কবরের ডাক
লিখেছেন লিখেছেন মাহফুজ আহমেদ ২৯ আগস্ট, ২০১৪, ১০:৫৭:৪৪ সকাল
কবরের ডাক
অন্ধ ঘরের বন্ধ দুয়ার
চিপা নিচা মাটির ঘর,
সেইতো আমার আসল বাড়ি
কিন্তু আমি বেখবর।
ফরাশ মাটির বালিশ মাটির
মাটি ই হবে আপন পর,
সদা ডাকে মাটি মোরে
আসতে হবে মোর উদরে
বাধছো কেন দালান ঘর,
পুত্র-মিত্র বধূর ভার,
বয়ে যাচ্ছে জগত সংসার
কবর ঘরের করছো কি জোগার?
ঠমক ধরে ধমক মারে
নাফরমানি করিসনারে,
আকরে ধরে ভূবনটারে,
ভূলিসনারে আল্লাহরে,
মরন আসছে সদা তেরে।
পালাবি তুই কোন পাহাড়ে?
আপন স্বজন সবার রোদন
শুনবেনারে নিষ্ঠুর মরণ।
ঁহেড়ে যাবো সকল বাধন
হায়রে পাষাণ ভূবন,
বরই পাতার গরম পানি
পাক করবে বদন খানি।
পরাই দিবে সাদা কাফন
শোক সাগরে ভাসবে স্বজন।
ঁার তাকবীরে নামায পড়ে
সপে দিবে ঐ কবরে
জন্ম ক্ষনের দুঃখ রোদন
ভুলিসনারে মন।
সংগৃহীত
বিষয়: বিবিধ
১৪৭৯ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহু খাইরান।
মন্তব্য করতে লগইন করুন