[লিমেরিক- সাতঃ ফারুকীর লাশ]
লিখেছেন লিখেছেন সাদ ভাই ১১ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:১৫:৩৮ রাত
যেই বাড়িটির ছাদেই ছিলো বিশাল নীলাকাশ
সেই বাড়িটির মাঝে হলো এক মানবের বাস।
এক মানবীর আগমনে
কিংবা যাওয়ার পরক্ষণে
সেই বাড়িরই অন্ত:পূরে ঐ মানবের লাশ।
ছবিঃ ইন্টারনেট
রচনাকাল: ২৯/০৮/১৪
সা’দ শারীফ
বিষয়: বিবিধ
১০৯০ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটি একটি লিমেরিক ...... পাঁচ লাইনে ভাবের বিন্যাস। জাষ্ট লিমেরিকের মাধ্যমে একটি হত্যাকান্ডের বর্ণনা দিতে চেয়েছি। আর কিছু নয়
আসলে লেখাটা পড়ে আমিও কিছু বুঝতে পেরেছি বলে মনে হয়না ।প্লিজ ভাই একটু ব্যাখা করেন ..
সহজ সরল জটিল .... (অসমাপ্ত)
এটি একটি লিমেরিক ...... পাঁচ লাইনে ভাবের বিন্যাস। জাষ্ট লিমেরিকের মাধ্যমে একটি হত্যাকান্ডের বর্ণনা দিতে চেয়েছি। আর কিছু নয়
মন্তব্য করতে লগইন করুন