তাওবা বা প্রত্যাবর্তন!

লিখেছেন লিখেছেন মাহফুজ আহমেদ ১২ আগস্ট, ২০১৪, ১২:১৬:৩৬ রাত

মুখে মুখে শুধু তাওবা বললে ই তাওবা হয় না।যাবতীয় গুনাহর জন্য অনুতপ্ত হয়ে খালিস নিয়্তে,আর কখন ও গুনা না করার অঙ্গিকার করে আন্তরিক ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাওয়ার নাম তাওবা।আমাদের সমাজে প্রায় ই দেখা যায়,কোন ব্যাক্তির মুমূর্ষূ অবস্তায় একজন হুজুরকে এনে মুখে মুখে তাওবা করান।এটা তো আন্তরিক তাওবা নয়!!মরণের কোন গ্যারান্টি নাই।প্রতিটি মুহূর্তে আল্লাহর দরবারে তাওবা অবস্থায় থাকতে হবে।হজরত মুহাম্মাদ(সঃ)দিনে একশত বার তাওবা করতেন।অথচ নবী(সঃ) এর জীবনে কোন গুনাহ ছিলনা। সূরা তাহরীমঃ ৮ নং আয়াতে আল্লাহ বলেন " তোমরা তাওবা কর আল্লাহর কাছে আন্তরিক তাওবা " ।

--একদিন হযরত ওমর(রাঃ)মদীনার এক গলিপথ দিয়ে যাচ্ছিলেন।এমন সময় তিনি এক যুবকএ দেখতে পেলেন যে তার পরিধেয় বস্ত্রের নিচে একটি বোতল লুকিয়ে রেখেছিল।হযরত ওমর(রাঃ)তাকে জিজ্ঞেস করলেন, " হে যুবক!বস্ত্রাভ্যন্তরে কি লুকিয়ে রেখেছ" ? ষেটি মদের বোতল থাকায় সে হযরত ওমর(রাঃ)-এর জিজ্ঞাসার উত্তর প্রদাণে লজ্জা ও অপমানবোধ করছিল।তখন সে মনে মনে আল্লাহর দরবারে অনুশোচনায় ভারাক্রান্ত হ্যে দুয়া করল, " হে আল্লাহ!আমাকে হযরত ওমর(রাঃ)-এর সামনে লজ্জিত-অপমানিত করোনা,তাঁর নিকট আমার দোষ-অপরাধ গোপন করে রাখ,আমি তাওবা করছি এবং প্রতিজ্ঞা করছি,জীবনে আর কখন ও মদ পান করবনা। " অতঃ পর যুবক হযরত ওমর(রাঃ)-এর জিজ্ঞাসার উত্তরে বলল, " হে আমীরুল মুমেনীন! আমার কাছে রক্ষিত বোতলটি সিরকার।" হযরত ওমর(রাঃ) বোতলটি দেখাতে বললেন।আমীরুল মুমেনীনের অভিপ্রায় অনুযায়ী যুবক বোতলটি যখন তাঁর সম্মুখে পেশ করল তখন তিনি দেখলেন,বোতলটিতে সত্যি সিরকা রয়েছে।--প্রিয় পাঠক!এখানে ভেবে দেখার বিষয় হচ্ছে,একজন মানুষের সামনে লজ্জা অপমানের ভয়ে আল্লাহর দরবারে তাওবা করেছে।তথাপি আল্লাহ তা,আলা তার তাওবা অনুতাপ কবুল করে মদ্যকে সিরকা বানিয়ে দিয়েছেন।আসলে এ ক্ষেত্রে সে আন্তরিক এখলাস নিষ্টার সাথে সত্যিকার তাওবা ই করেছিল,ফলে সে আল্লাহর অনুগ্রহ লাভে ধন্য হয়েছে।ঠিক এভাবেই গুনাগার কোন বান্দা নিষ্টা ও এখলাসের সাথে একান্তভাবে আল্লাহর দরবারে তাওবা করলে এবং অতীত কৃতকর্মের জন্য অনুতাপ অনুশোচনা করলে অবশ্যি তিনি তা কবুল কবুল করে নিবেন এবং পাপাচারের মদকে পূণ্য ও সৎকর্মের সিরকায় পরিণত করে দিবেন।হে আল্লাহ আমাদের সবাইকে তুমি সহীহ ও খালিস নিয়তে তাওবা করার তাওফিক দান কর।.

বিষয়: বিবিধ

১১৩২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

253448
১২ আগস্ট ২০১৪ রাত ০২:৩২
সন্ধাতারা লিখেছেন : Amin in your dua.
253477
১২ আগস্ট ২০১৪ সকাল ০৬:৪১
আজিম বিন মামুন লিখেছেন : অনেক ধন্যবাদ,শিক্ষামূলক পোষ্ট পড়ার সুযোগ করে দেওয়ার জন্য।
253481
১২ আগস্ট ২০১৪ সকাল ০৭:০৮
মাহফুজ আহমেদ লিখেছেন : ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File