" বর্তমান মুসলিম উম্মাহর দূরাবস্থা" কিন্তু কেন?-২

লিখেছেন লিখেছেন মাহফুজ আহমেদ ১৪ আগস্ট, ২০১৪, ১২:৪৯:৫৯ দুপুর

৬৭ লক্ষের ও অধিক প্রশিক্ষিত মুসলিম সেনাবাহিনী থাকা সত্বে ও মুসলমানরা সারা বিশ্বে অমুসলিমদের হাতে নির্যাতিত হচ্ছে।মুসলিমদের তেল,গ্যাস,খনিজ সম্পদ কাফিররা লুটে নিচ্ছ।সন্ত্রাস দমনের নামে তারা একের পর এক মুসলিম রাষ্ট্রে হামলা করে যাচ্ছে।অসুস্থ মিডিয়া গুলো তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে।আমরা সবই জানি,সবকিছু বুঝি।কিন্তু তারপর ও আমরা কিছু করতে পারিনা।সারা দুনিয়ার কাফিররা মুসলিম নিধনে এক জোট।আমরা হারিয়ে ফেলেছি আমাদের গৌরবময় ঐতিহ্যকে।মুসলমানরা আজ বিভিন্ন দলে বিভক্ত।আমরা আজ নিজেদের মধে মারামারি নিয়ে ব্যস্ত।আমরা আছি ফতোয়া দেয়া নিয়ে ব্যাস্ত!কে ওয়াহাবী কে সুন্নী,দাড়ানোর দল না বসার দল।অমুক পথভ্রষ্ট তমুক ইয়াহূদি খ্রীষ্টানের দালাল।কথায় আছে দুই বি এ পাশ এক খাটে ঘুমাতে পারে কিন্তু দুই হুজুর একখাটে ঘুমাতে পারেনা।কারন তারা বিভিন্ন মাস,আলা নিয়ে নাকি ঝগড়া লেগে যায়।ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমার এলাকার এক মাদ্রাসা থেকে বিশাল এক মিছিল বের হল এই শ্লোগান নিয়ে " মিলাদুন্নবীর শত্রুরা হুশিয়ার সাবধান " ইত্যাদি আর আক্রমনাত্মক শ্লোগান।অথচ তখন হযরত মুহাম্মদ(সাঃ) কে নিয়ে ব্যাঙ্গার্থক ছবি বানানো হল,ব্যাঙ্গার্থক কার্টুন প্রকাশিত হল।তখন নবী প্রেমিকদের কোন প্রতিবাদী মিছিল বের করতে দেখা গেলনা।পীর মুরীদের নিয়মিত চর্চা আছে নেই শুধু তাওহীদের চর্চা। আমরা মুসলমানরা আজ ঈমানের শক্তিতে বলীয়ান নই।যার ফলে কাফিররা ক্ষুধার্ত নেকড়ের মতো মুসলিমদের উপর ঝাপিয়ে পড়ছে..……চলবে।

বিষয়: বিবিধ

৯০০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

254200
১৪ আগস্ট ২০১৪ দুপুর ০১:১৬
কাহাফ লিখেছেন : ঈমানের তেজ কমে বলে মুসলিমের এ অবস্হা আজ..................
254220
১৪ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১৮
সন্ধাতারা লিখেছেন : Good analysis!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File