¤রাসূল (সাঃ)-এর দৈহিক শক্তি¤

লিখেছেন লিখেছেন মাহফুজ আহমেদ ২৭ আগস্ট, ২০১৪, ০৪:০৬:৪১ বিকাল

আল্লাহ তায়ালা স্বীয় মর্যাদাবান বান্দা নবী করীম(সঃ)-কে প্রচুর দৈহিক শক্তি দ্বারা ভূষিত করেছিলেন।রাসূল(সাঃ)-এর শক্তি,বাহুর শক্তি এবং মজবুতি এতই ছিল যে,বিশ্ববিখ্যাত পাহলোয়ান তার সামনে দাঁড়াতেও পারতনা।

রুকানা আরবের একজন বিখ্যাত পাহলোয়ান ছিলেন,যার দৈহিক শক্তির বিশাল সুখ্যতি ছিল।প্রসিদ্ধ ছিল যে,তিনি একশত লোকের মোকাবেলা করে পরাজিত করে দিতেন।এ ব্যাপারে সুনানে তিরমিযিতে রয়েছে-

" একদিন নবী করীম(সাঃ) আরবের কোন পাহাড়ি এলাকায়(মক্কার কোন ঘাটি) চলতে চলতে রুকানার সঙ্গে সাক্ষাত হয়ে গেল,বিশ্বনেতা(সাঃ)-এর এ অভ্যাস ছিল যে,যে ব্যক্তি ই তাঁর সাথে সাক্ষাত করতেন হুজুর(সাঃ)তাকে ইসলাম গ্রহণ করার দাওয়াত অবশ্যই দিতেন। "

যেহেতু হুজুর(সাঃ)রুকানাকেও দাওয়াত দিলেন যে,তোমরা মূর্তি পূজা ত্যাগ করে তাওবা করে নাও এবং অংশহীন মহান আল্লাহর ওপর ঈমান আন।

রুকানা বলল,আমি একশর্তের ওপর এ দাওয়াত কবুল করতে পারি তা হলো,এই যে।যদি আপনি আমাকে পরাজিত করতে পারেন তাহলে আমি ঈমান আনবো।নবী করীম(সাঃ) এ শর্তে রাজি হলেন এবং এরশাদ করেনঃরুকানা!যদি তুমি এ শর্তের ওপর ঈমান আনার ওয়াদা কর তাহলে আমি এ শর্ত পূরণ করতে তৈরি আছি।

সাথে সাথে রুকানা নেংটি পরে ময়দানে এসে দাঁড়াল।রাসূল(সাঃ)ও তাশরীফ নিলেন।রাসূল(সঃ)বাহু ধরলেন এবং একঝটকায় তাকে চিৎ করে ফেলে দিলেন।সে হয়রান এবং পেরেশান হয়ে গেল,কিন্তু পূনরায় ওঠল এবং বলতে থাকলঃ

আমি প্রস্তুত ছিলামনা।অসাবধানতার মধ্যে আপনি আমাকে পরাজিত করেছেন।আপনি আমাকে আরেকবার পরাজিত করতে পারলে আমি ঈমান আনবো।রাসূল(সাঃ)তার এ চ্যালেঞ্জ গ্রহণ করলেন।রাসূল(সাঃ)প্রস্তুতি নিলেন,তার বাহু ধরে ফেললেন এবং জমিনের ওপর ফেলে দিলেন।তার এব্যাপারে সামান্যতম ধারণা ছিলনা যে তাকে ফেলে দেয়া যাবে।লজ্জিত অবস্থায় আবার ওঠলেন এবং তৃতীয়বারের মতো আবার কুচ্তির দাওয়াত দিলেন।রাসূল(সাঃ) তাকে এবার এমনভাবে ঝটকা দিলেন যে,চোখের পলকে জমিনে ফেলে দিলেন।সে এবার আর অস্বীকার করতে পারলনা,তিনি উচ্চস্বরে কালিমা শাহাদাত পড়েন এবং ঘোষণা করেন যে,এটা কোন দৈহিক শক্তি নয়,রাসূলুল্লাহ(সঃ)আমাকে রুহানী শক্তি দ্বারা তিনবার পরাজিত করেছেন।আমি একথা স্বীকার করে নিলাম যে,আপনি আল্লাহ তায়ালার রাসূল.…সোবহানআল্লাহ।

বিষয়: বিবিধ

১২৯০ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

258805
২৭ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১৫
আফরা লিখেছেন : সোবহানআল্লাহ ! ধন্যবাদ
২৭ আগস্ট ২০১৪ রাত ১০:৫৮
202747
মাহফুজ আহমেদ লিখেছেন : ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।
258816
২৭ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩৪
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : জানানোর জন্য জাঝাক আল্লাহ তবে ব্লগার হিসেবে বলব সবসময় চেষ্টা করবেন সূত্র উল্লেখ করার যেন, আপনার প্রদত্ত তথ্য "সত্য না মিথ্যা?" তা নিয়ে যেন মানুষ প্রশ্ন না তুলে।
২৭ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪৪
202512
সাদাচোখে লিখেছেন : সুবহানাল্লাহ, আমি ও ঘুম ভাঙাতে চাই ভাইয়ের সাথে সহমত পোষন করছি।
২৭ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪৫
202514
মাহফুজ আহমেদ লিখেছেন : ধান্যবাদ আপনাকে পরামর্শের জন্য।
258821
২৭ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪২
মামুন লিখেছেন : সুবহানাল্লাহ!! ঘটনাটি আগেও শুনেছি। কিন্তু আপনার কাছ থেকে শুনে আরো ভালো লাগলো। কিছুটা শিহরিত হলো দেহমন। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সর্ব গুণে গুণান্বিত একজন আদর্শ মানব ছিলেন। ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইলো। Rose Good Luck
২৭ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫৪
202517
মাহফুজ আহমেদ লিখেছেন : ভালো লাগার জন্য ধন্যবাদ ভাই।
258862
২৭ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫০
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো লিখাটি ভাইয়া। জাজাকাললাহ।
২৭ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫৭
202519
মাহফুজ আহমেদ লিখেছেন : ভালো লাগার জন্য ধন্যবাদ
258934
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:৩৫
আজিম বিন মামুন লিখেছেন : সর্বোত্তম বিষয়ে লেখার জন্য শুকরিয়া।
খুবই প্রয়োজন এমন লেখার।আরও লিখবেন।
২৭ আগস্ট ২০১৪ রাত ১০:৫১
202742
মাহফুজ আহমেদ লিখেছেন : ধন্যবাদ উৎসাহমুলক মন্তব্য করার জন্য।
258992
২৭ আগস্ট ২০১৪ রাত ১১:০৭

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7238

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> রায়হান রহমান লিখেছেন : রসুলের 30 Horse Power যৌনশক্তির সারিবাদি সালশা নিয়ে কিছু বলেন।
২৮ আগস্ট ২০১৪ সকাল ০৬:২৭
202785
মাহফুজ আহমেদ লিখেছেন : আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক(যদি হেদায়েত আপনার কপালে থাকে)

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File