বাবা ও বৃদ্ধাশ্রম

লিখেছেন লিখেছেন Shopnil Shishir_MD Shariful Hasan ১৮ আগস্ট, ২০১৪, ০৮:৫৯:৫৮ রাত



আজ বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এলাম।

মনটা একটু খারাপ লাগছে বটে! কিন্তু ভালোও লাগছে এই ভেবে যে একটা কাজ ভালোভাবে শেষ করতে পারলাম। বাবার প্রতি দায়িত্বও শেষ হলো।

সংসারটা এবার নতুন করে গুছিয়ে নেব। বাবার ঘরটা গেস্টরুম বানাতে হবে।

বাসায় একটা গেস্টরুম ছিল না বলে লুনার কত অভিযোগ—বাসায় গেস্ট এলেওর নাকি মানসম্মান চলে যায়। ঠিকই তো বলেছে, গেস্টরুম একটা প্রয়োজন বৈকি!বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর বুদ্ধ...িটাও তার।আমারও যে মত ছিল না, তা নয়।

বাবারও বোধ হয় এটাই ইচ্ছা ছিল। কারণ, তিনি আমাদের মতামতের কোনো বিরোধিতা করেননি।

তা ছাড়া মার মৃত্যুর পর বাবা খুবই নিঃসঙ্গ ছিলেন।

আমি ও লুনা—দুজনই চাকরিজীবী, অফিসে যাই।

বাবাকে কে সময় দেবে? ওখানে গিয়ে বাবা নিশ্চয়ই ভালো থাকবেন।

সমবয়সী অনেককে পাবেন সঙ্গী হিসেবে। নাহ্, কাজটা ভালোই করেছি।

আমার সব স্বপ্ন আমার পরিবারকে ঘিরে। লুনাকে ভালোবেসে বিয়ে করেছি।

আমাদের দুজনের সংসারে অনাবিল আনন্দ বয়ে এনেছে আমাদের সোনার টুকরো ছেলে।

তাকে পেয়ে আমার জীবনটা সত্যিই অন্য রকম হয়ে গেল।

আমার সব মনোযোগ এখন স্ত্রী-পুত্রের দিকে। বাবা-মাকে দেখার সময় কই...?

যেদিন বাবা মারা গেলেন, সেদিন একটু অপরাধবোধ মনে জেগেছিল।

মনে হয়েছিল, আমার অবহেলার জন্যই কি বাবা চলে গেলেন...?

বাবা স্ট্রোক করেছিলেন।হয়তো ভেতরে ভেতরে আরও অসুখ দানা বেঁধেছিল,

কিন্তু মুখ ফুটে কখনো কাউকে কিছু বলেননি তিনি। বাবাকে দেখতে তো সুস্থই দেখাত,

তাই কখনো তাঁকে ডাক্তারের কাছে নেওয়ার প্রয়োজন বোধ করিনি।

............... পরিশিষ্ট

এতক্ষণ নিজের লেখা ডায়েরির কয়েকটি পাতা পড়ছিলেন আবীর চৌধুরী।

তাঁর চোখের কোণে পানি। এখন তাঁর বয়স পঁচাত্তর।

পাঁচ বছর আগে লুনা তাকে ছেড়ে চলে গেছে।

আর তাঁর আদরের ছেলে আনন্দ চৌধুরী আজ সকালে তাঁকে রেখে গেল বৃদ্ধাশ্রমে।

বিষয়: বিবিধ

২১৪৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

255661
১৮ আগস্ট ২০১৪ রাত ০৯:৫০
ইঞ্জিনিয়ার মুবিন লিখেছেন : একে বলে এক মাঘে শীত যাই না
১৮ আগস্ট ২০১৪ রাত ১১:০০
199310
Shopnil Shishir_MD Shariful Hasan লিখেছেন : Happy
255665
১৮ আগস্ট ২০১৪ রাত ১০:০৬
মোহাম্মদ লোকমান লিখেছেন : একেই বলে ‌'কপিপেষ্ট'
১৮ আগস্ট ২০১৪ রাত ১১:২৯
199323
Shopnil Shishir_MD Shariful Hasan লিখেছেন : google a search din dekben sob lekha vibinno site a amr name shopnil shishir nana ase nvr judge anyne,,,,,,,Winking Winking
১৯ আগস্ট ২০১৪ সকাল ১১:২১
199408
মোহাম্মদ লোকমান লিখেছেন : আমি সে অর্থে কপিপেষ্ট বলিনি, যে অর্থ আপনি ধরে নিয়েছেন। আমি বুঝাতে চেয়েছি আপনি যা কপি করবেন পেষ্ট করলে হুবহু তা-ই হব।। অর্থাৎ আপনার গল্পের পুত্র যা করেছে তার পুত্র ও তাই করলো। এটা সেই কপিপেষ্ট। বুঝেছেন আশা করি। ধন্যবাদ।
255736
১৯ আগস্ট ২০১৪ রাত ০১:৩৬

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File