে,কথা বলার অধিকার হরণ করে সে রাষ্ট্রকে গণতাণ্ত্রিক বলা যায় কিনা ভেবে দেখা দরকার।
বিষয়: বিবিধ
১১৬৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন