¤ নামাজ সম্পর্কে কতিপয় দার্শনিকের মতামত ¤

লিখেছেন লিখেছেন মাহফুজ আহমেদ ১৯ আগস্ট, ২০১৪, ১২:০৬:৪৯ দুপুর

নামাজ হল শ্রেষ্ঠ ইবাদত।মুসলিম ও কাফিরদের মধ্যে পার্থক্য হলো নামাজ।মুসলমানরা নামাজ পড়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য।নামাজ আমাদেরকে যাবতীয় পাপ থেকে রক্ষা করে এবং আধ্যাত্মীকতার উচ্চ শিখরে আরোহণ করায়।তবে নামাজ হতে হবে পরিপূর্ণ।অর্থাৎ রাসুল(সাঃ)-এর সুন্নত অনুযায়ী।নামাজ সম্পর্কে কতিপয় দার্শনিকের মতামত এখানে তুলে ধরা হলোঃ

ইউরোপীয় দার্শনিক রিভরান লীভান নামাজের ফযিলতের ব্যাপারে বিশ্লেষন করতে গিয়ে বলেনঃ¤ আমি কয়েকবার খ্রীস্টান ও ইহুদিদের উপাসনার সাথে মুসলমানদের নামাজের তুলনা করেছি।অবশেষে প্রমাণীত হয়েছে যে,ইসলামী নামাজ উত্তম।আমি উপলব্ধি করেছি যে,ইসলামী নামাজ কয়েক নামাজের সমষ্টি।এর মধ্যে আল্লাহর প্রশংসা,পবিত্রতা ও গুণকীর্তন ছাড়া ও এক স্বর্গীয় আকাঙ্ক্ষা ও রয়েছে।ইসলামী নামাজে আরো একটি বৈশিষ্ট্য রয়েছে তা হলো এই যে,এর মধ্যে কুরআন তিলাওয়াত,রুকু,সেজদা এবং তাশাহুদ রয়েছে তার মধ্যে কাকুতি মিনতি এবং আশ্চর্য ধরনের আধ্যাত্মিক শক্ষির ওপর কান্নাকাটিও রয়েছে। আমি বেশীরভাগ জুমুআর দিন আলেক্সান্দ্রার জামে মসজিদে শুধু ইসলামী নামাজের অবস্থা দেখার জন্য যেতাম।আমি যখন খতীবের জোশে ভরা বক্তৃতা,কাতারগুলোর ধারা,রুকু,সেজদার গুরুত্ব এর ওপর চিন্তা করি তখন আমার অন্তরের ওপর আশ্চর্য প্রভাব পড়ে যা বর্ণনা করা সম্ভব নয়।আমি বুঝতে পেরে ছিলাম যে,ইসলাম আমাকে আহবান করছে এবং তার ইবাদতের পূর্ণ পদ্ধতি আমার আত্মার ওপর প্রভাব বিস্তার করছে..….…চলমান

বিষয়: বিবিধ

১৭৯২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

255833
১৯ আগস্ট ২০১৪ দুপুর ১২:১৯
কাহাফ লিখেছেন : নামাজের শারিরীকও অনেক উপকার রয়েছে।
১৯ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪১
199505
হতভাগা লিখেছেন : নামাজ কোন এক্সারসাইজ নয় । এটা একটা ইবাদত এবং তা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই । অচেতন না হওয়া ছাড়া নামাজ পড়তেই হবে , এমন কি কোন রুগী যদি শয্যায় সচেতন অবস্থাতেও থাকে ।

কারণ নামাজের কোন কাজা নেই ।
255837
১৯ আগস্ট ২০১৪ দুপুর ১২:৩০
মাহফুজ আহমেদ লিখেছেন : ধন্যবাদ মন্তব্য করার জন্য
255848
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০১:০৮
মামুন লিখেছেন : ভালো লাগলো। অনেক ধন্যবাদ, আপনাকে।
255877
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩৪
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : পোষ্টকৃত বিষয়টি সবার জন্যই গুরুত্বপূর্ণ। খেয়াল রাখতে হবে চারিদিকে।
255915
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৪
ইবনে আহমাদ লিখেছেন : আমার মনে হয় আপনার পড়া আছে বইটি। বসনিয়ার সাবেক প্রেসিডেন্ট আলীর লেখা 'প্রাচ্য ও প্রাচ্যত্য ইসলাম'। বইটির শেষ অধ্যায়ে সালাতের বিষয়ে চমৎকার লেখা হয়েছে। আপনার আগামী পর্বের জন্য সাহায্য হবে।
আপনার মত মানুষ সালাত নিয়ে লিখছেন। আমাদের সকলের জন্য উপকার হবে প্রত্যাশা করি।
255946
১৯ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৫০
আজিম বিন মামুন লিখেছেন : অসাধারন ধন্যবাদ দিলাম,অসাধারন লেখার জন্য।
255956
১৯ আগস্ট ২০১৪ বিকাল ০৫:১৮
সন্ধাতারা লিখেছেন : It is a unique post. Jajakallahu khair.
256014
১৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
মাহফুজ আহমেদ লিখেছেন : ধন্যবাদ সবাইকে
256076
১৯ আগস্ট ২০১৪ রাত ১০:১২
বুড়া মিয়া লিখেছেন : খুব সুন্দর বিষয়ের আলোচনা শুরু করেছেন, ধন্যাদ আপনার প্রচেষ্টার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File