গণতন্ত্রের ঘুড়ি

লিখেছেন লিখেছেন Shopnil Shishir_MD Shariful Hasan ২০ আগস্ট, ২০১৪, ০৫:৫২:১১ বিকাল

গণতন্ত্রের ঘুড়ি চলে উড়ি উড়ি

আকাশের অসীম বলয় জুড়ি

নাটাই হাতে নিয়ে বসে আছে পাগলা কানাই ।

একটু একটু সুতা ছাড়ে

ঘুড়ি ওড়ে চুপিসারে

দেশ থেকে মহাদেশে

কানাইয়ের পছন্দমাফিক স্থানে এই ঘুড়ি থামে ।

তখন আকাশে সূর্য ওঠে অথবা চাঁদ

বিকিরণ করে মৃদু তাপ মধ্যযামে

বাংলার মাটিতে ঘুড়ি কভু নাহি নামে ।

ইউরোপে আছে গণতন্ত্র

আমাদের দেশে তন্ত্রমন্ত্র

পাশের দেশ মিয়ানমার

সেখানে গণতন্ত্র শুয়েছিল চৌকিতে

মিলিটারির গুতায় চৌকি ভেঙে মিসমার ।

শ্রীলংকায় গণতন্ত্রের শ্রীবৃদ্ধি হচ্ছিলো

সিংঘলী ভাইদের হাতে

বাদ সাধে তামিলেরা লিপ্ত হয় কঠিন সংঘাতে ।

এখন সেখানে কবরের শান্তি

গণতন্ত্রের এক বোতল সিরাপ খায় তারা প্রত্যহ প্রভাতে ।

ভারতে গণতন্ত্রের পতাকা উড়ছে দিনরাত

আলোকিত করে রাখে সারাদেশ

মুছে গেছে সব জাতপাত ।

কিছুদিন পর পর তারা ভোট দিতে পারে

হোক সেটা মাদ্রাজ বা কোলকাতা অথবা বিহারে ।

ভারতের শাসকেরা গণতন্ত্রের চাষি

মুখে বলে গণতন্ত্র খুব ভালোবাসি ।

যতদিন পারি সেবা করি তারপর চলে যাবো কাশী ।

কিন্তু তারা প্রতিবেশী দেশের জন্য চায় প্রশ্নহীন আনুগত্য

জনগণ গণতন্ত্র দুই বেলা খাবে ঔষধ হিসাবে

এবং গণতন্ত্রই সেখানে একমাত্র পথ্য ।

বিষয়: রাজনীতি

১২৬১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

256400
২০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
মামুন লিখেছেন : বাহ! ভালোই লিখেছেন! ধন্যবাদ আপনাকে। Happy
২০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
200044
Shopnil Shishir_MD Shariful Hasan লিখেছেন : ধন্যবাদ Happy
256418
২০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
আহ জীবন লিখেছেন : দারুন লিখছেন ভাই দারুন।
২০ আগস্ট ২০১৪ রাত ১১:০৭
200095
Shopnil Shishir_MD Shariful Hasan লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File