ঈমান বিল গাইব এবং ঈমান বিশ শাহাদাহ
লিখেছেন লিখেছেন নেনাভাই ০৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:২৬:৪০ সকাল
সাধারণ ঈমানদারদের দুনিয়ার জীবনে যে দায়িত্ব পালন করতে হবে সে জন্য নিছক ঈমান বিল গায়েবই (না দেখে মেনে নেয়া) যথেষ্ট৷ কিন্তু নবীদের ওপর আল্লাহ যে, দায়িত্ব অর্পন করেছিলেন এবং যে নির্জলা সত্যগুলোর প্রতি দুনিয়াবাসীকে দাওয়াত দেয়ার জন্য তাঁর আদিষ্ট হয়েছিলেন সেগুলোকে স্বচক্ষে প্রত্যক্ষ করা তাঁদের জন্য অপরিহার্য ছিল৷ মানুষের সামনে সর্বশক্তি দিয়ে তাঁদের একথা বলার প্রয়োজন ছিল যে, তোমরা তো নিছক আন্দাজ অনুমান করে বলছো কিন্তু আমরা নিজেদের চর্মচক্ষে দেখা বিষয় তোমাদের বলছি৷ তোমাদের কাছে আন্দাজ, অনুমান, ধারণা,কল্পনা, কিন্তু আমাদের কাছে রয়েছে, দৃঢ় বিশ্বাসের জ্ঞানভাণ্ডার৷ তোমরা অন্ধ আর আমরা চক্ষুষ্মান৷ তাই নবীদের সামনে ফেরেশতারা আসতেন প্রকাশ্যে৷ তাঁদরকে পৃথিবী ও আকাশের ব্যবস্থাপনা দেখানো হয়েছে৷ জান্নাত ও জাহান্নাম তাদেরকে চাক্ষুষ প্রত্যক্ষ করানো হয়েছে৷ মৃত্যর পরের জীবনের প্রদর্শণী করে তাঁদেরকে দেখানো হয়েছে৷ নবীগণ নবুওয়াতের গুরুদায়িত্ব লাভ করার অনেক আগেই ঈমান বিল গায়েবের পর্যায় অতিক্রম করে থাকেন৷ নবী হবার পর তাঁদেরকে দান করা হয় ঈমান বিশ্ শাহাদাতের (চাক্ষুষ জ্ঞানলব্ধ বিশ্বাস) নিয়ামত৷ এ নিয়ামত একমাত্র নবীদের জন্য নির্দিষ্ট৷
বিষয়: বিবিধ
১৫৩২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন